নওগাঁয় আনন্দ মেলার নামে অবাধে চলছে নারীদেহের নগ্ন নৃত্য

মান্দায় আনন্দ মেলার নামে অবাধে চলছে নারীদেহের নগ্ন নৃত্য নওগাঁর মান্দা উপজেলার মৈনম ইউনিয়নের জ্যালাঘাট এলাকায় আনন্দ মেলার নামে অবাধে চলছে নারীদেহের নগ্ন নৃত্য ও দৈনিক স্বপ্নপুরী র্যাফেল ড্র নামক সৌখিন জুয়া। যাত্রা ও ভ্যারাইটি শোর প্যান্ডেলে ৩০-৪০০ টাকা দিয়ে দেখা যাচ্ছে অশ্লীল নাচ। সেই সঙ্গে অতিরিক্ত ১০ বা ২০ টাকা দিলে নৃত্যরত তরুণীর সংবেদনশীল স্থানে অবাধে হাত দেওয়া যাচ্ছে। এতে বিপথগামী হচ্ছে উপজেলার ছাত্রসহ তরুণ যুব সমাজ। প্রশাসন, কিছু হলুদ সাংবাদিক ও ক্ষমতাসীন দলের প্রভাবশালী ব্যক্তির প্রত্যক্ষ ইন্ধনে পুলিশের সামনেই চলছে এসব অসামাজিক কার্যকলাপ। সামনে এসএসসি, এইচএসসি ও সমমান পরীক্ষা থাকায় এ মেলা চলার ফলে একদিকে যেমন বিঘিœত হচ্ছে পরীক্ষার্থীদের লেখাপড়া, অন্যদিকে সেখানে লটারির নামে নিত্যনতুন মোটরসাইকেল প্রাইজ দেওয়ার নামে সাধারণ জনগণের পকেট কেটে করা হচ্ছে নিঃস্ব।
গত ২০ জানুয়ারি শনিবার সরজমিনে গিয়ে দেখা যায়, সকাল হতেই শতাধিক সিএনজি, ইজিবাইক ও অটোভ্যানে করে জেলার বিভিন্ন স্থানে লাটালির টিকট নিয়ে ছরিয়ে পরছে ভ্রাম্যমান কাউন্টার। বিকেল থেকে রাত ১১টা পর্যন্ত ভ্যারাইটিশোতে বেসামালভাবে সুন্দরী নারীদের গাঁয়ের পোশাক খুলে চলছে নগ্ন নৃত্য ও গান। রাত ৯টার পর থেকে ওই লটারীর নামে বিশেষ জুয়া সরাসরি সম্প্রচার দেখানো হয় স্থানীয় অবৈধ্য ক্যাবল চ্যানেলে। এই ক্যাবল টেলিভিশনের মাধ্যমে জেলার বিভিন্ন উপজেলায় সরাসরি সম্প্রচার করা হচ্ছে। যাত্রা প্যান্ডলে রাত ১২টা থেকে ভোর পর্যন্ত শুধুই অশ্লীলতা ও বিকৃত যৌন আবেদনে ভরা উলঙ্গ নৃত্য এবং অরুচিকর গানের আগ্রাসন। উঠতি বয়সের স্কুল-কলেজ পড়ুয়া শিক্ষার্থী ও গ্রাম্য যুবকসহ দূর-দূরান্তের বিকৃত মানসিকতার মানুষের উপচেপড়া ভীড়। তাদের আড্ডায় জমে উঠছে মেলা প্রাঙ্গন। ভাবার বিষয় হচ্ছে অশ্লীল নৃত্য চালাকালিন যাত্রা প্যান্ডেলে মান্দা থানার একাধিক পুলিশ সদস্যকে পোষাক পরিহিত অবস্থায় নারীদেহের নগ্ন নৃত্য উপভোগ করতে দেখা যায়। স্থানীয় সচেতন মহলের অভিযোগ, প্রশাসন মোটা অংকের টাকার বিনিময়ে লটারী নামক জুয়া খেলা টিভির পর্দায় দেখানোর অনুমতি দিয়েছে। আর সে কারনেই তারা চোখে-মুখে কুলুপ এঁটে বসে আছে।
মেলা এলাকা বর্তমানে অপরাধীদের অভয়াশ্রমে পরিণত হয়েছে। মেলাকে কেন্দ্র করে গড়ে উঠেছে জমজমাট মাদকের হাট ও মিনি পতিতালয়। এছাড়া ভাসমান পতিতাদের পদচারণাও রয়েছে। আবার প্রতিযোগিতামূলকভাবে চলছে গাঁজা ও ইয়াবা সেবন। অসামাজিক কার্যক্রম বন্ধ না করে উল্টো তাদের উৎসাহিত করছে বলে সচেতনমহলের অভিযোগ। কথা হয় মেলা দেখতে আসা ফরিদের সাথে, তিনি বলেন এসেছিলাম মেলা দেখতে তবে একা কারন মেলার যে অবস্থা তাতে পরিবার নিয়ে তো আসা অসম্ভব। আরেক জন তহিদুল বলেন, এ রকম গ্রাম পল্লী এলাকায় মেলার নামে অশ্লীলতা তরুণ ছেলে মেয়েরা খারাপের দিকে ধাপিত হবে বলে তিনি মনে করেন। একইভাবে অনেকের অভিযোগ রয়েছে মেলার নামে এ ধরনের অশ্লীলতা নিয়ে।
নাম প্রকাশ না করার শর্তে এক স্কুল শিক্ষক জানান, অশ্লীলতার বিষবাষ্প ছড়িয়ে দিয়ে এলাকার উঠতি বয়সের যুবকদের বিপথ গামী করা হচ্ছে। তিনি এ বিষয়ে প্রশাসনের সুদৃষ্টি কামন করেন। মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিছুর রহমান জানান, আমরা এসব অশ্লীলতা চলতে দিবনা। অতি দ্রুত এ মেলা বন্ধ করা হবে। এ ব্যাপারে জানতে চাইলে নওগাঁর জেলা প্রশাসক মো. মিজানুর রহমন জানান, স্থানীয় প্রশাসনকে এসব বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।
সাপাহারে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উদযাপন
“বাড়াবো প্রাণিজ আমিষ গড়বো দেশ, স্বাস্থ্য মেধা সমৃদ্বির বাংলাদেশ” এই স্লোগাণ কে সামনে রেখে নওগাঁর সাপাহারে প্রাণি সম্পদ সেবা সপ্তাহ উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রাণি সম্পদ দপ্তরের উদ্যোগে সোমবার বেলা সাড়ে ১১ঘটিকার সময় উপজেলা চত্ত্বর থেকে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক পদক্ষিন করে। র্যালী শেষে উপজেলা প্রাণি সম্পদ অফিসার ডা: সাইফুল ইসলামের সভাপতিত্বে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য পদান করেন উপজেলা নির্বাহী অফিসার ফাহাদ পারভেজ বসুনীয়া। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন উপজেলা ভাইস চেয়ারম্যান ওয়াহেদ আলী, মহিলা ভাইস চেয়ারম্যান মোরশেদা পারভীন, উপজেলা পল্লী উন্নয়ন অফিসার আলহাজ্ব সোলাইমান আলী প্রমুখ। এ সময় সেখানে উপজেলা পরষিদের বিভিন্ন দপ্তরের অফিসার,এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, প্রাণি সম্পদ দপ্তরের অফিসার সহ খামারীগণ উপস্থিত ছিলেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)


একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ
ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন