সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালায় বিপুল পরিমান দেশীয় প্রজাতির পাখি উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলার আগোলঝাড়া গ্রামে খুলনা বিভাগীয় বনকর্মকর্তার নির্দেশে বন্যপ্রাণী উদ্ধার অভিযান পরিচালিত হয়েছে।
এ সময় বিপুল পরিমান দেশীয় প্রজাতীর পাখি ও পাখির খাঁচা উদ্ধার করা হয়।

মঙ্গলবার (০৪ সেপ্টেম্বর) সকালে সাড়ে ৯টায় এ অভিযানটি পরিচালিত হয়।

সেভ ওয়ার্ল্ড লাইফ এর তথ্যের ভিত্তিতে খুলনা বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশে বিভাগীয় ওয়ার্ল্ড লাইফের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ ও তার বিভাগীয় বন্যপ্রাণী রক্ষা ও অপরাধ দমন ইউনিটের সহযোগীতায় এ অভিযান পরিচালিত করেন।

সেভ ওয়ার্ল্ড লাইফ সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ইমরান হোসাইন জানান, ভারসাম্যহীন প্রকৃতি আর ব্রেকবিহিন গাড়ী দু’ই সমান। তাই প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় জনসচেতনতার বিকল্প নেই। সে লক্ষ্যে বনপ্রাণী সংরক্ষণ নিয়ে ‘সেভ ওয়ার্ল্ড লাইভ’ সাতক্ষীরাসহ পাশ্ববর্তী জেলাগুলোতে কাজ করে। আমাদের কাছে তথ্য ছিল, তালা উপজেলার সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামের আজিজ শেখের ছেলে জসিম শেখ (৩৮) দীর্ঘদিন যাবত দেশীয় প্রজাতীর বিভিন্ন পাখির ব্যবসা করে আসছিলেন। তাছাড়া সে খাঁচায় পাখি ধরে রাখে। পাখি শিকার করেন। বিষয়টি আমাদের নজরে আসলে প্রাথমিকভাবে তাকে বুঝানোর চেষ্টা করলেও ব্যর্থ হই। পরবর্তীতে বিষয়টি খুলনা বিভাগীয় বনবিভাগের কাছে জানানো হয়। তারই ধারাবাহিকতায় আজ বনবিভাগের উর্দ্ধতন অফিসার ও বিভাগীয় বন্যপ্রাণী রক্ষা ও অপরাধ দমন ইউনিটের সমন্বয়ে এ অভিযান পরিচালনা করেছেন।

অভিযান শেষে খুলনা বিভাগীয় ওয়ার্ল্ড লাইফের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাজু আহম্মেদ জানান, সুনিদৃষ্ট তথ্যের ভিত্তিতে অভিযানটি পরিচালিত হয়। আমাদের কাছে তথ্য ছিল জসিম শেখ দেশীয় প্রজাতির পাখির ব্যবসা করেন। তাছাড়া তিনি পাখি শিকার করেন। যেটা সম্পূর্ন দন্ডনীয় অপরাধ। তার বাড়ীতে অভিযান চালিয়ে অসংখ্যা দেশীয় প্রজাতির পাখির উদ্ধার করা হয়। উদ্ধারকৃত পাখির মধ্যে রয়েছে, ডাহুক , ঘুঘু , কোড়া , কালিম , টিয়া ,ময়না, হলুদ বৌ, শালিক , সরালি হাঁস ইত্যাদি। তবে এ সময় অভিযুক্ত জসিম শেখকে আমাদের ইউনিটের উপস্থিতি বুঝতে পেরে আত্নগোপন করে তাই তাকে আটক করা সম্ভব হয়নি।

তিনি আরও জানান, পৃথিবীতে সকল প্রাণীর বেঁচে থাকার অধিকার রয়েছে। আইন লঙ্ঘন করে বন্যপ্রাণী ক্রয় বিক্রয় দন্ডনীয় অপরাধ। আর উদ্ধারকৃত পাখিগুলোকে বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারী পার্ক কর্তৃপক্ষের কাছে দেওয়া হবে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা