মঙ্গলবার, জানুয়ারি ২১, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দেবহাটার শরচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎযাপনের সমাপনি উৎসব

সাতক্ষীরা জেলার ভারত বাংলা সীমান্তে অবস্থিত দেবহাটা উপজেলার সদর ইউনিয়নে অবস্থিত টাউন শ্রীপুর নামক গ্রাম। যেটি তৎকালীন বৃটিশ শাসন আমলে সাত জমিদারের বসতি ও বাংলাদেশের প্রথম পৌরসভা টাউন শ্রীপুর গ্রামে ১৯১৬ সালে কোলকাতা হাই কোর্টের এ্যড.বাবু শরৎচ্চন্দ্র রায় চৌধূরীর হাতে প্রতিষ্ঠিত হয় টাউন শ্রীপুর শরৎচ্চন্দ্র উচ্চ বিদ্যালয়। যা চলতি ইংরেজি সালের দিনগুলো পার করে ১০১ বছরে উপনিত হয়েছে। বর্তমানে বিদ্যালয়টিতে ৫শতধীক শিক্ষার্থী অধ্যায়ন করছে। ইতোপূর্বে বিদ্যালয়টি বেশ সুনাম অর্জন করেছে। সর্বগুনে বিদ্যালয়টি বেশ যশ রয়েছে। তাছাড়া যশোর শিক্ষা বোর্ডেও ১ম স্থান অর্জন করেছে বিদ্যালয়টি। সে সময়ে র্নিমিত দুটি ভবন ভেঙ্গে নতুন ভবন তৈরীর হয়েছে। বিদ্যালয়টি ঔপনিবেশিক শাসন, পাকিস্তানের শোষণ-নিপীড়ন আর স্বাধীন বাংলাদেশের অভ্যুদয়সহ তিনকালের স্বাক্ষী হয়ে শতবছর পূর্ণ করলো এই শিক্ষা প্রতিষ্ঠান। ১৯১৬ সালে যাত্রা শুরু করা শিক্ষা প্রতিষ্ঠান দেবহাটার ১০১বর্ষ বিদ্যালয়টির বৃহস্পতিবার ২৮ ডিসেম্বর সমাপনি অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সকাল ৮ টায় আনুষ্ঠানিক ভাবে জাতীয় পতাকা উত্তোলন, পবিত্র কোরআরন ও গীতা পাঠের পরে শফত বাক্য পাঠের মধ্যে দিয়ে অনুষ্ঠানের শুরু হয়। অনুষ্ঠানে উৎযাপন কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা মন্ত্রাণালয়ের যুগ্ন-সচিব সলিমুল্লাহ বক্তব্য রাখেন। পরে বর্ণাঢ্য আনন্দর‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে বিদ্যালয় প্রঙ্গনে এসে দিনব্যাপী ক্রীড়া, আলোচনা সভা, সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা আবুল কাশেম। প্রধান অতিথি ছিলেন বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আব্দুল করিম। বিশেষ অতিথি ছিলেন মুক্তিযোদ্ধা মন্ত্রাণালয়ের যুগ্ন-সচিব সলিমুল্লাহ, সাবেক শিক্ষক আফসার আলী মাস্টার, দিলিপ কুমার ব্যানার্জি, মিসেস মনিরা বেগম, সাবেক চেয়ারম্যান আবুল ফজল, সদর ইউপি চেয়ারম্যান আবু বকর গাজী। বক্তব্য রাখেন বিদ্যালেয়র প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ, শিক্ষক হযরত আলী, দেবহাটা প্রেসক্লাবের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুল ওহাব, প্রক্তন ছাত্র ফিরোজ শাহ আলম, ঢাকা থেকে আগত সাবেক ছাত্র আব্দুল মালেক, এড ওহিদুজ্জামান বাচ্চু, ছাত্রী মমতাজ বেগম, বীরমুক্তিযোদ্ধা আব্দুল হক, আব্দুর রউফ প্রমূখ। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক সঞ্জীব কুমার ব্যানার্জি।

নলতায় আছিয়া-নজির স্মৃতি ৮ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্ট-১৭ উদ্বোধন
“মাদক ও অন্যান্য সামাজিক অসঙ্গতিকে না বলুন, ফুটবলকে হ্যাঁ বলুন” এ স্লোগানকে সামনে রেখে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার নলতা মাধ্যমিক বিদ্যালয় ফুটবল মাঠে ২৮ ডিসেম্বর বৃহস্পতিবার বেলা ২.৩০ মিনিটে অনুষ্ঠিত হয়েছে স্থানীয় এমপি ডা. রুহুল হক’র পিতা বিশিষ্ট সমাজসেবক ও শিক্ষানুরাগী মরহুম আলহাজ্জ মো. নজির আহম্মেদ এবং মাতা মরহুমা মোছা. আছিয়া খাতুনের নামে আছিয়া-নজির স্মৃতি ৮ দলীয় নক আউট ফুটবল টুর্ণামেন্ট-১৭ উদ্বোধনী খেলা। গুণী ব্যক্তিদ্বয়ের স্মরণে দেশী-বিদেশী খেলোয়াড়দের সমন্বয়ে লাবণ্যবতি ইয়াং স্টার ক্লাব. দেবহাটা,কুলিয়া বনাম সৈকত স্পোটিং ক্লাব.তালা,সাতক্ষীরা এর মধ্যে অনুষ্ঠিত ২৮ ডিসেম্বর বৃহস্পতিবারের টানটান উত্তেজনাপূর্ণ উদ্বোধনী খেলার সম্পন্ন হয়েছে। শেষ পর্যন্ত খেলার দ্বিতীয়ার্ধে দারুন ছন্দে ফিরে টাইব্রেকারের মাধ্যমে তালা সৈকত স্পোটিং ক্লাব কুলিয়া লাবণ্যবতি ইয়াং স্টার ক্লাবকে ৫-৩ গোলে পরাজিত করে। উক্ত খেলায় বর্তমান প্রজন্মের আশীর্বাদ, তরুন উদীয়মান নেতা, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি ও অত্র ফুটবল টুর্ণামেন্টের তত্ত্বাবধায়ক মো. তারিকুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খেলার শুভ উদ্বোধন করেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপদেষ্টা কমিটির সদস্য, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি, সাবেক সফল স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী আলহাজ্জ অধ্যাপক ডা. আ ফ ম রুহুল হক এমপি। উদ্বোধন শেষে তিনি উভয় দলের খেলোয়াড় ও কর্মকর্তাদের সাথে পরিচিতি হন। উদ্বোধন পূর্বে প্রধান অতিথি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন- মাদক একটি সামাজিক ব্যধি। যেসব পরিবার বা সমাজে মাদকের থাবা পড়েছে সেসব জায়গায় চরম অশান্তি বিরাজ করছে। মাদকাসক্ত যুব সমাজ ধ্বংস করছে নিজেদের জীবন তথা তাদের উজ্জ্বল ভবিষ্যৎকে। তাই মাদক ছেড়ে খেলাধুলার মাধ্যমে স্বাভাবিক জীবনে ফিরে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে এগিয়ে যাওয়া এদেশের সকল কর্মকান্ডে যুব সমাজকে ভূমিকা রাখার আহবান জানান। উদ্বোধনী খেলায় আরো উপস্থিত ছিলেন-কালিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার গোলাম মাঈনউদ্দীন হাসান,কালিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুবীর দত্ত, সাতক্ষীরা জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল ইসলাম,সাতক্ষীরা মেডিকেল কলেজের পরিচালক ডাঃ শেখ শাহাজান আলী,নলতা এ এম আর কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ তোফায়েল আহমেদ,নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক মোঃ ইউনুস আলি, নলতা মাধ্যমিক বিদ্যালয়ের প্রাক্তন প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম, নলতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আনারুল ইসলাম,দেবহাটা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মোঃ মুজিবর রহমান, নলতা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ আনিছুজ্জামান খোকন,সাতক্ষীরা জেলা ছাত্রলীগের সভাপতি রেজাউল ইসলাম রেজা,সাধারণ সম্পাদক সাদিকুর রহমান,কালিগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জিএম সাইফুল ইসলাম,জেলা সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দীন খোকন,কালিগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ফিরোজ শাহরীয়ার,দেবহাটা উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমান সবুজ,সাধারণ সম্পাদক হাফিজুর রহমানসহ ফুটবল খেলা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ, স্বেচ্ছাসেবকবৃন্দ, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার অন্যান্য সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন শ্রেণি-পেশার হাজার হাজার ক্রীড়ামোদী দর্শক। খেলা পরিচালনা করেন ফিফা রেফারী শেখ ইকবাল আলম বাবলু এবং সহকারী ছিলেন সাংবাদিক সুকুমার দাশ বাচ্চু,সাজিদুর রহমান শাহীন ও সৈয়দ মমিনুর রহমান। এছাড়া প্রথম রাউন্ডের অন্যান্য খেলাগুলো হলো- ০৪ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৩ টায় ঈশ্বরীপুর মুসলিম স্পোটিং ক্লাব বনাম কুশুলিয়া ফুটবল একাদশ। আনন্দঘন ও মনোরম পরিবেশে অনুষ্ঠিতব্য সমস্ত ফুটবল ম্যাচ উপভোগ করার জন্য নলতা শরীফ ফুটবল টুর্ণামেন্ট আয়োজক কমিটি ক্রীড়ামোদী দর্শকদের বিশেষভাবে আমন্ত্রণ জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির মাসিক সভা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • দেবহাটায় ভ্যান চালক ও তার পরিবারকে মারপিটের অভিযোগ
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • দেবহাটায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক মর্মান্তিক আহত
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • দেবহাটায় জমি-জায়গা নিয়ে ব্যবসায়ীকে মিথ্যা হয়রানির অভিযোগ
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • দেবহাটায় খাল থেকে যুবতীর লাশ উদ্ধার
  • ‘সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব’ : দেবহাটার ইউএনও সাজিয়া আফরিন