দেবহাটায় ফলদ বৃক্ষমেলার উদ্বোধন করলেন এমপি রুহুল হক
“স্বাস্থ্য পুষ্টি অর্থ চাই, দেশী ফলের গাছ লাগাই” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে দেবহাটায় ৩দিনব্যাপী ফলদ বৃক্ষমেলা-২০১৭ উদ্বোধন হয়েছে।
উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ বিভাগের বাস্তবায়নে প্রতিবছরের ন্যায় উপজেলা চত্তরে উক্ত মেলার আয়োজন করা হয়েছে।
বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে শুরু হওয়া মেলাটি প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে উদ্বোধন করবেন সাবেক স্বাস্থ্য মন্ত্রী, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি অধ্যাপক আলহাজ্ব ডাঃ আ ফ ম রুহুল হক এমপি।
সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার হাফিজ-আল-আসাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবহাটা থানার ওসি কাজী কামাল হোসেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভিন ও সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন দেবহাটা উপজেলা কৃষি কর্মকর্তা জসিমউদ্দীন। এসময় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বেশি বেশি ফলদ বৃক্ষ রোপনের মাধ্যমে অর্থনৈতিক উন্নয়নের পাশাপাশি সবুজে সমৃদ্ধি করতে হবে। রাস্তা ও বাড়ির আঙ্গিনায় ফলদ বৃক্ষ রোপন করতে হবে। সাতক্ষীরা ও দেবহাটার দেশের বাহিরে রপ্তানি হচ্ছে। তাই বেশি বেশি আমের চারা রোপন করতে সকলকে অনুরোধ জানান।
দেবহাটায় শান্তি প্রতিষ্ঠা প্রকল্পের শিখন অভিজ্ঞতা বিষয়ক সভা অনুষ্ঠিত
দেবহাটার খানবাহাদুর আহ্ছানউল্লা কলেজে শান্তি প্রতিষ্ঠা প্রকল্পের অগ্রগতি বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে দিনব্যাপী কলেজের আইসিটি কক্ষে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের আয়োজনে গ্লোবাল কমিউনিটি এঙ্গেজমেন্ট এন্ড রেজিলিয়ান্স ফান্ড(জিসিইআরএফ)’র অর্থায়নে উক্ত শিখন অভিজ্ঞতা বিষয়ক সভা অনুষ্ঠিত হয়। দুই সেশনের প্রথম অধিবেশনে যুবসমাজ, শিক্ষক ও গনমাধ্যমকর্মী, ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্ট মিডিয়া গ্রুপ, দেয়াল পত্রিকা গ্রুপ, বিতর্ক প্রতিযোগী ও রেডিও প্রোগ্রামের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। এসময় শান্তি প্রতিষ্ঠা প্রকল্পের অর্জন, পর্যালোচনা এবং মতবিনিময়ে বক্তব্য রাখেন খানবাহাদুর আহ্ছান উল্লা কলেজের প্রভাষক আবু তালেব, সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মহসিন, দেবহাটা কলেজের প্রভাষক আকবর আলী, হাফিজুর রহমান, জগন্নাথপুর আলিম মাদ্রাসার প্রভাষক ফজর আলী, আব্দুল মমিন, সখিপুর আলিম মাদ্রসার প্রভাষক আবু সুফি আল মামুন, হাবিল্লাহ বাশার, সাংবাদিক সৈয়দ রেজাউল করিম(বাপ্পা), দেবহাটা রিপোর্টাস ক্লাবের সভাপতি মীর খায়রুল আলম, দেবহাটা কলেজের শিক্ষার্থী তামান্না সুলতানা, জয়ন্তি পাল, মাম্পি রানী দত্ত, সুমনা পারভীন, মেহেদী হাসান, আশিকুর রহমান, খানবাহদুর আহ্ছান উল্লা কলেজের আসমা খাতুন, লাকি পারভীন, মাছুম বিল্লাহ, সাগর হোসেন, হাফিজুর রহমান, জগন্নাথপুর মাদ্রাসার আয়েশা খাতুন, ইসমাইল হোসেন, সখিপুর আলিম মাদ্রাসার আব্দুল আলিম, ইউসুফ আলী গাজী প্রমূখ। অধিবেশেনে শান্তি প্রতিষ্ঠায় ও সামাজিক সক্ষমতা বৃদ্ধিতে যুব সমাজ, শিক্ষক ও গনমাধ্যমের ভ’মিকা-শির্ষক প্রকল্পের সার্বিক কর্মকান্ড মূল্যায়ন সম্পর্কিত বিষয়ে আলোচনা করা হয়।
দ্বিতীয় অধিবেশনে খানবাহাদুর আহ্ছান উল্লা কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলামের সভাপতিত্বে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের প্রোগ্রাম ম্যানেজার সৈয়দ হাবিবুল্লাহ’র সঞ্চলনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের সহ-সভাপতি ও সাবেক রাষ্ট্রদূত এম. হুমায়ুন কবির, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদ, সখিপুর ইউপি চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক শেখ ফারুক হোসেন রতন, মহিলা বিষয়ক কর্মকর্তা নাজমুনাহার, যুবউন্নয়ন কর্মকর্তা ইসমোত আরা বেগম, জঙ্গী-সন্ত্রাস নির্মূল কমিটির সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মাহমুদুল হক লাভলু, ইমাম সমিতির সভাপতি আব্দুস সত্তার, জগন্নাথপুর মাদ্রাসার সুপার আব্দুস সালাম, সখিপুর আলিম মাদ্রাসার ভারপ্রাপ্ত সুপার তবিবুর রহমান দেবহাটা প্রেসক্লাবের সভাপতি আব্দুল ওহাব প্রমূখ। অন্যান্যদের মধ্যে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইন্সটিটিউটের মনিটরিং অ্যান্ড ইভালুয়েশন অফিসার রক্ষিত ভট্টাচার্য, রিসার্চ অফিসার তাহসিনা পারভীন মিশু, ফিল্ড ম্যানেজার আমিনা বিলকিস ময়না, সাংবাদিক কেএম রেজাউল করিম, সুজন ঘোষ, আরাফাত হোসেন লিটন, তরিকুল ইসলাম লাভলু, গোপাল কুমার দাসসহ ৪টি শিক্ষা প্রতিষ্ঠানের প্রিন্ট মিডিয়া গ্রুপ, দেয়াল পত্রিকা গ্রুপ, বিতর্ক প্রতিযোগী ও রেডিও প্রোগ্রামের শিক্ষার্থীরা, অভিভাবকগন, ধর্মীয় প্রতিনিধি, সুধিসমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন। এসময় বক্তরা বর্তমান সমাজে জঙ্গী-সন্ত্রাসবাদ একটি বড় সমস্যা তুলে ধরে বলেন যে, সময় ও যুগ উপোযোগী পদক্ষেপ গ্রহন করেছে বি ই আই। তাছাড়া শিক্ষক ও ছাত্র-ছাত্রী এবং সমাজে সাড়া ফেলেছে জঙ্গী-সন্ত্রাস বিরোধী সৃজনশীল কর্মকান্ড উল্লেখ করেন। ছাত্র-ছাত্রীরা শিক্ষা প্রতিষ্ঠানের পড়া-লেখার পাশাপাশি দেয়াল পত্রিকায় ও নিউজ পেপারে লেখা, বিতর্ক প্রতিযোগীতা, রেডিও প্রোগ্রামে অংশগ্রহন করে উগ্রতা, জঙ্গী, সন্ত্রাসবাদের উৎপত্তি ও প্রতিরোধ মূলক বিষয়ে বিস্তারিত শিক্ষা লাভের সুযোগ হয়েছে। পাশাপাশি শান্তি প্রতিষ্ঠায় সামাজিক সক্ষমতা বৃদ্ধি ও পারিবারিক মূল্যবোধ, সহমর্মিতা বিষয়েও সচেতন হয়েছেন অংশগ্রহকারী ও তাদের পরিবার। আরো বলেন, সমাজ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গি, উগ্রতাবাদ সহ সহিংস মূলক কর্মকান্ড পরিহার করে শান্তি প্রতিষ্ঠায় সকলকে একসাথে কাজ করতে হবে। অনুষ্ঠানে শান্তি প্রতিষ্ঠা প্রকল্পের সকল প্রশিক্ষণ ও কর্মকান্ড বিষয়ক প্রামাণ্য চিত্র প্রদর্শন করা এবং সিডি ডিক্স প্রদান করা হয়।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন