মঙ্গলবার, সেপ্টেম্বর ২৪, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দেবহাটায় অসহায় মানুষের মাঝে জেলা পরিষদের অনুদান প্রদান

দেবহাটায় ৩৬ জন অসহায় ব্যক্তিকে জেলা পরিষদের সহায়তা (নগদ) অর্থ প্রদান করা হয়েছে।
সোমবার বেলা ১১টায় দেবহাটা সদর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের ৩৬জন ব্যক্তিকে এ অর্থ প্রদান করা হয়।
অনুষ্ঠানের সদর ইউপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান আজগর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদের ৬নং ওয়ার্ড সদস্য ও বিশিষ্ট সমাজসেবক জেলার শ্রেষ্ঠ করদাতা আলহাজ্ব আল ফেরদাউস আলফা।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি সচিব কামরুল ইসলাম, সংরক্ষিত সদস্য সাবিনা পারভীন, রোকেয়া বেগম, শাহানাজ পারভীন, ১নং ওয়ার্ড ইউপি সদস্য কামরুল ইসলাম, ২নং ওয়ার্ড ইউপি সদস্য আব্দুল জলিল, ৩নং ওয়ার্ড সদস্য এবাদুর রহমান, ৪ নং ওয়ার্ড সদস্য শরিফুল ইসলাম মোল্যা, ৫ নং ওয়ার্ড সদস্য হাবিবুর রহমান মাসুম, ৬ নং ওয়ার্ড সদস্য মাহবুব রহমান বাবলু, ৭ নং ওয়ার্ড সদস্য আজগর আলী, ৮ নং ওয়ার্ড সদস্য গোলাম মোক্তার, ৯নং ওয়ার্ড সদস্য আরমান হোসেন প্রমূখ।
এসময় প্রতিটি ওয়ার্ড থেকে ৪জন দুস্থ, অসহায় ব্যক্তিদের প্রত্যেকে ৫শত টাকা করে মোট ১৮ হাজার টাকা করে প্রদান করা হয়।
জেলা পরিষদের সহযোগীতা পেয়ে অসহায় ব্যক্তিদের পক্ষ থেকে জেলা পরিদের চেয়ারম্যান আলহাজ্ব নজরুল ইসলামকে ধন্যবাদ জানান। এদিকে, অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা পরিষদের সদস্য আল ফেরদাউস আলফা বলেন, বর্তমান সরকারের উন্নয়নের ধারায় জেলা পরিষদের সকল প্রকার সুযোগ সুবিধা সাধারণ মানুষের দৌড়গেড়ায় পৌছে দিতে কাজ করে যাচ্ছি। আগামী দিনগুলোতেও এই ধারা অব্যাহত থাকবে। শুধু জেলা পরিষদের সহযোগীতা নয় পাশাপাশি আমার ব্যক্তিগত তহবিল থেকে সহযোগীতা সাধারণ মানুষের জন্য চলমান থাকবে। তাই সরকারের সহযোগী হিসাবে উন্নয়নমূল কর্মকান্ড বাস্তবায়ন করতে সকলের দোয়া চেয়েছেন তিনি।

দেবহাটায় মাছ চুরির ঘটনায় ২জনকে ভ্রাম্যমাণ আদালতে সাজা
দেবহাটাসহ বিভিন্ন এলাকায় মৎস্যঘের ও পুকুর থেকে মাছ চুরির ঘটনায় ২জনকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে জরিমানা প্রদান করা হয়ছে। দেবহাটা উপজেলাসহ বিভিন্ন এলাকায় পারুলিয়ার ঘড়িয়াডাঙ্গা গ্রামের আমজাদ মোল্যার পুত্র সাইদুল ইসলাম মোল্যা(৩৫) এবং নিশ্চিন্তপুর গ্রামের আনছার আলীর পুত্র তকিম গাঈন(৩৫) সংঘবদ্ধ ভাবে চুরি সংঘটিত করায়। এলাকাবাসীর অভিযোগে দেবহাটা থানার এসআই আব্দুল কাদের তাদেরকে আটক করে। আটককৃত ব্যক্তিরা তাদের দোষ শিকার করায় পরবর্তীতে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি প্রদান করা হয়েছে। এঘটনায় সাইদুল ইসলামকে ৫ মাসের কারাদন্ড এবং তকিম গাঈনকে ৬মাসের কারাদন্ড ও এক হাজার টাকা জরিমানা প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট হাফিজ আল-আসাদ।

দেবহাটার নওয়াপাড়ায় কৃষি দিবস অনুষ্ঠিত
দেবহাটার নওয়াপাড়া ইউনিয়নের জগন্নাথপুরে আইএফএমসি মাঠ দিবস পালিত হয়েছে। সোমবার বিকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে নওয়াপাড়া ইউনিয়নের জগন্নাথপুরে উক্ত মাঠ দিবস পালিত হয়। অনুষ্ঠানে উপজেলা কৃষি কর্মকর্তা জসীম উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা কৃষক প্রশিক্ষণ কর্মকর্তা আলহাজ্ব নুরুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন জেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের অতিরিক্ত পরিচালক(শস্য) আজগর আলী, উপজেলা কৃষি সম্প্রাসারণ অধিদপ্তরের উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শাহজাহান আলী। স্বাগত বক্তব্য রাখেন উপ-সহকারী কৃষি কর্মকর্তা আহাদ আলী খান।

দেবহাটায় মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা
দেবহাটায় ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১০ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে পরিষদ মিলানায়তনে উপজেলা নির্বাহী অফিসার হাফিজ আল-আসাদের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল গনি।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান মাহবুব আলম খোকন, মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা পারভীন, উপজেলা আ’লীগের সভাপতি ও নওয়াপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব মুজিবর রহমান, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মনি, দেবহাটা থানার অফিসার ইনচার্জ (তদন্ত) শরিফুল ইসলাম, উপজেলা আ’লীগের সাংগঠনিক সম্পাদক ও সখিপুর ইউপি চেয়ারম্যান শেখ ফারুক হোসেন রতন, যুগ্ন-সম্পাদক আনারুল হক, কৃষি অফিসার জসিমউদ্দীন, কেবিএ কলেজের অধ্যক্ষ রিয়াজুল ইসলাম দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, মৎস্য অফিসার বদরুজ্জামান, সমাজসেবা অফিসার অধির কুমার গাইন, প্রাথমিক শিক্ষা অফিসার প্রণব কুমার মল্লিক, মহিলা বিষয়ক অফিসার নাজমুন্নাহার, বি,আর,ডি,বি অফিসার ইসরাইল হোসেন, দেবহাটা সদর ইউপি চেয়ারম্যান আবুবকর গাজী, কুলিয়া ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিকাশ চন্দ্র প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির মাসিক সভা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • দেবহাটায় ভ্যান চালক ও তার পরিবারকে মারপিটের অভিযোগ
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • দেবহাটায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক মর্মান্তিক আহত
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • দেবহাটায় জমি-জায়গা নিয়ে ব্যবসায়ীকে মিথ্যা হয়রানির অভিযোগ
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • দেবহাটায় খাল থেকে যুবতীর লাশ উদ্ধার
  • ‘সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব’ : দেবহাটার ইউএনও সাজিয়া আফরিন