মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

প্রতিবাদে বিক্ষোভ

দেবহাটায় দূর্বৃত্তের গুলিতে আহত ইউপি চেয়ারম্যানকে হেলিকপ্টারে ঢাকায় প্রেরন

দূর্বৃত্তের ছোড়া গুলিতে গুরতর আহত সাতক্ষীরার দেবহাটা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতনকে উন্নত চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে ঢাকা স্কয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাবেক স্বাস্থ্যমন্ত্রী, ডা: আ.ফ.ম রুহুল হক এমপি রতনের উন্নত চিকিৎসার তাকে নেওয়ার জন্য হেলিকপ্টার পাঠান।

এরপর সাতক্ষীরা সদর হাসপাতাল থেকে এ্যাম্বুলেন্স যোগে তাকে ষ্টেডিয়ামে আনার পর বেলা ১২টা ৫০ মিনিটে সেখান থেকে হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় নিয়ে যাওয়া হয়।

এর আগে আওয়ামী লীগ নেতা সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন মঙ্গলবার রাত পৌনে ৯টার দিকে সখিপুর বাজার থেকে মটর সাইকলে বাড়ি ফেরার পথে সখিপুর স্কুল মোড়ে পৌছালে দূর্বৃত্তরা তাকে লক্ষ্য করে পর পর তিন রাউন্ড গুলি বর্ষন করে। এসময় তার বুকে এক রাউন্ড গুলি লাগলে সে মাটিতে লুটিয়ে পড়ে। ওই রাতেই গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

আহত সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন সাতক্ষীরার দেবহাটা উপজেলার তিলকুড়া গ্রামের শেখ আমজাদ হোসেন আমু।

এ ঘটনার পরপরই তাকে দেখতে সাতক্ষীরা সদর হাসপাতালে ছুটে জান পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, জেলা আওয়ামীলীগের সভাপতি মুনছুর আহমেদ, সাধারণ সম্পাদক জেলা পরিষদ চেয়ারম্যান নজরুল ইসলামসহ অসংখ্য আওয়মীলীগ ও তার অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

সাতক্ষীরা সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সাকিব রায়হান জানান- ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতনকে মঙ্গলবার রাত সাড়ে নয়টার দিকে জরুরী ভিত্তিতে অপারেশন করা হয়। তিনি এখন শঙ্কা মুক্ত। তার উন্নত চিকিৎসার জন্য দুপুরে বাই ইয়ার এ্যম্বুলেন্সে করে ঢাকা স্কায়ার হাসপাতালে রিফার্ড করা হয়েছে।

উল্লেখ্য, ২০১৩ সালে সাতক্ষীরায় জামায়াত-শিবিরের সহিংসতা চলাকালিন সময় প্রকাশ্যে দিনের বেলায় দেবহাটা উপজেলার সখিপুরে তাকে জামায়াত শিবিরের ক্যাডাররা হামলা চালিয়ে মৃত্যু ভেবে ফেলে রেখে যায়। দীর্ঘ ২ বছর চিকিৎসাধীন থাকার পর শেখ ফারুক হোসেন রতন সুস্থ্য হয়ে উঠেন।

প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ বক্তরা: রতনের উপর হামলাকারীদের ছাড় দেওয়া হবে না
দূর্বিত্তদের গুলিতে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন রতন (৪৫) গুরুত্বর আহত হওয়ার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা আওয়ামীলীগ।

বুধবার বিকাল ৩টায় সখিপুর মোড় এ বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও নওয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমানের সভাপতিত্বে সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনির সঞ্চলনায় প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামীলীগের সভাপতি ও সাবেক সংসদ সদস্য মুনসুর আহম্মেদ।

বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলাম, শিল্প ও বানিজ্য বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা কমান্ডার আলহাজ্ব আব্দুল গণি, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক আনোয়ারুল হক, নওয়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলমগীর হোসেন সাহেব আলী, উপজেলা যুবলীগের সভাপতি মিজানুর রহমান মিন্নুর, সাধারণ সম্পাদক বিজয় কুমার ঘোষ, শ্রমিকলীগের সভাপতি আবু তাহের, জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সভাপতি আবু রায়হান তিতু, ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ প্রমূখ।

বক্তরা বলেন, আপনারা অনেকে মুক্তিযুদ্ধ দেখেছি অনেকে দেখেননি। সেটি ২০১৩ সালে জামায়াত-বিএনপি নতুন করে দেখিয়েছে। তারা মানুষ খুন করে দেখিয়েছে মানুষ কতটা নিষ্ঠুর হতে পারে। তাদের দমন করতে ঐক্যবদ্ধ হতে হবে। অতিদ্রুত অপরাধীদের শাস্তি দিতে হবে, না হলে আওয়ামীলীগ তার দাতভাঙ্গা জবাব দেবে। প্রয়োজন হলে আইন হাতে তোলা হবে। আরো বলেন, ফারুক হোসেন রতন আওয়ামীলীগের নৌকা প্রতীকে নির্বাচন করে জয়লাভ করায় কুচক্রিরা এটি মেনে নিতে পারেনি। তারা সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ এবং নেতাকর্মীদেরকে ছত্রভঙ্গ করতে যে চক্রন্তে লিপ্ত হয়েছেন। শেখ ফারুক হোসেনের উপর যারা হামলা চালিয়েছেন তাদের কাউকে ছাড় দেওয়া হবে না। অপরাধী যেই হোক তাদের বিচার এদেশের মাটিতে হবে।

বক্তরা ২০১৩ সালের ঘটনার কথা উল্লেখ করে বলেন- জামায়াত-বিএনপি মিলে সেই সময়ে যারা দেবহাটায় সন্ত্রাসী কর্মকান্ড করে ছিলেন তারা পুন:রায় আবার মাথা উঁচু করে দাঁড়াতে চাই। তাদের সেই কু-মতলব আর কখনো বাস্তাবায়ন করতে দেওয়া হবে না। তাছাড়া বিএনপি-জামাত যেখানে সন্ত্রাসী কর্মকান্ড করবে সেখানেই তাদের প্রতিহত করা হবে। হুশিয়ারী দিয়ে বলেন, ২০১৩ আর ১৮ এক মনে করলে হবে না। আজকে বাংলাদেশ বঙ্গবন্ধু, শেখ হাসিনার দেশ তাই সরকারের উন্নয়নে বাধাগ্রস্থ করতে আসলে তা কঠোর ভাবে দমন করা হবে। শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগ সু-সংগঠিত তাই কোন নেতাকর্মীর একফোটা রক্ত বিফলে যেতে দেওয়া হবে না। জামাতায়-বিএনপিকে আর ছাড় দেওয়া হবে না। আগামি নির্বাচনে আবারো আওয়ামীলীগকে নির্বাচিত করে শেখ হাসিনরা স্বপ্ন ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য কাজ করতে হবে।

বিক্ষোভ সমাবেশে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ন-সম্পাদক আজহারুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক আরশাদ আলী, জেলা স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন খোকন, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান, শ্রমিকলীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম, তাঁতিলীগের সাধারণ সম্পাদক আকবর হোসেন, ছাত্রলীগের সাধারণ সম্পাদক হাফিজুল ইসলাম হাফিজসহ আওয়ামীলীগ, যুবলীগ, শ্রমিকলীগ, ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের উপজেলা ও ইউনিয়নের নের্তৃবৃন্দরাসহ সর্বস্থরের জনসাধারণ।

প্রসঙ্গত, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতন মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে মটরসাইকেল যোগে পারুলিয়া বাজার থেকে বাড়ি ফেরার পথে হতে কয়েকগজ দুরে সখিপুর রাজারবাড়ি মোড় এলাকায় পৌঁছালে ওৎ পেতে থাকা সন্ত্রাসীরা তাকে গতিরোধ করে পরপর ৩টি গুলি ছোড়ে। এতে ইউপি চেয়ারম্যান ফারুক হোসেন রতনের বুকের ডানপাশে পাজড়ের নিচে গুলিবিদ্ধ হন। স্থানীয়রা প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়।
পরদিন বুধবার শারিরীক অবস্থার অবনতি হওয়ায় সকালে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয় তাকে।

উল্লেখ্য যে, ২০১৩সালের ২৮ ফেব্রুয়ারী বিকালে সখিপুর কলেজ মাঠের পাশে জামায়াতের কেন্দ্রীয় নেতা মাও. দেলোয়ার হুসাইন সাঈদীর ফাঁসীর রায় ঘোষণার পর জামাত-শিবির কর্তৃক ধারালো অস্ত্র দিয়ে দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ফারুক হোসেন রতনকে হত্যার উদ্দেশ্যে তার উপর হামলা চালিয়ে মারাত্বক ভাবে জখম করে।
একপর্যয়ে সন্ত্রাসীরা তাকে মৃত ভেবে ফেলে রেখে যায়। আবারো তার উপর সন্ত্রাসী হামলার ঘটনায় উপজেলার সর্বস্থরের মানুষ তীব্র নিন্দা জানিয়ে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনতে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছে।

এদিকে, গত মঙ্গলবার রাতে উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফারুক হোসেন রতনের উপর হামলার ঘটনায় সখিপুর, পারুলিয়া এলাকার সকল দোকানপাট দুপুর ২-৬টা পর্যন্ত বন্ধ রেখে শোক পালন করে দোকানদারা।

সাতক্ষীরার দেবহাটা আওয়ামী লীগ নেতা ইউপি চেয়াম্যান ফারুক গুলিবিদ্ধ

একই রকম সংবাদ সমূহ

ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন

ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ

জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন

ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল

কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন

  • প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৩৭টি পদক লাভ
  • ড. কালাম ‘এক্সিলেন্স এওয়ার্ড’ গ্রহণ করেই দেশবাসীকে উৎসর্গ করলেন প্রধানমন্ত্রী
  • শোভন-রাব্বানী বাদ, ছাত্রলীগের নেতৃত্বে জয় ও লেখক
  • শোভন-রাব্বানীকে পদত্যাগের নির্দেশ প্রধানমন্ত্রীর
  • তৃণমূল থেকে সংগঠনকে গড়ে তুলতে হবে: প্রধানমন্ত্রী
  • কয়েক ঘণ্টার মধ্যে শোভন-রাব্বানির ভাগ্য নির্ধারণ
  • পরিকল্পিতভাবে উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে হবে : প্রধানমন্ত্রী
  • বিএনপি অর্থ-সম্পদ অর্জনে বেশি ব্যস্ত ছিল: প্রধানমন্ত্রী
  • বিশ্বের শীর্ষ নারী নেতৃত্বের তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা
  • আগুন নিয়ে খেলতে বারণ করলেন শামীম ওসমান
  • ৮ সেপ্টেম্বর থেকে বিদ্রোহী প্রার্থীদের চিঠি দেয়া হবে : ওবায়দুল কাদের
  • মইনুল হোসেন ফের কারাগারে