মঙ্গলবার, নভেম্বর ২৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

দু’টির বেশি সন্তান থাকলে সরকারি চাকরি হবে না অাসামে

দু’টির বেশি সন্তান থাকলে আর সরকারি চাকরি মিলবে না ভারতের অাসামে। শীঘ্রই এই নিয়ম চালু হতে চলেছে রাজ্যটিতে।

রবিবারই রাজ্য সরকারের তরফে জনসংখ্যা নীতির একটি খসড়া ঘোষণা দেওয়া হয়। সেই খসড়া অনুযায়ী দু’টির বেশি সন্তান থাকা বামা-মায়েরা সরকারি চাকরি থেকে বঞ্চিত হবেন।

এদিন গুয়াহাটিতে সংবাদ সম্মেলন করে রাজ্যটির স্বাস্থ্য মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা বলেন, ‘‘এটা একটা জনসংখ্যা নীতির খসড়া। আমরা পরামর্শ দিয়েছি যে, কোন ব্যক্তির দু’টির বেশি সন্তান থাকলে তারা কোন সরকারি চাকরি পাবেন না। এমনকি কোন ব্যক্তি যদি সরকারি চাকরি পান তবে চাকরির শেষ দিন পর্যন্ত তার ক্ষেত্রে এই নিয়ম বলবৎ থাকবে। অর্থাৎ, চাকরিরত অবস্থায় তৃতীয় সন্তানের জন্ম হলে চাকরি যেতে পারে বা অন্য শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হতে পারে। ”

মন্ত্রী আরও জানান ‘দুইটির বেশি সন্তান থাকলে চাষের জন্য ট্রাক্টর দেওয়া, বাড়ি তৈরি করে দেওয়াসহ অন্যান্য সরকারি প্রকল্পের সুবিধা থেকেও বঞ্চিত হবে ওই পরিবার। এছাড়াও পঞ্চায়েত, পুরসভা, এবং রাজ্যের নির্বাচন কমিশনের অধীন যেকোন স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানের নির্বাচনেও তারা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবেন না। একইসঙ্গে রাজ্যের সরকারি চাকরিতে নারীদের ৫০ শতাংশ সংরক্ষণের কথাও ভাবা হচ্ছে। পাশাপাশি নির্বাচনে লড়াইয়ের ক্ষেত্রেও নারীদের ৫০ শতাংশ সংরক্ষণ দেওয়া হবে। ‘

স্কুল পর্যায় থেকে একেবারে বিশ্ববিদ্যালয় স্তর পর্যন্ত নারী শিক্ষার্থীদের বিনামূলে শিক্ষা প্রদানের ক্ষেত্রেও এই নিয়ম প্রযোজ্য হবে বলে জানান রাজ্যটির শিক্ষামন্ত্রণালয়েরও দায়িত্বে থাকা হিমন্তা বিশ্বশর্মা। তিনি বলেন, ‘স্কুলের বই, ফি, পরিবহন, হোস্টেল খরচসহ সমস্ত কিছু সুবিধাই বিনামূল্যে দিতে চাই। স্কুলের ড্রপ আউট যাতে ঠেকানো যায় সেটা দেখাটাও আমাদের প্রধান লক্ষ্য। ‘ শর্মা আরও জানান প্রস্তাবিত জনসংখ্যা নীতি অনুযায়ী ছেলেদের ২১ ও মেয়েদের ১৮ বছরের নীচে বিয়ে হওয়া আইনত দন্ডনীয়। সেক্ষেত্রে তারা সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবেন না।

তিনি জানান, ‘আগামী জুলাই পর্যন্ত এই ব্যাপারে রাজ্যের মানুষের কাছ থেকে মতামত নেওয়া হবে। তারপর প্রস্তাবটি বিধানসভার অধিবেশনে পেশ করা হবে।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!