বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দেবহাটায় বর্ণাঢ্য আয়োজনে উন্নয়ন মেলার উদ্বোধন

সরকারের চলমান সাফল্য তুলে ধরতে বর্ণাঢ্য আয়োজনে উন্নয়ন মেলা ২০১৮ সারাদেশের ন্যায় দেবহাটায় উদ্বোধন হয়েছে।

উপজেলা মুক্তমঞ্চ চত্বর জুড়ে বৃহস্পতিবার থেকে তিনব্যাপী এই মেলা চলবে।

উন্নয়ন মেলায় ৫১টি স্টলে অংশ নিয়েছে। যার মধ্যে উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তর, ইউনিয়ন ডিজিটাল সেন্টার, বাংলাদেশ পুলিশ, প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, বেসরকারী সংগঠন, পল্লী বিদ্যুৎ, স্বাস্থ্য অধিদপ্তর, ইসলামিক ফাউন্ডেশনসহ সরকারি বেসরকারি স্বায়ত্ব শাসিত দফতর।

উদ্বোধন পূর্বে উপজেলা পরিষদ চত্বর হতে বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে দেবহাটা থানা মোড়, বাজার প্রদক্ষিণ শেষে সমাবেত হয় মুক্তমঞ্চ চত্বরে।

পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে এক যোগে সারা দেশের জেলা উপজেলায় এই মেলার উদ্বোধন ঘোষণা করার মধ্যদিয়ে মেলার সূচনা হয়।

এরপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঘোষিত রূপকল্প ২০২১ ও ২০৪১-এ উন্নত বাংলাদেশের প্রস্তাবনা এবং গৌরব অর্জনের সাফল্য ও এর বাস্তবায়নে করণীয় বিষয় প্রান্তিক জনগোষ্ঠীর কাছে তুুলে ধরতে আলোচনা সভায় নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুন নাহারের সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ও মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গনি।

বিশেষ অতিথি ছিলেন দেবহাটা থানার অফিসার ইনচার্জ(ওসি) কাজী কামাল হোসেন, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক আনোয়ারুল হক।

এসময় উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন, সিনিয়র মৎস্য কর্মকর্তা বদরুজ্জামান, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ আব্দুল লতিফ, এলজিইডি কর্মকর্তা মমিনুল ইসলাম, প্রাণি সম্পদ কর্মকর্তা বিষ্ণুপদ, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব, দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা মডেল হাই স্কুলের প্রধান শিক্ষক মদন মোহন পালসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারী, শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

তবে এবারের মেলায় রয়েছে দেশপ্রেমও মহান মুক্তিযুদ্ধ বিষয়ক বহুমুখী ঐতিহাসিক প্রচারণা। এ ছাড়া মাদক সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ব্যাপক প্রচার।
‘শেখ হাসিনার বিশেষ উদ্যোগ’ শিরোনামে প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ সফলতা ও সুফল সম্পর্কে জনগণকে অবহিত করতে প্রচার।

এমডিজি অর্জনে সাফল্য ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা কার্যক্রমের প্রচার, নাগরিক সেবায় উদ্ভাবন ও ডিজিটাইজেশন বিষয়ে অডিও ভিডিও প্রদর্শনী ও লিফলেট বিতরণ করা হচ্ছে। যাতে কৃষি, শিল্প, খাদ্য, যোগাযোগ, সংস্কৃতি, শিক্ষা, পর্যটন, বিনোদনসহ নানা বিষয়ে সরকারের সাফল্যের সংবাদ। প্রাণ ভরে মানুষ দেখতেও জানতে পারছে উপজেলার চিত্র।

মেলাটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৭ টা পর্যন্ত সর্বসাধারণের জন্য খোলা থাকবে। বিকাল ৩টা হতে ৬ পর্যন্ত মুক্তিযুদ্ধ বিষয়ক সাংস্কৃতিমূলক অনুষ্ঠান।

এদিকে, মেলাটি উপলক্ষ্যে বেলা ১২টায় উপজেলার সখিপুর আলিম মাদ্রাসায় ছাত্র-ছাত্রীদের অংশগ্রহনে চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

এছাড়া মেলার ২য় দিন শুক্রবার বেলা ১১টায় সাধারণ জ্ঞান প্রতিযোগীতা অনুষ্ঠিত হবে বলে জানানো হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির মাসিক সভা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • দেবহাটায় ভ্যান চালক ও তার পরিবারকে মারপিটের অভিযোগ
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • দেবহাটায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক মর্মান্তিক আহত
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • দেবহাটায় জমি-জায়গা নিয়ে ব্যবসায়ীকে মিথ্যা হয়রানির অভিযোগ
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • দেবহাটায় খাল থেকে যুবতীর লাশ উদ্ধার
  • ‘সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব’ : দেবহাটার ইউএনও সাজিয়া আফরিন