সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালায় ৪৭তম মহান বিজয় দিবস পালিত

সাতক্ষীরার তালায় যথাযোগ্য মর্যাদা ও বিন¤্র শ্রদ্ধায় ৪৭তম মহান বিজয় দিবস পালিত হয়েছে।

১৬ ডিসেম্বর প্রত্যুষে ৩১ বার তোপধ্বণির মাধ্যমে দিনটির সূচনা হয়। সকালে উপজেলা চত্বরে বিভিন্ন সংগঠনের মাল্যদান শেষে তালা সরকারী কলেজ মাঠে জাতীয় পতাকা উত্তোলন,শারীরিক কসরত, ডিসপ্লে এবং পরে উপজেলা পরিষদ চত্বরে মুক্তিযোদ্ধাদের সংবর্ধণা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। জেলা পরিষদ সদস্য সাংবাদিক মীর জাকির হোসেনের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) অনিমেষ বিশ^াস, তালা সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর গোলাম মোস্তফা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইখতিয়ার হোসেন, মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সদ্য বিদায়ী কমান্ডার মোঃ মফিজ উদ্দীন, তালা থানার অফিসার ইনচার্জ মোঃ মেহেদী রাসেল, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোঃ রেজাউল ইসলাম রেজা, মহিলা কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুর রহমান, কেন্দ্রীয় যুবলীগের সহ-সম্পাদক মোঃ রফিকুল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু, তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, উপজেলাা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ড সংসদের সভাপতি জাহিদুর রহমান লিটু এবং জেএসডি কেন্দ্রীয়নেতা মীর জিল্লুর রহমান প্রমুখ।

পরে চিত্রাংকন ও ক্রীড়া প্রতিযোগিতা, বিকালে প্রীতি ফুটবল ম্যাচ এবং রাতে সাস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।

জেএনএ মাদ্রাসায় : তালা উপজেলার জে,এন,এ দাখিল মাদ্রাসায় যথাযোগ্য মর্যাদা ও বিন¤্র শ্রদ্ধায় ৪৭তম মহান বিজয় দিবস পালিত হয়েছে। দিনটি উপলক্ষ্যে ১৬ ডিসেম্বর সকালে মাদ্রাসা মাঠে জাতীয় পতাকা উত্তোলন, র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন জে,এন,এ দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হালিম। এসময় মাদ্রাসার সহঃ সুপার মাওলানা কবীরুল ইসলাম,শিক্ষক আব্দুল ওহাব শেখ,বারিক মোল্ল্যা,আবু জাফর, মোড়ল রফিকুল ইসলাম,অমল কুমার সরদার, গাজী জাহিদুর রহমান,ওয়াহিদাজ্জামান লিটন, আব্দুল কুদ্দুস, শহীদুল ইসলাম, আবু জাফর,আব্দুল হামিদ,আফতাব উদ্দীন,আসাদুল ইসলামসহ মাদ্রাসার সকল ছাত্র-ছাত্রী ও শিক্ষক-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পরে দোয়া অনুষ্ঠানের মাধ্যমে দিবসের সমাপ্তি হয়।

ফ্রি মেডিকেল ক্যাম্প
মহান বিজয় দিবস মাস উপলক্ষ্যে ডাঃ মিঠুন কুমার হালদার এর নিজস্ব উদ্যোগে গরীব অসহায় দুস্থ মানুষের জন্য বিনা মূল্যে চিকিৎসা পরামর্শ ও ঔষধ বিতরণ করেছেন। গত ১৪ থেকে ১৬ ডিসেম্বর সকাল দশটা থেকে বেলা দু’টা পর্যন্ত তিন দিনে তার তালার গোপালপুর গ্রামে চিকিৎসা সেবা প্রদান করেছেন। তিনদিনে প্রায় একশত অসহায় দুস্থ গরীব মানুষকে বিনামূল্য ঔষুধ ও স্বাস্থ্য সেবা প্রদান করেছেন। উপজেলার বাউখোলা গ্রামের রহিমা খাতুন ও নাংলা গ্রামের আক্তারুজ্জামান বাবুসহ অনেকে জানান,তাহারা এই বিনামূল্যে চিকিৎসা পেয়ে উপকূত হয়েছি। ডাঃ মিঠুন কুমার হালদার বলেন, গরীব-অসহায় দুঃখী মানুষের কথা বিবেচনা করে সেবা প্রদান করছি। তিনি সকলের কাছে এই আর্শিবাদ কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা