সোমবার, নভেম্বর ২৫, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দেবহাটায় মিশ্র ফলবাগান ও সবজি চাষে অভিনব সাফল্য দুলাল ঘোষের

দেবহাটার রামনাথপুর গ্রামে মিশ্র ফলবাগান ও সবজি চাষ করে অভিনব সাফল্য এনেছে দুলাল ঘোষ। মিশ্র ফলের বাগান ও সবজি চাষ করে নিজের ভাগ্য বদলানোর পাশাপাশি দেবহাটায় কর্মসংস্থান সৃষ্টি করেছেন তিনি। তার সাফল্য দেখে এলাকায় আরো অনেকে এখন বাণিজ্যিক ভিত্তিতে মিশ্র ফল ও সবজি উৎপাদনে ঝুঁকেছেন।

দেবহাটা উপজেলার নওয়াপাড়া ইউনিয়নের রামনাথপুর গ্রামের দুলাল ঘোষ দুই বছর আগে প্রথমে পরিক্ষা মুলক ভাবে মাত্র এক বিঘা জমির ওপর গড়ে তোলেন ফল ও সবজি বাগান। প্রথম বছরেই ভালো সফলতা পান তিনি। এরপর ধীরে ধীরে ওই বাগানের আয় থেকে এখন ৮ বিঘা জমির ওপর গড়ে তুলেছেন সু-বিশাল ফল ও সবজির বাগান।

দুলাল ঘোষের সাথে কথা বললে তিনি জানান- অনেক চিন্তাভাবনা করে দেখেছি যদি মিশ্র ফল সহ সবজির চাষ করা যায় তাহলে খুব ভালো হবে। তাই তিনি ১১শত থাই পেয়ারা গাছ, ৬শত বরই গাছ, ২শত ৫০টি বারি মাল্টা-১ এবং জমির পাশ দিয়ে ৫শত কলাগাছ ও মেটে আলু সহ বিভিন্ন সবজি চাষ করে লাখ লাখ টাকা উপার্জন হচ্ছে। সেই সাথে অনেক মানুষের কর্মসংস্থানও হচ্ছে এই বাগানকে কেন্দ্র করে। গত মৌসুমে মিশ্র পদ্ধতিতে ফল ও সবজি চাষ করে অনেক টাকা উপার্জন হয়েছে। এতে আমি অনেক খুশি।

এছাড়া বছরের বার মাসই ফল ও সবজি ঢাকায় পাঠিয়ে ভাল অর্থ পাচ্ছি। আমার এ সফলতা দেখে এলাকার অনেক চাষী আমার কাছে পরামর্শ ও বীজ নিতে আসে। তার এ সাফল্যে এলাকায় এক নজির সৃষ্টি হয়েছে বলে স্থানীয়রা জানান। এছাড়াও তাকে দেখে অনেকে এ পদ্ধতিতে অনুপ্রাণিত হচ্ছেন।

রামনাথপুর গ্রামের কৃষক সিরাজুল ইসলাম জানান- দুলাল ঘোষ’র সফলতায় আমরা নিজেদের জমিতে সবজিসহ ফলের চাষ করতে উদ্বুদ্ধ হয়েছি। ইতোমধ্যে অনেকেই মিশ্র পদ্ধতিতে ফল ও সবজি চাষ শুরু করেছেন।

দুলাল ঘোষের প্রকল্পে প্রতিদিন কাজ করছেন অন্তত ৮ থেকে ১০ জন নারী ও পুরুষ শ্রমিক। প্রতিদিন বাগান দেখাশোনা করছেন তারা। তার বাগানের বদৌলতে এখানে ৮ থেকে ১০জন শ্রমিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। তার বাগানে ৩০ থেকে ৪০ প্রজাতির ফলমূল ও সবজি চাষ হচ্ছে।

গত সোমবার দুলাল ঘোষের ফল ও সবজির বাগান পরিদর্শন করেন, দেবহাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জসিমউদ্দীন, উপ-সহকারী উদ্ভীদ সংরক্ষণ অফিসার শাহাজান আলী, উপ-সহকারী কৃষি অফিসার আলহাজ্ব আহাদ আলী খান ও জাহিদুজ্জামান।

এ সময় দেবহাটা উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জসিমউদ্দীন জানান- দুলাল ঘোষ এ উদ্যোগে আমি অত্যন্ত আনন্দিত, তিনি নিজে স্বাবলম্বী হওয়ার পাশাপাশি মানুষের পুষ্টির চাহিদা মিটিয়ে অর্থনীতিতে যোগ করছেন নতুন মাত্রা।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির মাসিক সভা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • দেবহাটায় ভ্যান চালক ও তার পরিবারকে মারপিটের অভিযোগ
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • দেবহাটায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক মর্মান্তিক আহত
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • দেবহাটায় জমি-জায়গা নিয়ে ব্যবসায়ীকে মিথ্যা হয়রানির অভিযোগ
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • দেবহাটায় খাল থেকে যুবতীর লাশ উদ্ধার
  • ‘সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব’ : দেবহাটার ইউএনও সাজিয়া আফরিন