বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালায় বিক্ষুব্ধ জমি মালিকরা ঐক্যবদ্ধভাবে নেট-পাটা দিয়ে ঘেরের বাঁধ কেটে দিয়েছে

সাতক্ষীরার তালায় ঘের মালিকের বিরুদ্ধে ডিড জালিয়াতি থেকে শুরু করে চলতি-ইরি বোরো মওসুমে পানি নিষ্কাশণ না করায় বিভিন্ন দফতরে অভিযোগের পরও ব্যবস্থা না নেয়ায় অবশেষে শুক্রবার সকালে জমি মালিকরা ঐক্যবদ্ধভাবে নেট-পাটা দিয়ে ঐ ঘেরের বাঁধ কেটে দিয়েছে। এতে নতুন ধান রোপনের আনন্দে সংশ্লিষ্ট কৃষকদের মধ্যে স্বস্থি ফিরলেও নতুন করে ঘের মালিকের দায়ের করা থানার অভিযোগে আতংক ছড়িয়ে পড়েছে তাদের মধ্যে। ঠিক এমন অবস্থায় কৃষকদের মধ্যে এক অজানা আশংকা ভর করেছে। তাদের ধারণা,ঘের মালিক বহিরাগতদের সাথে নিয়ে সেখানে যেকোন সময় কোন অনাকাংখিত ঘটনার জন্ম দিতে পারে।

অভিযোগে প্রকাশ,উপজেলার দেওয়ানীপাড়া গ্রামের জনৈক রকিবুস শাহাদাত নামের এক ঘের মালিক ইসলামকাটি ইউনিয়নের খরাইল মৌজার ২০ বিঘা জমিতে ঘের করতে গত ৫ বছর পূর্বে ঐ মেয়াদে একটি ডিড করে নেন। চলতি বছর যার ডিডের মেয়াদ শেষ হয়ে গেছে। তবে ঘের মালিক নানা অযুহাতে বেশ কিছুদিন ধরে ঐঘেরের পানি নিষ্কাষণ করছেনা। এতে কৃষকদের চলতি ইরি-বোরো মওসুমে বীজ তলা থেকে শুরু করে আবাদ নিয়ে চরম আশংকা তৈরী হয়। ঘের মালিক রকিবুস শাহাদাতের এহেন আচরণে জমি মালিকদের মধ্যে সন্দেহ তৈরী হলে তাদের ভোগান্তির কথা তুলে ধরে বিভিন্ন দফতরে অভিযোগ করেন। বেশ কিছু দিন যাবৎ কেউ কোন পদক্ষেপ না নেয়ায় অবশেষে গতকাল শুক্রবার সকালে জমির মালিকরা সংঘ বদ্ধভাবে ঐঘেরে নেট-পাটা লাগিয়ে এর বাঁধ কেটে দিয়েছে। তাৎক্ষণিক জমি মালিকদের মধ্যে নতুন ধান আবাদের আনন্দে স্বস্থি ফিরে আসে। তবে তাদের সে আনন্দ যেন নিমিষেই ফিকে করে দিয়েছে রকিবের তালা থানায় দায়ের করা একটি অভিযোগ।

জমি মালিকরা অভিযোগ করেন যে,রকিবুস শাহাদাৎকে তারা ৫ বছরের ডিড লিখে দিলেও সে তঞ্চকতা করে ১০ বছরের মেয়াদ দিয়ে একটি তঞ্চকতাপূর্ণ ডিড প্রস্তুত করেছে। যে বুনিয়াদে রকিব যশোরের কেশবপুর এলাকার জনৈক জোদ্দার ঘের ব্যবসায়ী মধু মোস্তাককে তঞ্চকতার অতিরিক্ত ৫ বছরের জন্য একটি ডিড লিখে দিয়েছে। এতে নতুন করে জমি মালিকদের মধ্যে ব্যাপক আতংক ছড়িয়ে পড়েছে। প্রসঙ্গত ইতোপূর্বে মধু মোস্তাক এএলাকায় বিভিন্ন বিরোধপূর্ণ ঘেরের দখল নিয়ে সহিংস ঘঁনার জন্ম দিয়েছে। শুধু এখানেই শেষ নয়। নিজেদের পৈত্রিক জমিতে আবাদ করতে তাদেরই ঘেরের পানি কমানোর ঘটনায় তদাদেরকে আসামী করে থানায় একটি অভিযোগ হয়েছে। এতে অনেকের মধ্যে ব্যপক ভীতিতে রীতিমত আতংক ছড়িয়ে পড়েছে।

এর আগে জমি মালিকরা সাতক্ষীরা জেলা প্রশাসকের কাছে একটি অভিযোগ করেন যে,উপজেলার দেওয়ানীপাড়া গ্রামের কয়েকজন জমির মালিকের কাছ থেকে উপরোক্ত রকিবুস শাহাদাত ইসলামকাটি ইউনিয়নের খরাইল মৌজায় ২০ বিঘা জমিতেঘের করার লক্ষ্যে গত ৫ বছর আগে ৫ বছরের মেয়াদে চুক্তি পত্র করে ঘের করে আসছিলেন। চলতি বছরের আশ্বিন মাসে যার চুক্তির মেয়াদ শেষ হয়ে যায়। অথচ উক্ত ঘের মালিক বর্তমানে তার ৫ বছরের চুক্তির কাগজ ফটোকপি করে তা কাটা-ছেড়া করে ১০ বছর করে নিয়েছেন। তবে এখন পর্যন্ত সাতক্ষীরা জেলা প্রশাসকের পক্ষে বিষয়টি সুরাহা করতে তালা থানার উপর দায়িত্ব দিয়েছেন। তবে এতে বিলম্ব হওয়ায় সর্বশেষ শুক্রবার তারা ঐ বাঁধ কেটে পানি নিষ্কাষণের ব্যবস্থা করেছেন।

তালা উপজেলার বিভিন্ন মসজিদে সাংসদ পুত্রের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এ্যাডভোকেট মুস্তফা লুৎফুল্লাহ’র একমাত্র ছেলে অনীক আজিজের অকাল মৃত্যুতে মরহুমের রুহের মাগফেরাত কামনায় তালা উপজেলা প্রশাসন, উপজেলা আওয়ামীলীগ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশিষ্ট ব্যাক্তিদের উদ্যোগে শুকবার জুম্মার নামাযের পর উপজেলার বিভিন্ন মসজিদে দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

তালা উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মসজিদে দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন মসজিদে উপস্থিত ছিলেন তালা থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, অধ্যক্ষ এনামুল ইসলাম, তালা সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সরদার জাকির হোসেন, তেঁতুলিয়া ইউপি চেয়ারম্যান সরদার মো. রফিকুল ইসলাম, জালালপুর ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, সরুলিয়া ইউপি চেয়ারম্যান মো. মতিয়ার রহমান, নগরঘাটা ইউপি চেয়ারম্যান এম. কামরুজ্জামান লিপু, খলিষখালী ইউপি চেয়ারম্যান সাংবাদিক মোজাফ্ফর রহমান, ধানদিয়া ইউপি চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম, খেশরা ইউপি চেয়ারম্যান প্রভাষক রাজিব হাসান রাজু, সাবেক চেয়ারম্যান এস. এম লিয়াকাত হোসেন, সাবেক চেয়ারম্যান মোড়ল আব্দুর রশিদ, সাবেক চেয়ারম্যান সরদার ঈমান আলী, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. ইখতিয়ার রহমান, তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমান, তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি সরদার মশিয়ার রহমান, তালা সদর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহাবুদ্দিন বিশ্বাস,খলিলনগর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারন সম্পাদক সিরাজুল ইসলাম প্রমুখ।

উপজেলা ব্যাপী দোয়া অনুষ্ঠানে সার্বিক ব্যবস্থাপনার দায়িত্বে ছিলেন তালা উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার ও জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু ।

এছাড়া শনিবার ২৭জানুয়ারী মাগরিবের নামাযের পর তালা প্রেসক্লাবের আয়োজনে প্রেসক্লাবের হলরুমে অনীক আজিজের রুহের মাগফেরাত কামনা করে দোয়া অনুষ্ঠিত হবে।

একই রকম সংবাদ সমূহ

সেই ৩৫ বস্তা টাকা জ্বালানী বানালেন স্থানীয়রা

বগুড়ার শাহজাহানপুরে রাস্তার পাশে পাওয়া বস্তা ভর্তি কুচি কুচি করাবিস্তারিত পড়ুন

টাকার স্তূপ নিয়ে হুলুস্থুল, যুবকের কাণ্ড মুহূর্তে ভাইরাল

বগুড়ার শাজাহানপুরের জালশুকা এলাকার খাউড়া ব্রিজের পূর্ব দিকের সড়ক ওবিস্তারিত পড়ুন

বগুড়ায় রাস্তার পাশে ৩৫ বস্তা ছেঁড়া টাকা!

বগুড়ার শাজাহানপুর উপজেলার জালশুকা গ্রামের খাওড়া ব্রিজের কাছ থেকে ৩৫বিস্তারিত পড়ুন

  • নবম শ্রেণির ছাত্রীকে ধর্ষণের অভিযোগে সপ্তম শ্রেণির ছাত্র গ্রেফতার
  • কিডনি রোগ প্রতিরোধ ও প্রতিকারের উপায়
  • কুড়িয়ে পাওয়া সোনার ব্যাগ ফেরত দিল চার যুবক
  • ২০১৯ দুর্গাপুজোয় মায়ের আগমন-গমন কিসে! এর ফলাফলে কোন প্রভাব পড়তে পারে
  • রুপা আক্তারের কবিতা : অর্থের প্রয়োজনে
  • কলারোয়া উপজেলায় সুশীলনের উদ্যোগে ৯০টি পরিবারের মাঝে গাছের চারা বিতরণ
  • জামিন পেল সেই পুলিশ কনস্টেবল মিমি
  • জামিন পেয়েছে মিন্নি
  • ফেসবুকে নতুন ফিচার চালু, ডিলিট হবে সবকিছু
  • পুলিশের অপকর্ম দেখে ফেলাই সাংবাদিকের নামে মিথ্যা মামলা
  • এবার যুক্তরাষ্ট্রেও ‘প্লাস্টিক বৃষ্টি’!
  • সাগরে লঘুচাপ, বন্দরসমূহে তিন নম্বর সতর্ক সংকেত