আরো খবর...
নড়াইলে নিখোঁজের ১১দিন পর যুবকের মৃতদেহ উদ্ধার
নিখোঁজের ১১দিন পর নড়াইলের নবগঙ্গা নদীতে কালু শেখ (২৪) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার সকাল ১১টার দিকে নড়াইলের বারইপাড়া ফেরীয়াট এলাকা থেকে স্থানীয়রা ওই মৃতদেহ উদ্ধার করে। নিহত কালুশেখ নড়াইলের কালিয়া পৌরসভার বেন্দার চর গ্রামের মালেক শেখের ছেলে।
স্থানীয়রা জানায়, গত ৯জুন দুপুরে কালু শেখ নড়াইলের নবগঙ্গা নদীর বারইপাড়া ফেরীঘাট এলাকায় গোসল করতে যায়। এসময় প্রবল স্রোতের টানে এক পর্যায় চলন্ত ফেরীর তলে গিয়ে তলিয়ে যায়। গত কয়েকদিন ধরে ডুবুরীর মাধ্যমে বহু খোজা খুজির পরেও যুবকের মৃতদেহের সন্ধান পাওয়া যায়নি।
সকাল ১১টায় নড়াইলের বারইপাড়া ফেরীঘাট এলাকায় তার মৃতদেহ ভেসে উঠে।
নড়াইলের কালিয়া থানার এসআই শিমুল দাশ, নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়কে জানান, নড়াইলের ‘নবগঙ্গা নদীতে ডুবে যাওয়া যুবকের মৃতদেহ উদ্ধারের পর তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়েছে।’
‘নারী ও কন্যা শিশুর প্রতি সংহতি’ অনুষ্ঠানে পুলিশ সুপার
‘নারী ও কন্যা শিশুর প্রতি সংহতি’ বিষয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২০ জুন) শহরের এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম (বার)। আরো বক্তব্য রাখেন নড়াইল পৌরসভার ভারপ্রাপ্ত মেয়র রেজাউল বিশ্বাস, জেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আনিচুর রহমান, মুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, প্রমুখ। বক্তারা বলেন, ধর্ষণ, বাল্যবিয়ে, যৌতুক, উত্যক্তকরণসহ নারী ও কন্যা শিশুর প্রতি নির্যাতন বন্ধে সবাইকে এগিয়ে আসতে হবে। এক্ষেত্রে পুলিশ প্রশাসন ও আইন-আদালতের পাশাপাশি অভিভাবক, প্রতিবেশি, শিক্ষক, সাংবাদিক, আইনজীবী, নারী, পুরুষসহ সব পেশার মানুষকে সচেতন হতে হবে। বিশেষ করে অপ্রাপ্ত বয়স্ক মেয়েদের আচার-আচরণের প্রতি লক্ষ্য রাখতে হবে। অপরিণত বয়সে ছেলে-মেয়েদের হাতে মোবাইল ফোন, ইন্টারনেট ও মোটরসাইকেল তুলে দেয়া যাবে না। এতে ভালোর পরিবর্তে খারাপের শঙ্কাই থেকে যায়। এছাড়া ছেলে-মেয়ে যাতে অপরিণত বয়সে প্রেম, ভালোবাসা ও বিয়েশাদীতে ছড়িয়ে বিপথে যেতে না পারে, সেদিকে সবাইকে লক্ষ্য রাখতে হবে। আলোচনা সভায় আইনজীবী, সাংবাদিক, শিক্ষক, ঈমাম, কাজী, ঘটক, পুরোহিত, বিবাহ রেজিস্ট্রার, গ্রাম্য মাতবর, সমাজকর্মী, ইউনিয়ন পরিষদের সদস্য ও নারী ও কন্যা শিশুর প্রতি সংহিসতা প্রকল্পের নেটওয়ার্ক সদস্যরা উপস্থিত ছিলেন।
গণমাধ্যমের শতভাগ সহযোগিতার প্রত্যাশা
জনগণের ট্যাক্সের টাকায় যে পুলিশের বেতন হয়, সেই পুলিশ জনগনের পুলিশিং সেবা নিশ্চিতে বাধ্য। বাংলাদেশ পুলিশের সেবা বান্ধব এমন দৃঢ়তা ব্যক্ত করে নড়াইলের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার)। বলেছেন, পুলিশকে শতভাগ দুর্নীতিমুক্ত ঘোষণা করেন তিনি। আজ থেকে কোন পুলিশ কর্মকর্তা বা পুলিশ সদস্য মানুষের কাছে হাত পেতে টাকা নিতে পারবেন না। কোনো ভিক্ষুক পুলিশ নড়াইলে থাকতে পারবেন না। সব পুলিশদের উদ্দেশ্যে তিনি এসব কথা বলেন। একই সাথে এই ঘোষণার শতভাগ বাস্তবায়নের লক্ষ্যে কোন বিচ্যুতি পেলে তাৎক্ষনিক জেলা পুলিশের কর্মকর্তাদের সহযোগিতা করার জন্য সংবাদ মাধ্যমকে অনুরোধ করেন তিনি। নড়াইলের ৪টি থানার ওসিদের নির্দেশ দেয়া হয়েছে, সাধারণ ডায়েরী, মামলা দায়ের কিংবা পুলিশ ক্লিয়ারেন্সের নামে কোন প্রকার টাকা লেনদেন করা যাবে না। নির্দেশ অমান্যকারী কোন পুলিশ এই জেলায় থাকতে পারবেন না বলে তিনি জানান। নড়াইলে যোগদানের পর থেকে তাঁর বিভিন্ন উন্নয়নমূলক কর্মকা-ের কারণে সর্বমহলে প্রশংসিত হয়েছেন। এরই ধারাবাহিকতায় নড়াইল এসপি অফিসে নতুন সংযোজন হয়েছে আপ্যায়নের ব্যবস্থা। নড়াইলের পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে সরেজমিনে গিয়ে দেখা যায় পুলিশ সুপারের সাথে দেখা করতে আসা মানুষদের সামনে নাশতার ট্রে। বিষয়টা কিছুটা আগ্রহের সাথে খতিয়ে দেখতে এ প্রতিবেদক যখন দর্শনার্থীদের সাথে কথা বলেন তখন জানতে পারেন এ নাশতাগুলি নড়াইলের এসপি অফিস থেকেই সরবরাহ করা হয়েছে। জানা গেছে, নড়াইলবাসীর নানা সমস্যা সমাধানকল্পে পুলিশ সুপার নানাবিধ উদ্যোগ গ্রহণ করেছেন। জেলার বিভিন্ন প্রান্ত থেকে আগত দর্শনার্থীদের সাথে বিলম্ব না করেই তিনি সর্বদা তাদের সাথে হাসিমুখে কথা বলেন বলে অনেক দর্শনার্থী জানান। এছাড়াও যদি আগত দর্শনার্থীর সমস্যার সমাধান না দিতে পারেন তাহলে তাকে উপযুক্ত পরামর্শ দিয়েও সহায়তা করেন পুলিশ সুপার। আর এ কারণে দর্শনার্থীরা সন্তোষ প্রকাশ করেছেন। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), পুলিশ জনগণের বন্ধু। আর আমরা যদি জনগণের সাথে সদ্ভাব বজায় রাখতে ব্যর্থ হই তাহলে পুলিশের উপর থেকে জনগণের আস্থা হারিয়ে যাবে। এসময় উপস্থিত ছিলেন, পদোন্নতি প্রাপ্ত পুলিশ সুপার মোহাম্মদ জাহিদুল ইসলাম (পিপিএম), অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শরফুদ্দীন, নড়াইল সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ইলিয়াস হোসেন (পিপিএম), নড়াইল জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আশিকুর রহমান, ডিআইও-১ এস এম ইকবাল হোসেনসহ পুলিশের বিভিন্ন ইউনিটের কর্মকর্তা, এসময় গণমাধ্যমকর্মীদের মধ্যে উপস্থিত ছিলেন নড়াইল জেলা অনলাইন মিডিয়া ক্লাবের সভাপতি উজ্জ্বল রায়, সাধারণ সম্পাদক মোঃ হিমেল মোল্যা, পৌর কমিশনার মাহাবুর রহমান, আকতার মোল্যা, বুলুদাস, জাহাংগীর সেখসহ ক্লাবের সকল সদস্যবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকবৃন্দ। এ ব্যাপারে নড়াইলের পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন, পিপিএম (বার), বলেন, বিগত দিনে মতো গণমাধ্যমের সর্বাঙ্গীন সহযোগিতার প্রত্যাশা ব্যক্ত করে বলেন, যে কোন ধরনের চাঁদাবজি এমনকি কোন পুলিশ সদস্য হলেও তার তথ্য প্রদানের অনুরোধ করেন তিনি। সড়ক দুর্ঘটনায় মৃত্যু ঠেকাতে সড়কে অবৈধ যানবাহন চলাচল ও অদক্ষ চালককে নিরুৎসাহিত করণ, মটর সাইকেল চুরি বা ছিনতাইসহ জনগনের জানমালের সার্বিক নিরাপত্তা রক্ষায় জেলা পুলিশের প্রস্তুতি তুলে ধরেন। বর্তমানে নড়াইলের আইনশৃঙ্খলা বাহিনীর অবস্থা খুবই সন্তোষজনক। সকলে মিলে নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করলে জনগণের সেবার মান আরও উন্নত হবে। যেহেতু মানুষের বিপদের সময়ের প্রধান আশ্রয়স্থল হলো পুলিশ সেহেতু পুলিশকে তার কাজের প্রতি আরও আন্তরিক হতে হবে। এছাড়াও মাদককে শুন্যের কোটায় আনতে একমাত্র তথ্য উৎস হিসেবে সংবাদ মধ্যম যেভাবে দায়িত্ব পালন করছেন একই ভাবে মাদক, জঙ্গি ও সন্ত্রাস নির্মূলে জিরো টলারেন্সের ভিত্তিতে কাজ করে যেতে হবে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন