আরো খবর...
নড়াইলে যোগ্যতা অনুযায়ী ১০৩ টাকায় পুলিশের চাকরি: পুলিশ সুপার
নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) বলেছেন- পুলিশের চাকরি পেতে কোনো টাকা-পয়সা লাগে না। জমিজমা বিক্রি সুদে করতে হবে না। মাত্র ১০৩ টাকায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাওয়া যাবে। এর মধ্যে ১০০ টাকার ব্যাংক ড্রাফট এবং ৩ টাকার ফরম কিনলেই হবে।
একান্ত সাক্ষাৎকারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। এসব কথা বলেন। কনস্টেবল পদে লোক নিয়োগ করা উপলক্ষে এই সাক্ষাৎকার প্রদান করেন তিনি।
আগামী ২৯ জুন নড়াইল পুলিশ লাইনস মাঠে কনস্টেবল পদে লোক নিয়োগ করা হবে। নিয়োগের সময় অনেকে প্রতারণার শিকার হন। তাঁরা পুলিশের চাকরির জন্য জমিজমা ও গরু-বাছুর বিক্রি করেন। চাকরির জন্য দালাল ধরেন। চাকরির জন্য দালালের বিষয়ে সাবধান করেন পুলিশ সুপার।
পুলিশ সুপার বলেন, ‘চাকরি দেওয়ার কথা বলে দালালেরা আপনাদের জোর করলে তাদের পরিণতি হবে ডাকাত ও মাদক ব্যবসায়ীদের মতো। আপনারা এসব বিষয়ে পুলিশকে খবর দেবেন।’
এ সময় পুলিশ সুপার সবার প্রতি অনুরোধ জানিয়ে বলেন, ‘১০৩ টাকায় পুলিশে লোক নিয়োগের এই বার্তা আপনারা নড়াইল জেলার অন্যান্য এলাকায় পৌঁছে দেবেন। সরকারি বিধিবিধান অনুযায়ী লাইনে দাঁড়াবেন। শারীরিক পরীক্ষা-নিরীক্ষার পর যোগ্যতা অনুযায়ী পুলিশে চাকরি পাওয়া যাবে।’
উল্লেখ্য, পুলিশ কনস্টেবল পদে নড়াইল জেলায় ১০ জন লোক নিয়োগ করা হবে। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, পুলিশ জনগণের বন্ধু। পুলিশের প্রথম ও প্রধান কর্তব্যই হচ্ছে জনগণের সেবা করা। এজন্য পুলিশ নিয়োগের ক্ষেত্রে অনেক বিষয় বিবেচনায় রাখা হয়। একজন চাকুরি প্রার্থীর শারীরিক যোগ্যতা ঠিক থাকা সত্ত্বেও তার যদি পুলিশে চাকুরি না হয় তাহলে অনেকে চিন্তা করেন পুলিশে টাকা ছাড়া চাকুরি হয় না। এটি সম্পূর্ণ একটি ভ্রান্ত ধারণা। কারণ শুধুমাত্র শারীরিক যোগ্যতা দিয়েই পুলিশে চাকুরি পাওয়া সম্ভব নয়। তার মেধা, বুদ্ধি, জ্ঞান, কর্মদক্ষতার মাপকাঠিতে তাকে পুলিশে নিয়োগ দেওয়া হয়। এক্ষেত্রে যোগ্য প্রার্থীরাই চাকরি পাবেন বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
পুলিশ নিয়োগে দালালদের থেকে দূরে থাকার জন্য মাইকিং প্রচারণা
নড়াইলে আগামী ২৯ জুন পুলিশ কনস্টেবলে নিয়োগ পরীক্ষা হবে। আর এ লক্ষে দালাল চক্র সক্রিয় হয়ে উঠতে পারে এমন চিন্তা থেকে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) ব্যক্তিক্রমী উদ্যোগ গ্রহণ করেছেন। তিনি দালালদের দৌরাত্ম থেকে দূরে থাকার জন্য নড়াইল জেলা পুলিশের পক্ষ থেকে মাইকিং প্রচারণা চালিয়েছেন। বৃহস্পতিবার (১৩ জুন) সকাল থেকে নড়াইল জেলার বিভিন্ন এলাকায় এ মাইকিং প্রচারণা শুনতে পাওয়া যায়। প্রচারণাতে বলা হয়, যোগ্যতা থাকলে মাত্র ১০৩ টাকায় পুলিশের চাকুরি পাওয়া সম্ভব। ১০০ টাকা ব্যাংক ড্রাফট ও ৩ টাকা মূল্যের ফরমই যোগ্য প্রার্থীদের চাকুরি পাওয়ার জন্য যথেষ্ট। এক্ষেত্রে অন্য কোনো অর্থের প্রয়োজন নেই। কেউ যদি চাকুরির প্রলোভন দেখিয়ে কারো নিকট কোনো প্রকার অর্থ দাবি করে তাহলে সঙ্গে সঙ্গে বিষয়টি নড়াইল জেলা পুলিশকে অবহিত করার জন্যও অনুরোধ করা হয়। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার) আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, প্রতিবারই পুলিশ নিয়োগের সময় দেখা যায় সংঘবদ্ধ দালালচক্র চাকুরির প্রলোভন দেখিয়ে সহজ সরল মানুষদের সাথে প্রতারণার মাধ্যমে অর্থ আদায় করে থাকে। মানুষকে এ ব্যাপারে সচেতন করার জন্য এ প্রচারণা চালানো হচ্ছে বলে তিনি জানান।
অসহায় মেধাবীছাত্রীর পাশে দাঁড়ালেন ছাত্রলীগ নেতা
আমেনা ডাক্তার হতে চায় মেধাবীছাত্রীর কলেজে ভর্তি অনিশ্চিত অর্থের অভাবে একাদশ শ্রেনীতে ভর্তি হতে না পারা একজন অসহায় নিদারুন গরীব বাবার মেয়ে আমেনা বেগম এর পাশে এসে দাঁড়ালেন নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন ববি। নড়াইলের সদর উপজেলার হবখালী ইউনিয়নের সাধুখালী গ্রামের দিন মজুরের মেয়ে মেধাবী ছাত্রী আমেনা পারভীন ডাক্তার হতে চায়। ছোটবেলা থেকেই স্বপ্ন দেখেছে বড় হয়ে লেখাপড়া করে ডাক্তার হবে।কিন্তু অর্থের অভাবে দিনমজুর পিতা মেয়েকে কলেজেই ভর্তি করতে পারছেন না। তবে কি তার স্বপ্ন পূরণ হবে না ? আমেনা ওই গরীব পরিবারের দ্বিতীয় সন্তান। দেশের সকল শ্রেণী পেশার মানুষদের আমেনার পাশে এসে দাড়িয়ে তার স্বপ্ন পূরণে সহযোগীতা করার দাবী জানিয়েছেন নড়াইলের সচেতন মহল। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, সরেজমিনে গিয়ে জানা যায়, দিনমজুর পিতার স্বল্প আয়ে একবেলা খেয়ে কোনমতে সংসার চলে। অপরদিকে অর্থের অভাবে মেয়েকে কলেজে ভর্তি করতে পারছেন না। উভয় সংকটে পড়েছেন অভিভাবক দিনমজুর পিতা মো.খবির মোল্যা। ছোটবেলা থেকেই মেয়ে আমেনা অত্যান্ত মেধাবী ছাত্রী হিসেবে পরিচিত। হবখালী হামিদুন্নেছা মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি ও এবছর এসএসসিতে জিপিএ-৫ পেয়ে কৃতিত্বের স্বাক্ষর রেখেছে। পিতার একমাত্র আয়ের ওপর নির্ভরশীল দুই ভাই দুই বোনসহ মোট ছয় সদস্যের পরিবারের । সব সময় তাদের সংসারে অভাব লেগেই আছে। এমতাবস্থায় আমেনার পরিবারের পক্ষে তার পড়ালেখার দায়িত্ব নেয়া সম্ভব নয়। শুধুমাত্র অর্থের অভাবে মেধাবী ছাত্রী আমেনার কলেজে ভর্তি হওয়া অনিশ্চিত হয়ে পড়েছে। একারণে তার দিনমজুর পিতা সমাজের বিত্তবান ও সকল শ্রেণী পেশার মানুষদের নিকট অর্থিক সহযোগিতা কামনা করেছেন। পরবর্তীতে উক্ত হবখালী ইউনিয়নের একজন সচেতন সাধারণ মানুষ উপরোক্ত বিষয়টি নড়াইল জেলার ফেসবুক পেইজে তুলে ধরেন এবং সম্পুর্ন বিষয়টি অগোচরে আসে নড়াইল সরকারি ভিক্টোরিয়া কলেজ ছাত্রলীগের সভাপতি সাজ্জাদ হোসেন ববি। সে কোনরুপ কালক্ষেপণ না করে আমেনা বেগমের পাশে এসে দাড়ান এবং কলেজের অভ্যন্তরীণ ব্যাপারে যেমন, ভর্তি,বেতন মওকুফ ও হোস্টেলের সিটের ব্যাপারে সম্পুর্ণ সহযোগিতা করবেন। আবারও জয় হল মানবতার, ধন্যবাদ সাজ্জাদ হোসেন ববিকে।
চিত্রা নদীর পাড়ে গঙ্গা স্নান!!
নড়াইলে সনাতন ধর্মের গঙ্গা দেবির পূজা ও পবিত্র গঙ্গা স্নান অনুষ্ঠিত হয়েছে। নড়াইলের চিত্রা নদীর পাড়ে অবস্থিত চরেরঘাট পূঁজা মন্দিরে ও আউড়িয়া চারাবাড়ী মহাশ্মশানে এ পূঁজা ও স্নান অনুষ্ঠিত হয়। এ উপলক্ষে গঙ্গা পূজাঁ, নাম সংকীর্তন, প্রসাদ বিতরণ, ধর্মীয় সঙ্গীত এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, জৈষ্ঠ্য মাসের শুক্লা পক্ষের দশমীর পূর্ণ তিথিতে সনাতন ধর্মেও নারী-পুরুষ গঙ্গাদেবির পূজাঁ করে পাপ মোচনের আশায় গঙ্গায় স্নান করে। এ জন্য সকাল থেকে নড়াইলের চরেরঘাট ও আউড়িয়া চারাবাড়ী মহাশ্মশানের পাশ দিয়ে বয়ে যাওয়া চিত্রা নদীতে সনাতন ধর্মেও নারী–পুরুষদের পাপ মোচনের আশায় স্নান করতে দেখা যায়।
সাবেক এমপি শহীদ এখলাছ উদ্দীন বিশ্বাস ও তাঁর পুত্রের শাহাদৎ বার্ষিকী পালিত
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ঠ সহযোগি, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, নড়াইল-১ আসনের সাবেক সংসদ সদস্য শহীদ এখলাছ উদ্দীন বিশ্বাস ও তার পুত্র এহসানুল হক টুনুর ৩৫ তম শাহাদৎ বার্ষিকী পালিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগ ও এর অঙ্গ সহযোগি সংগঠনের আয়োজনে দিনব্যাপি বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়, জানান, এসবের মধ্যে ছিল বেন্দারচর শহীদদের কবরে পুষ্পস্তবক অর্পণ, দোয়ার মাহফিল ও স্মরণসভা। বিকেলে কালিয়া শহরে স্মরণ সভায় বক্তব্য রাখেন কালিয়া উপজেলার চেয়ারম্যান কৃষ্ণপদ ঘোষ, পৌরমেয়র ফকির মুশফিকুর রহমান লিটন, উপজেলা ভাইস চেয়ারম্যান ইব্রাহীম শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান সোহেলী পারভীন নিরী, নড়াগাতি থানা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি খান জুলফিকার আলী প্রমূখ। এসময় আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগসহ বিভিন্ন অংঙ্গ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য, নড়াইল-১ আসনের বর্তমান এমপি কবিরুল হক মুক্তির বাবা প্রয়াত নেতা এখলাস উদ্দিন বিশ্বাস। ১৯৮৪ সালের ১১ জুন মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এখলাছ উদ্দীন বিশ্বাস ও তার পুত্র এহসানুল হক টুনুকে তৎকালীন বিএনপি ও জাতীয় পার্টির সন্ত্রাসীরা তাদের হত্যা করে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন