বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

নতুন বছরে সুখ ও দীর্ঘায়ু লাভে বিজ্ঞানীদের ৯ চাবিকাঠি

স্বাস্থ্য বিশেষজ্ঞরা মানুষের আয়ু বৃদ্ধিতে দুটো বিষয় নিয়ে আশাবাদ প্রকাশ করেছেন। এক, স্বাস্থ্যকর জীবনযাপন।

আর দুই হলো- বেঁচে থাকার কারণ। আমেরিকান বিশেষজ্ঞ ড্যান বুয়েটনার এই দুটো বিষয়কে ‘ব্লু জোন্স’ হিসেবে চিহ্নিত করেছেন। একদল বিশেষজ্ঞ এদের নিয়ে গবেষণাও চালিয়েছেন। সে দলে ছিলেন চিকিৎসক, নৃবিজ্ঞানী, জনসংখ্যাবিদ, পুষ্টিবিদ এবং মহামারী রোগ বিশেষজ্ঞরা।
নতুন বছর থেকে দীর্ঘায়ু লাভের জন্যে বেশ কিছু অভ্যাস গড়ে তোলার পরামর্শ দিয়েছেন তারা। এদের মধ্যে ৯টি দীর্ঘায়ু লাভের চাবিকাঠি বলে উল্লেখ করেছেন তারা। আসুন জেনে নেই নতুন বছর কোন অভ্যাসগুলো রপ্ত করতে হবে।

১. নিয়মিত ব্যায়াম করতে হবে। এটি মাঝারি বা কঠিন হতে হবে।

প্রতিদিনের কাজের মতো ব্যায়ামেও মন দিতে হবে। যারা এমন করেন না তারা দীর্ঘায়ু পান না।

২. স্ট্রেস কমিয়ে আনতে হবে। এর জন্যে কিছু অভ্যাস নিয়মিত করে ফেলতে হবে। যেমন- একটা নির্দিষ্ট সময় বিশ্রামের মেজাজে চলে যাওয়া। প্রার্থনা করার কাজটিও আপনার মানসিক চাপ দূর করে।

৩. ‘হারা হাচি বু’- এটা কনফুসিয়াসের শিক্ষা যা আমাদের পেট ৮০ শতাংশ পূর্ণ না হওয়া পর্যন্ত খেয়ে যাওয়ার কথা বলে। অর্থাৎ, পেট পুরে খাবেন না। পাকস্থলীর ২০ শতাংশ খালি রাখতে হবে।

৪. ‘ইকিগাই’ অর্জন করতে হবে। এই জাপানি শব্দটি দিয়ে ‘কোনো কিছু করার কারণ’ বোঝানো হয়। আমরা কেন প্রতিদিন সকালে বিছানা ছড়াবো না? এ প্রশ্নের পক্ষে যুক্তি খুঁজুন।

৫. এমন খাদ্য তালিকায় প্রাধান্য আনতে হবে যেখানে উদ্ভিজ্জ উপাদান বেশি থাকে। কম পরিমাণে মাংস, মাছ এবং দুগ্ধজাত খাবার গ্রহণ করতে হবে।

৬. অ্যালোহল রয়েছে এমন পানীয় এবং বেভারেজ পানের মাত্রা শূন্যের কোঠায় আনতে হবে।

৭. স্বাস্থ্যকর অভ্যাস গড়ে তুলতে উৎসাহ জোগায় এমন কোনো সামাজিক গ্রুপের সদস্য হতে হবে।

৮. নিজ নিজ ধর্ম পালনে কিছু সময় ব্যয় করতে হবে।

৯. পরিবারের সঙ্গে বেশি সময় দিতে হবে। নিরেট সম্পর্ক গড়ে তোলা এবং তা পালন করে যেতে হবে।
সূত্র : ইন্ডিয়ান টাইমস

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!