বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালার কয়েকটি খবর

তালায় শ্রেষ্ঠ দেওয়াল পত্রিকার পুরস্কার বিতরণ

তালা ভূমিজ ফাউন্ডেশন সভাকক্ষে সোমবার (৩০ অক্টোবর) সকালে উপজেলার ৫ টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিশুদের তৈরীকৃত বাল্য বিবাহ ও শিশু শ্রমের কুফল এবং তা প্রতিরোধের উপায় বিষয়ক দেওয়াল পত্রিকার মধ্যে থেকে শ্রেষ্ঠ দেওয়াল পত্রিকার পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন তালা উপজেলা সহকারী শিক্ষা অফিসার মোঃ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে সুভাষিণী সরকারী প্রাথমিক বিদ্যালয়, হাতবাস সরকারী প্রাথমিক বিদ্যালয়, মদনপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, খানপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় ও ঘোনা সরকারী প্রাথমিক বিদ্যালয় থেকে ৫ জন শিক্ষক ও ৫ জন শিশু অংশগ্রহণ করে।
অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন ভূমিজ ফাউন্ডেশনের নির্বাহী প্রধান অচিন্ত্য সাহা এবং অনুভূতি প্রকাশ করেন মদনপুর স্কুলের প্রধান শিক্ষক তৃপ্তি দাশ ও সুভাষিণী স্কুলের শিশু জারিন।
ভূমিজ ফাউন্ডেশনের সিডাক প্রকল্পের স্পন্সরশীপ অফিসার দে অঞ্জন কুমারের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিডাক প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মহাদেব দাস।
এ সময় অনুষ্ঠানের প্রধান অতিথি বিজয়ী স্কুল সুভাষিণী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক ও শিশুর হাতে পুরস্কার তুলে দেন।
এছাড়া প্রতিটি স্কুলের শিক্ষক ও শিশুদের মাঝে সান্তনা পুরস্কার হিসাবে একটি করে ফুটবল তুলে দেয়া হয়।

তালার খেশরায় ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সোহাগ
তালা উপজেলার খেশরা ইউনিয়ন ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি হলেন সোহাগ।
তালা উপজেলা ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান ও সাধারণ সম্পাদক আনিছুজ্জামান স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়- বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল তালা উপজেলার খেশরা ইউনিয়ন সভাপতি সবুজ দীর্ঘদিন এলাকায় না থাকায় এবং সিনিয়র সহ-সভাপতি মেহেদী হাসান কেন্দ্রীয় রাজনীতির সাথে সম্পৃক্তহওয়ায় খেশরা ইউনিয়ন ছাত্রদলের গতিশীল, বেগবান ও সুসংগঠিত করার লক্ষ্যে আজমীর হোসেন সোহাগকে খেশরা ইউনিয়ন ছাত্রদলের সিনিয়ির সহ-সভাপতি পদে দায়িত্ব প্রদান করা হলো এবং সভাপতির অনুপস্থিতিতে দায়িত্ব পালনের নির্দেশ দেওয়া হলো।

আলীম মাহমুদ ডিআইজি’তে পদোন্নতি হওয়ায় তালা প্রেসক্লাবের অভিনন্দন
তালার সন্তান মোঃ আব্দুল আলীম মাহমুদ পদন্নোতি পেয়ে ডিআইজি হয়েছেন। গত ১৮ অক্টোবর বুধবার স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে’র এক আদেশ সুত্রে এ খবর জানা গেছে।
তালা উপজেলার লক্ষণপুর গ্রামের মৃত আনছার উদ্দীন মাহমুদের জেষ্ঠ্য পুত্র ১৯৯৫ সালে বাংলাদেশ পুলিশের এএসপি পদে যোগদান করেন। এরপর পদোন্নতি পেয়ে এডিশনাল এসপি, এসপি এবং এডিশনাল ডিআইজি হিসাবে সুনামের সহিত দায়িত্ব পালন করেন।
তিনি বর্তমানে পুলিশ সদর দপ্তরে কর্মরত আছেন।
তার এই কৃতিত্বের জন্য তালা প্রেসক্লাবের প্রধান পৃষ্ঠপোষক ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ ফরিদ হোসেন, পৃষ্ঠপোষক ও তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান, উপদেষ্টা এমএ হাকিম, শাহাদাৎ হোসেন, আব্দুস সালাম, সভাপতি প্রণব ঘোষ বাবলু, সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমান, সিনিয়র সহ-সভাপতি গাজী জাহিদুর রহমান, সহ-সভাপতি নজরুল ইসলাম, যুগ্ন-সম্পাদক তপন চক্রবর্তী, সহ-সম্পাদক সব্যসাচী মজুমদার বাপ্পী, সাংগঠনিক সম্পাদক মোঃ সেলিম হায়দার, কোষাধ্যক্ষ এমএ ফয়সাল, দপ্তর সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক মোঃ রোকনুজ্জামান টিপু, প্রচার সম্পাদক কাজী আরিফুল হক ভুলু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জিএম গোলাম রসুল, ক্লাবের সদস্য গাজী সুলতান আহমেদ, মোঃ আব্দুল জব্বার, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক ইয়াছিন আলী, অর্জুন বিশ্বাস, ফিরোজা রহমান শিমু, মোঃ ইলিয়াস হোসেন, খলিলুর রহমান লিথু, মোঃ জাহাঙ্গীর হোসেন, আকবর হোসেন, সেকেন্দার আবু জাফর বাবু, মোঃ খলিলুর রহমান, মোঃ নূর ইসলাম, কামরুজ্জামান মিঠু, মোঃ রবিউল ইসলাম, আছাদুজ্জামান রাজু, আজমল হোসেন জুয়েল, মোঃ তাজমুল ইসলাম, মিজানুর রহমান, কাজী লিয়াকত হোসেন, সুমন রায় গনেশ, এসকে রায়হানসহ ক্লাবের সকল সাংবাদিকরা অভিনন্দন জানিয়েছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা