সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালায় ১৫ দিন ব্যাপি কবি সিকান্দার মেলার সমাপনী অনুষ্ঠিত

সাতক্ষীরার তালার তেঁতুলিয়াই শেষ হলো ১৫ দিন ব্যাপি কবি সিকান্দার আবু জাফর এর সিকান্দার মেলা। শত্রুবার সন্ধ্যায় ১৫ দিনব্যাপী কবি সিকান্দার মেলার সমাপনী অনুষ্ঠিত হয়েছে। দেশের বরেণ্য কবি সাহিত্যিক ও গুণীজনদের উপস্থিতিতে প্রাণবন্ত হয়ে ওঠে বসন্তের এ বৈকালিক আয়োজন। সাতক্ষীরার জেলা প্রশাসক মো. ইফতেখার হোসেনের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব সাতক্ষীরার সাবেক জেলা প্রশাসক মো.আবদুস সামাদ ফারুক। অতিথি হিসাবে উপস্হিত ছিলেন,পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো.ফারুক হোসেন,খুলনা বিভাগীয় কমিশনার লোকমান হোসেন মিয়া, সাতক্ষীরার পুলিশ সুপার সাজ্জাদুর রহমান, একুশে পদকপ্রাপ্ত চিত্রশিল্পী (কবির ছোট ভাই) সৈয়দ জাহাঙ্গীর, অতিরিক্ত জেলা প্রশাসক মো. জাকির হোসেন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, সাতক্ষীরা প্রেসক্লাবের সভাপতি অধ্যাপক আবু আহমেদ প্রমূখ।

কবি সিকান্দার আবু জাফরের কর্মময় জীবন ও আদর্শকে তুলে ধরে মো. আবদুস সামাদ বলেন, সিকান্দার আবু জাফর সমকাল সাহিত্য গোষ্ঠি আন্দোলনের বর্গীয় প্রাণ পুরুষ। তিনি নিজে শুধু কবিতা লেখেন নি, তিনি বহু কবির জন্ম দিয়েছেন এবং বহু কবি সৃষ্টি করেছেন। তাঁর সমকাল সাহিত্য আন্দোলন ছিল অসাধারণ প্রদীপ্ত আন্দোলন। যার সৃষ্টি হচ্ছে বহু কবি-সাহিত্যিক। কবিতার শক্তি অসাধারণ। কবিতা মুক্তির জন্যই বাংলাদেশ স্বাধীন হয়েছিল। কবিদের কবিতা আমাদের মুক্তিযোদ্ধাদের অনুপ্রাণিত করেছিল। কবিতার জন্যই আমাদের স্বাধীনতা আন্দোলন বলে মন্তব্য করেছেন আবদুস সামাদ।

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুকে বলা হয় রাজনীতির কবি। রবীন্দ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামকে তিঁনি ব্যাপক ভালবাসতেন। একজনের গানকে তিনি রণসংগীত ও আর একজনের গানকে তিনি জাতীয় সংগীত হিসেবে প্রতিষ্ঠিত করে গেছেন। তার বক্তৃতায় রবীনদ্রনাথ ঠাকুর ও কাজী নজরুল ইসলামের কথা ফুটে উঠেছে। এমনকি জয় বাংলা শব্দটাও তিনি নজরুল ইসলামের কাছ থেকে নিয়েছেন। আমাদের মহান ভাষা আন্দোলন ও মুক্তিযুদ্ধে আমাদের গান, কবিতা ব্যাপক অবদান রেখেছে। তিনি বলেন, কবিতা, সাহিত্য মানুষকে প্রদীপ্ত করার জন্য, মানুষকে সংস্কৃতিবান করার জন্য, মানুষকে মানবিক করার জন্য। কাজেই রবীন্দ্রনাথের যদি জন্ম না হতো, নজরুলের যদি জন্ম না হতো, জীবনানন্দ, জসীমউদ্দীনের যদি জন্ম না হতো, সিকান্দার আবু জাফর, শামসুর রহমানের যদি জন্ম না হতো তাহলে আমাদের চিন্তার জগৎ, আমাদের মানবিকতার জগৎ, আমাদের ভালবাসার জগৎ, আমাদের অসাম্প্রদায়িকতার জগৎ, জঙ্গিবাদ বিরোধিতার জগৎ কখনও প্রসারিত হতো না। তাঁর লেখা ‘আমার হাতেই নিলাম আমার নির্ভরতার চাবি; তুমি আমার আকাশ থেকে সরাও তোমার ছায়া, তুমি বাংলা ছাড়ো।’ কবিতার এই লাইন দ্বারা বোঝা যায় তিঁনি ছিলেন একজন দীপ্তিবান ও সাহসী মানুষ। বঙ্গবন্ধুর ‘এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম’ এই বক্তব্যের সাথে কবি সিকান্দার আবু জাফরের বক্তব্যের তাৎপর্য একই।

সাতক্ষীরা জেলাকে স্মৃতিচারণ করে তিনি আরো বলেন, সাতক্ষীরার মানুষ অনেক ভাগ্যবান। অনেক অসাধারণ কবি, সাহিত্যিক ও গুনিজনকে সাতক্ষীরাবাসি পেয়েছেন। তারা শুধু সাতক্ষীরা, বাংলাদেশ নয়, পশ্চিমবঙ্গকেও আলোকিত করেছেন। সাতক্ষীরা এক অসাধারণ জনপদ, অসাধারণ সুন্দর। একদিকে সুন্দরবন, একদিকে পশ্চিমবঙ্গ আর একদিকে অনেক নদী। সাতক্ষীরায় প্রাচর্যেও কোন শেস নেই। সাতক্ষীরার আম, সজনে, চিংড়ী, ওল, খেজুরের গুড়, দুধ মিষ্টিসহ অনেক জিনিস শুধু বাংলাদেশের বিভিন্ন জেলায় নয়, বিদেশেও রপ্তানি হচ্ছে। ঐশর্যে পরিপূর্ণ একটি জনপদ সাতক্ষীরা জেলা। সাতক্ষীরার মানুষ ও অত্যন্ত উদার ও বন্ধুসুলভ। আমি একান থেকে চলে গেলেও এখনও বহু মানুষ আমাকে মনে করেন। আমাকে ফোন করেন, আমার অফিসে যেয়ে আমাকে দেখে আসেন। পৃথিবীতে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো সম্পর্ক। সাতক্ষীরার মানুষের সাথে আমার রক্তের সম্পর্ক না থাকলেও তাদের সাথে আমার আত্মার সম্পর্ক তৈরী হয়ে গেছে। আমি এখনও মাঝে মাঝে ভাবি আবার যদি সাতক্ষীরায় ফিরে আসতে পারতাম।

সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন তালা উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন। অনুষ্ঠানে নৌ-পরিবহন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. আবদুস সামাদ ফারুক ও পরিকল্পনা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. ফারুক হোসেনকে কবি সিকান্দার আবু জাফর সম্মানা পদকে ভূষিত করা হয় এবং কবির লেখা একটি বইয়ের মোড়ক উন্মোচন করেন অতিথিবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা