বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দেবহাটায় নাশকতার অভিযোগে ৮ জামায়াত কর্মী আটক

দেবহাটায় নাশকতার অভিযোগের ঘটনায় পুলিশ ৮ জনকে আটক করেছে। এ ব্যাপারে দেবহাটা থানার এসআই মাজরিহা হোসাইন বাদী হয়ে নং-১০, তাং- ২২-১০-২০১৭ ইং দেবহাটা থানায় মামলাটি দায়ের করেন। সূত্রে জানা গেছে, দেবহাটা উপজেলার জগন্নাথপুর এলাকার সেতপুর গ্রামের বিলের মধ্যে হান্নান গাজীর ঘেরের মধ্যে নাশকতা করার জন্য পরিকল্পনা করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে দেবহাটা থানার ওসি কাজী কামালের নির্দেশনা মোতাবেক এসআই হাবিবুর রহমান, এসআই আব্দুস সামাদ, এএসআই এমায়দুল ইসলাম, এএসআই আমজাদ হোসেন, এএসআই কাইসার আলী, এএসআই আল-আমিন ও এএসআই আলাউদ্দীন সঙ্গীয় ফোর্স নিয়ে শনিবার রাত ২ টার দিকে এক অভিযান পরিচালনা করে উপজেলার গরানবাড়িয়া এলাকার মৃক আক্কাস আলী ওরফে পুটে গাজীর ছেলে সাইফুল ইসলাম (৩৮), জগন্নাথপুর এলাকার মৃত অহেদ আলী গুনিনের ছেলে আবুল হোসেন (৩৩), বহেরা এলাকার মৃত হায়দার আলীর ছেলে শেখ ওহাব সাহাজী (৫০), সেকেন্দারা গ্রামের মুজিবর রহমানের ছেলে বদরুল ইসলাম (৩৩), চিনেডাঙ্গা গ্রামের জামাত আলী সরদারের ছেলে মনিরুল ইসলাম (৩৫), বহেরা গ্রামের আব্দুস সাত্তার মাওলানার ছেলে ওয়াহিদ হোসেন (৩০), দক্ষিন কুলিয়া গ্রামের নবাত আলীর ছেলে আব্দুল আজিজ (৪৫) ও খাসখামার গ্রামের মৃত মাদার গাজীর ছেলে আব্দুল হামিদ (৭০) কে আটক করেন। তাদের বিরুদ্ধে দেবহাটা থানায় ১৯৭৪ সালের স্পেশাল পাওয়ার এ্যাক্টের ১৫(৩)২৫ডি ধারায় এসআই মাজরিহা হোসাইন বাদী হয়ে দেবহাটা থানায় মামলা করেছেন। এ মামলায় উল্লেখিত আসামীরা ছাড়াও অজ্ঞাতনামা আরো ৪০/৪৫ জনকে আসামী করা হয়েছে। আটককৃত আসামীদেরকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে।

দেবহাটার ৫ ইউনিয়নে ক্রীড়া সমগ্রী বিতরণ করলেন উপজেলা চেয়ারম্যান
দেবহাটায় উপজেলা ৫টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মাঝে বিভিন্ন প্রকার ক্রীড়া সমগ্রী বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২ টায় উপজেলা চেয়ারম্যানের অফিস কক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচী (এডিপি)’র অর্থায়নে বিভিন্ন প্রতিষ্ঠানে ক্রীড়া সামগ্রী ৫ টি ইউনিয়নের চেয়ারম্যানদের মাঝে ফুটবল, ভলিবল, ক্রিকেট ব্যাট, বল, স্টাম্প, জার্সি, নেট, প্যাড সহ বিভিন্ন খেলা সমগ্রী বিতরণ করা হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল গনি, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, যুগ্ন সাধারণ সম্পাদক আনারুল হক, সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী, পারুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, কুলিয়া ইউপি সদস্য আছাদুল হক, সখিপুর ইউপি সদস্য নির্মল কুমার মন্ডল, ইউপি সদস্য শরিফুল মোল্লা, নওয়াপাড়া ইউনিয়নের ১ নং ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মামুন, সখিপুর ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুর রব লিটু প্রমূখ। অনুষ্ঠানে ২৮৭ টি ফুটবল, ১০ সেট ভলিবল, ১৫ টি ক্যামব্রিস সেট, ১ সেট ডিউজ, ৫ সেট জার্সি বিতরণ করা হয়।

দেবহাটায় প্রথমিক সমাপনি মডেল টেস্ট পরীক্ষায় ১২ কেন্দ্রে ১৯শত পরীক্ষার্থী
দেবহাটা উপজেলায় ১২টি কেন্দ্রে ৫ম শ্রেণির সমাপনি মডেল টেস্ট পরীক্ষায় ১৯ শত পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে। রবিবার প্রথম দিন ১১টায় শুরু হয়ে বেলা ১.৩০টা পর্যন্ত আড়াই ঘন্টা ব্যাপী ইংরেজি পরীক্ষা অনুষ্ঠিত হয়। উপজেলা শিক্ষা অফিস সূত্রে জানাগেছে, উপজেলা নির্বাহী কর্মকর্তা হাফিজ আল-আসাদ ও প্রাথমিক শিক্ষা কর্মকর্তা প্রণাব কুমার মল্লিকের সঠিক নেতৃত্বে সুষ্ঠ ও সুন্দর পরিবেশে শান্তিপূর্ণভাবে প্রাথমিক সমাপনির মডেল টেস্ট অনুষ্ঠিত হচ্ছে। একই সাথে শিক্ষার মান উন্নয়নের লক্ষ্যে ৫ম শ্রেণির শিক্ষার্থীদের এগিয়ে নিতে আধুনিক পদ্ধতিতে প্রশ্ন ও পরীক্ষার সুব্যবস্থা করা হয়েছে। সেই সাথে প্রতিটা কেন্দ্রে কোন প্রকার ব্যক্তিপ্রভাব না পড়ে সে ব্যপারেও মনিটরিং ব্যবস্থা করা হয়েছে। সাথে সাথে বিদ্যালয় ম্যানেজিং কমিটি ও সকল বিদ্যালয়ের শিক্ষকদের সঠিক দায়িক্ত পালন করতে কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। ঈদগাহ সরকারী বিদ্যালয় পরীক্ষা কেন্দ্র পরিদর্শন কালে উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা প্রণাব কুমার মল্লিক, সহকারী শিক্ষা কর্মকর্তা সোহাগ হোসেন ও মনজুরুল আলম, ঈদগাহ সরকারি প্রাথমিক বিদ্যালয়েল ম্যানেজিং কমিটির সভাপতি ও ৯নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হারুন অর রশীদ, সাধারণ সম্পাদক ও চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির মাসুদ আনোয়ার মিলন, ম্যানেজিং কমিটির সদস্য কেএম রেজাউল করিম, ইউপি সদস্য আরতী রানী, হল সুপার পরিতোষ কুমার পাল, প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, সহকারী শিক্ষক সাইফুল্লাহ আল তারিক প্রমূখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির মাসিক সভা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • দেবহাটায় ভ্যান চালক ও তার পরিবারকে মারপিটের অভিযোগ
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • দেবহাটায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক মর্মান্তিক আহত
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • দেবহাটায় জমি-জায়গা নিয়ে ব্যবসায়ীকে মিথ্যা হয়রানির অভিযোগ
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • দেবহাটায় খাল থেকে যুবতীর লাশ উদ্ধার
  • ‘সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব’ : দেবহাটার ইউএনও সাজিয়া আফরিন