আরো খবর...
নড়াইলে পরকিয়া প্রেমে বাধা দেয়ায় দু’যুবককে কুপিয়ে জখম
নড়াইলে পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় দু’যুবককে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা।
নড়াইলের লোহাগড়া উপজেলার কলেজপাড়া রথখোলায় বৃহস্পতিবার (১৩জুন) রাত ১০ দিকে এ ঘটনা ঘটে।
আহত দু’ভাই মুক্তিযোদ্ধা জিল্লুর রহমানের ছেলে।
এ ঘটনায় ওই এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। জখমী দু’ভাইকে নড়াইলের লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
জানা যায়, নড়াইলের লোহাগড়া পৌর শহরের চৌরাস্তায় অবস্থিত মডেল ক্লিনিকের মালিক মোজামের সঙ্গে নিশাত ক্লিনিকের মালিক হাফিজের স্ত্রীর (শাফিয়ার) সঙ্গে পরকিয়া সম্পর্ক গড়ে উঠে। মোজাম তার পরিবারকে নিয়ে হাফিজের বাসায় ভাড়া থাকতেন। এ বিষয় নিয়ে মহল্লায় বহুবার সালিশ-বৈঠক হয়েছে। সর্বশেষ দু’মাস আগে সালিশের মাধ্যমে মোজামের পরিবারকে ওই বাসা থেকে অন্যত্র সরিয়ে দেয়া হয়। এরপরও মাঝে মধ্যে মোজাম ওই বাসায় আসা যাওয়া করেন।
(১৩জুন) বৃহস্পতিবার সন্ধ্যার পর মোজাম ওই বাসায় ঢুকতে গেলে প্রতিবেশি মহিলারা তাকে বাধা দেয়। এ নিয়ে মহিলাদের সঙ্গে মোজামের কথা-কাটাকাটি হয়। একপর্যায় মোজাম দুর্বৃত্তদের খবর দেয়। তখন নড়াইলের লোহাগড়া কলেজন পাড়ার আবুজারের নেতৃত্বে ৮-১০জন দুবৃত্ত ওই বাড়ির ভেতর প্রবেশ করে ধারালো অস্ত্র দিয়ে সুলতান মাহমুদ এলিচ (৩২) ও আসিফ মাহমুদ পরশকে (২৮) এলোপাতাড়ীভাবে কুপিয়ে গুরুতর রক্তাক্ত জখম করে।
নড়াইলের লোহাগড়া থানার ওসি মো. মোকাররম হোসেন জানান, ‘পরকিয়া প্রেমে বাধা দেওয়ায় দুর্বৃত্তরা দু’ভাইকে কুপিয়েছে। এ ব্যাপারে আইন মোতাবেক ব্যবস্থা নেয়া হচ্ছে।’
বিয়ে বাড়ির উঠানে তরুনের রহস্যজনক মৃত্যু
নড়াইলে বিয়ে বাড়িতে শিহাব শেখ (১৪) নামে এক তরুনের রহস্যজনক মৃত্যু হয়েছে।
গতকাল গভীর রাতে নড়াইলের কালিয়ায় উপজেলার কলাবাড়িয়া গ্রামে ওই মৃত্যুর ঘটনা ঘটেছে।
সে ওই গ্রামের রিকাইল শেখের ছেলে। ঘটনাটি এলাকায় বেশ আলোড়ন সৃষ্টি করেছে।
তবে তার মৃত্যুর সঠিক কোন কারন জানা যায়নি বলে সুত্র গুলো জানিয়েছে। কিশোরের মৃত্যুর সঠিক কারন জানতে নড়াইলের নড়াগাতি থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরন করেছে। ওই ঘটনায় নড়াইলের নড়াগাতি থানায় একটি জিডি করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সুত্রে জানা যায়, নড়াইলের কালিয়ায় উপজেলার কলাবাড়িয়া গ্রামের ফুলমিয়া মোল্যার মেয়ের বিয়ের দিন ধার্য্য রয়েছে দিবা গত রাতে। বিয়ে উপলক্ষে তার বাড়িতে সন্ধ্যা থেকেই শুরু হয়েছে আনন্দ উৎসব ও পূর্ব প্রস্তুতি। প্রতিবেশী ফুলমিয়ার বাড়িতে ডেকসেট বাজিয়ে বন্ধুদের সাথে আনন্দ উল্লাশ করতে যায় শিহাব। এবং আনন্দ উল্লাশ শেষে রাত ১২ টার দিকে বন্ধুরাসহ সে বাড়ির উদ্দেশ্যে সেখান থেকে বেরিয়ে যায়। কিন্তু বিয়ে বাড়ির শুনশান নিরবতা ভেঙ্গে রাত আড়াইটার দিকে সে আবার ওই বিয়ে বাড়ির উঠানে এসে পড়ে মারা যায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয় লোকজনের মধ্যে আলোচনার ঝড় বইতে শুরু করেছে। স্থানীয়রাসহ পুলিশ ঘটনাটিকে রহস্যজনক বলে মন্তব্য করেছেন।
নড়াইলের নড়াগাতি থানার ওসি মো. আলমগীর কবির, আমাদের নড়াইল জেলা প্রতিনিধি উজ্জ্বল রায়কে জানান, ওই ঘটনায় নড়াইলের নড়াগাতি থানায় একটি জিডি করা হয়েছে। মৃত্যুর সঠিক কোন কারন এখন পর্যন্ত জানা যায়নি। যেহেতু মৃত্যুটি রহস্যজনক বলে মনে হয়েছে তাই মৃত্যর কারন নির্নয়ের জন্য লাশ নড়াইল সদর হাসপাতালের মর্গে প্রেরন করা হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে। উজ্জ্বল রায়, নড়াইল জেলা প্রতিনিধি■ছবি সংযুক্ত
পুলিশ আর সাংবাদিক সত্য উদঘাটনের পথিক: এসপি জসিম
নড়াইলের পুলিশ সুপার এসপি মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার) বলেছেন, পুলিশ এবং সাংবাদিক একে অপরের বন্ধুসুলভ মনোভাব নিয়ে কাজ করলে সমাজের অপরাধ দূর্নীতি নির্মূল করা সম্ভব হবে।
তিনি বলেন, পুলিশ ও সাংবাদিকরা প্রতিদিন সকালে বের হন সত্য উদঘাটনের জন্য।
পুলিশ সুপার তিনি আরও বলেন, সাংবাদিকরা জাতির বিবেক, সংবাদপত্র সমাজের আয়না। জনগণের শান্তি ও নিরাপত্তা বিধানে পুলিশ অতন্দ্র প্রহরীর মতো কাজ করে যাচ্ছে আর লেখনীর মাধ্যমে সমাজের অন্যায়, অবিচার ও দুর্নীতি তুলে ধরে সমাজকে কলুষমুক্ত করার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন সাংবাদিকরা।
জঙ্গি সন্ত্রাস ও মাদকের বিষয়ে তিনি বলেন, জঙ্গি সন্ত্রাস ও মাদক হচ্ছে একটি জাতির জন্য অভিশাপ। সমাজের অনেক অপরাধেরই মুল কারন হচ্ছে জঙ্গি সন্ত্রাস ও মাদক। জঙ্গি সন্ত্রাস ও মাদকের কারনে তরুন সমাজের মেধা বিকাশ চরমভাবে বাধা গ্রস্ত হচ্ছে। তাই জাতির উন্নয়নের বাধা হয়ে দাঁড়িয়েছে জঙ্গি সন্ত্রাস ও মাদক। জঙ্গি সন্ত্রাস ও মাদকের বিস্তাররোধে তাই পুলিশের পাশাপাশি দেশের সরকারি-বেসরকারি শিক্ষক, সাংবাদিক,রাজনৈতিক ব্যক্তিত্ব, জন প্রতিনিধিসহ সমাজের সবাই মিলে জঙ্গি সন্ত্রাস ও মাদকের কুফল সম্পর্কে জনসচেতনতা বাড়ানোর উদ্যোগ নিতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান, ডিআইও-১ এস এম ইকবাল হোসেনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা এসময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, পৌর কমিশনার মাহাবুর রহমান, আকতার মোল্যা, বুলুদাস, জাহাংগীর সেখসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ।
এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), বলেন, বর্তমানে নড়াইলের আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা খুবই সন্তোষজনক। সকলে মিলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে জনগণের সেবার মান আরও উন্নত হবে। যেহেতু মানুষের বিপদের সময়ের প্রধান আশ্রয়স্থল হলো পুলিশ সেহেতু পুলিশকে তার কাজের প্রতি আরও আন্তরিক হতে হবে। এছাড়াও মাদক, জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্সের ভিত্তিতে কাজ করে যেতে হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন