বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ত্বকের যত্নে কাঠের কয়লা..

আগেকার দিনের মানুষদের কয়লা দিয়ে দাঁত মাজতে দেখা যেতো। এই যুগের মানুষ তো এসব চিন্তাই করতে পারে না।

কয়লার মতো কালো জিনিস দিয়ে কখনও দাঁত সাদা হয়? আসলে বিজ্ঞানের কথা না জানলে বিশ্বাস করবেন না অনেকে। অ্যাক্টিভেটেড কার্বন বা কাঠকয়লার রয়েছে ময়লা শোষণের বিস্ময়কর ক্ষমতা। অনেকে সক্রিয় কার্বনও বলেন একে।

মূলত কাঠকয়লার সক্রিয় কার্বন তৈরি করা হয়। উচ্চ তাপমাত্রায় কার্বোনাইজেশনের সঙ্গে গ্র্যাজুলেশন, অ্যাক্টিভেশন এবং প্রক্রিয়াকরণের বিভিন্ন প্রক্রিয়ায় কাঠ সক্রিয় কার্বন প্রস্তুত করা হয়। ভারী শিল্পের এর নানাবিধ ব্যবহার রয়েছে। দ্রাবক পুনরুদ্ধার, বায়ু পরিশোধন, তেল এবং গ্যাস পুনরুদ্ধার, চিকিৎসা ইত্যাদি কাজে কাঠকয়লার ব্যবহার রয়েছে। তবে এখানে এর আরেকটি ব্যবহারের কথা তুলে ধরা হলো।

অনেক আগে থেকেই কিন্তু রূপচর্চা বা স্বাস্থ্য সংক্রান্ত বিষয়ে ব্যবহৃত হয়ে আসছে কাঠকয়লা।

অনেক গবেষণায় প্রমাণ মিলেছে যে, কয়লার ব্যবহারে বিশেষ করে ত্বকের অনেক উপকার মেলে। এখানে ৫টি কারণ জেনে নিন। প্রতিদিনই কিন্তু আপনি রূপচর্চায় অ্যাক্টিভেটেড কার্বন বা চারকোল বা কাঠকয়লা ব্যবহার করতে পারেন।

১. ত্বকের বিষ তাড়ানো
সাধারণত ওষুধের কাজ করে সক্রিয় কয়লা। স্বাস্থ্যর যত্নে খুবই উপকারী। পাকস্থলীতে সমস্যা থাকলে পরিমিত খেতে পারলে পাকস্থলীর বিষাক্ত উপাদান দূর হবে। একইভাবে এটি আপনার ত্বকের বিষাক্ত উপাদান কোনো ধরনের পার্শ্বপ্রতিক্রিয়া ছাড়াই শুষে নেবে। ত্বক থেকে সহজেই ময়ল ও বাড়তি তেল দূর করে। আর লোমকূপও থাকে পরিষ্কার। পুরনো আমলে থেকেই পাকস্থলীর বিষক্রিয়ায় কাঠকয়লা খেতে তা রীতিমতো ওষুধের মতো কাজ করতো।

২. ব্রনের চিকিৎসায়
অ্যাক্টিভেটেড চারকোল একনিপূর্ণ ত্বকের জন্যে খুবই উপকারী। একনি সৃষ্টিকারী জীবাণু দূর করে। ফলে ব্রন ধীরে ধীরে কমে আসে।

৩. তেলে ভারসাম্য আনয়ন
কয়লা কিন্তু ত্বকের অতিরিক্ত তেল দূর করে। ফলে ত্বকে ব্রন ওঠার আশঙ্কাও কমে আসে। সেই সঙ্গে ত্বকের ময়েশ্চার ধরে রাখতে তেলের ভারসাম্য বজায় রাখে।

৪. মৃত ত্বক দূর করে
কয়লা দিয়ে স্কার্ব বানালে তা ত্বকে নিশ্চিন্তে ব্যবহার করা যায়। এটি দারুণভাবে ত্বকের মৃত ত্বক দূর হয়। কাজেই স্কার্বের জন্যে অ্যাক্টিভেটেড কার্বনকে সেরা মনে করা যায়।

৫. ত্বকের রং
কেবল ত্বকের তেলের ভারসাম্যই বজায় রাখে তা নয়, এটি ত্বকের স্বাভাবিক রং ধরে রাখতে সহায়তা করে। সেই সঙ্গে ত্বকের সতেজ ভাব রক্ষা করে।

আসলে অ্যাক্টিভেটেড চারকোলের বিভিন্ন ধরনের উপাদান ত্বকের ময়লা এবং মৃত ত্বক একেবারে পরিষ্কার করতে সক্ষম। মলিন ত্বকের সতেজ ভাবও চলে আসে খুব দ্রুত। এ কারণেই পৃথিবীর বড় বড় প্রসাধন কম্পানি অ্যাক্টিভেটেড চারকোলের ওপর দারুণ ভরসা রাখে।
সূত্র : ডন

একই রকম সংবাদ সমূহ

এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!

এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরেরবিস্তারিত পড়ুন

কলারোয়ায় উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক

কলারোয়ায় উপজেলা পর্যায়ে সাংবাদিকদের সাথে পুষ্টি বিষয়ে গোলটেবিল বৈঠক অনুষ্ঠিতবিস্তারিত পড়ুন

ভালোবাসার সুড়ঙ্গ রহস্য (ভিডিও)

প্রকৃতি অপার রহস্যের ভান্ডার। তাই সে মাঝে মাঝেই আমাদের চমকেবিস্তারিত পড়ুন

  • কিডনি রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায়
  • ঝুঁকি নিয়ে ছবি তুলে আলোচনায় দম্পতি
  • এক বছর পরও নড়াচড়া করে মৃতদেহ!
  • সেলফি তোলায় ছড়াচ্ছে উকুন!
  • আলসেমি দূর করার উপায়
  • রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে উপকারী আমড়া
  • সেলফির কারণে দ্রুত ছড়াচ্ছে উকুন!
  • হৃদরোগ প্রতিরোধের সহজ মন্ত্র
  • কাশ্মীরের একটি গ্রামের নাম ‘বাংলাদেশ’
  • ফেসবুকে নতুন ফিচার চালু, ডিলিট হবে সবকিছু
  • ব্যবহারকারীদের নিরাপত্তায় ফেসবুকে নতুন ফিচার
  • সৌরশক্তিতেই চলবে শাওমি