মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

নারী পুলিশকে প্রেমের প্রস্তাব যুবকের, অতঃপর…

ঘটনাটি গত ১৪ ফেব্রুয়ারির, ভালবাসা দিবস বা ভ্যালেন্টাইনস ডে’র দিন ছিল। এদিন অনেক যুগলকেই রাস্তা, পার্কে হাত ধরে ধরে ঘুরতে দেখা গেছে। কিন্তু ২৮ বছরে পৌঁছেও সঙ্গিনী পাওয়ার সৌভাগ্য হয়নি ভারতের উত্তরপ্রদেশের মোরাদাবাদের এক যুবকের। তাই এক নারী পুলিশকে প্রেমের প্রস্তাব করেছিলেন তিনি। কিন্তু এরপরই বাধে যত বিপত্তি। পুলিশ ছুঁলে যে ছত্রিশ ঘা তা হাড়ে হাড়ে টের পেয়েছেন ওই যুবক।

অনেক কাকুতি-মিনতি এবং কানমলা খেয়েও শেষরক্ষা হয়নি। অভিযুক্ত যুবককে পুলিশ আটক করেছে। উত্তরপ্রদেশের মোরাদাবাদের এই ঘটনায় অবাক অনেকেই। আসলে রোড রোমিওদের দৌরাত্ম্যে লাগাম পরাতেই সাদা পোশাকের নারী পুলিশ ঘুরছিলেন মোরাদাবাদের রাস্তা এবং একাধিক পার্কে।

সুন্দরী পুলিশকর্মীকে দেখে আর নিজেকে সামলাতে পারেননি বিনয় শ্রীবাস্তব নামের ওই যুবক। কালবিলম্ব না করে প্রেমের প্রস্তাব দিয়ে ফেলেন। স্রেফ প্রপোজ করলে জল এতদূর গড়াত না। পুলিশ সতর্ক করে হয়তো ছেড়ে দিত। কিন্তু বিনয় প্রস্তাব দিতে গিয়ে আপত্তিকর কাজকর্ম করেন বলে অভিযোগ। তদন্তকারীদের অভিযোগ পুলিশকর্মীর উদ্দেশে অশ্লীল ইঙ্গিতও করেন ওই যুবক। প্রথমে বিষয়টি কিছু বুঝতে দেননি ওই নারী পুলিশকর্মী।

তিনি কৌশলে অভিযুক্ত যুবককে পুলিশ ফাঁড়ির দিকে নিয়ে যান। অচেনা নারীর এমন আবদারে সন্দেহজনক কিছু মনে হয়নি বিনয়ের। ভেবেছিলেন ওপাশ থেকে যেহেতু সায় এসেছে, অতএব এগুলে মন্দ নয়। এভাবে অভিযুক্ত যুবককে নিয়ে পুলিশকর্মী পৌঁছে যান ফাঁড়ির কাছে। যেখানে জিপ নিয় অপেক্ষায় ছিলেন বেশ কয়েকজন সহকর্মী। পুলিশের জিপ দেখে বিপদ আঁচ করে ওই তরুণ। ততক্ষণে যা হওয়ার হয়ে গেছে। পাঁজাকোলা করে জিপে তাঁকে জিপে তোলেন পুলিশকর্মীরা। ততক্ষণে দেখা যায় জিপে আরও কয়েকজন ঠাসাঠাসি করে বসে আছেন।

উত্তরপ্রদেশে অ্যান্টি রোমিও স্কোয়াডের বিরুদ্ধে বাড়াবাড়ির অভিযোগ অবশ্য কম নয়। যোগী আদিত্যনাথ ক্ষমতায় আসার পর এই বাহিনী নামে। এই স্কোয়াড মাঠে নামার পর নারীঘটিত অপরাধ বেশ কিছুটা কমেছে বলে দাবি প্রশাসনের। তবে মোরাদাবাদের ঘটনা বুঝিয়ে দিল রাজ্যে এখনও এই ধরনের ঘটনা কমার কোনও ইঙ্গিত নেই।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!