শনিবার, জানুয়ারি ২৫, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

তালায় বিএনপি নেতার স্ত্রী ও জাসাস নেতার মায়ের ইন্তেকাল : শোক প্রকাশ

তালা সদর ইউনিয়ন বিএনপির সভাপতি বিশ্বাস আবুল কালাম সহধর্মিনী ও ছাত্রনেতা আব্দুল্লাহ আল মামুন সৈকতের মাতা নুরজাহান বেগম (৫০) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি……….রাজিউন)। বৃহস্পতিবার (৭ডিসেম্বর) সকালে খুলনার একটি বেসরকারি হাসপাতালে স্ট্রোকজনিত কারনে তিনি মৃত্যুবরন করেন। বাদ আছর তার জানাযা নামায শেষে বারুইহাটি গ্রামে পারিবারিক কবর স্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুর সংবাদ শুনে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ তার বাড়িতে যান এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান।
অন্যদিকে তালা উপজেলার সদর ইউনিয়ন জাসাসের সাধারন সম্পাদক হযরত আলীর মাতা ইন্তেকাল করেন । বৃহস্পতিবার সকালে ১১টায় জানাযা শেষে উপজেলা আগলঝাড়া গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন কর হয়।
তাদের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন তালা-কলারোয়া আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। তালা উপজেলা বিএনপি’র সভাপতি মৃনাল কান্তি রায়, সহ-সভাপতি গোলাম মোস্তফা, শেখ জিল্লুর রহমান, সাধারন সম্পাদক উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, সাতক্ষীরা জেলা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপি’র যুগ্ন-সম্পাদক মির্জা আতিয়ার রহমান, ইউপি চেয়ারম্যান এম. মফিদুল হক লিটু, জাহাঙ্গীর হোসেন, সাবেক চেয়ারম্যান এস. এম লিয়াকাত হোসেন, উপজেলা যুবদলের সভাপতি হাফিজুর রহমান, সাধারন সম্পাদক স.ম ইয়াছিন উল্লাহ, কৃষকদলের সভাপতি আলি হোসেন, সাধারন সম্পাদক জাহাঙ্গীর হোসেন, তাতীঁদলের সভাপতি ওয়াজেদ বিশ্বাস, সাধারন সম্পাদক প্রভাষক রুহুল কুদ্দুস, জাসাস সভাপতি সেলিম হায়দার, সাধারন সম্পাদক রাসেল বিশ্বাস, সাংগঠনিক সম্পাদিক ইউপি সদস্য আল-আমিন, মৎস্যজীবি দলের সভাপতি ছামরুল ইসলাম মিলন, সাধারন সম্পাদক জাহিদুর রহমান, জিয়া পরিষদের সভাপতি অধ্যাপক রফিকুল ইসলাম , সাধারন সম্পাদক লোকমান হেকিম, ছাত্রদলের সভাপতি সাইদুর রহমান সাঈদ, সাধারন সম্পাদক আনিচুজ্জামান আনিছ, ছাত্রনেতা ফরহাদ হোসেন রনি, খলিলুর রহমান, সৈয়দ আযম, মীর মিল্টন, মেহেদী হাসান, শাহিন, মোতাহার রহমান, সরদার শাহিন, মফিজুল ইসলাম, হাফিজুর রহমান, জিএম ফারুক, সেলিম হোসেন, নুরুল হাসান মন্টু আকরামুল ইসলাম, এএইচ জুয়েল, ইয়াছিন, রানা, আসলাম, কাজী মারুফ, আতিক হাসান প্রমুখ।

তালা মহিলা কলেজে ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত
সাতক্ষীরার তালা মহিলা কলেজে পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী (সঃ) উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৭ডিসেম্বর) সকালে মহিলা কলেজের আয়োজনে সংশ্লিষ্ট কলেজ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
তালা মহিলা কলেজের অধ্যক্ষ আব্দুর রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার।
কলেজের অধ্যাপক মো. আনিচুর রহমানের পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য রাখেন তালা উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা তৌহিদুল ইসলাম, জেএসডি’র কেন্দ্রীয় নেতা জিল্লুর রহমান, উপাধ্যক্ষ শফিকুল ইসলাম, অধ্যাপক তহিদুজ্জামান, মো. খলিলুর রহমান, মো. শফিকুল ইসলাম, নিলুফার ভানু, মোজাম্মেল হক , শিক্ষার্থী মাহবুবা সুলতানা দোলা, মরিয়ম, ফারহানা প্রমুখ।
অনুষ্ঠান শেষে মাওলানা তৈৗহিদুলকে বিভাগীয় শ্রেষ্ঠ ইমাম নিবার্চিত হওয়ায় তাকে মহিলা কলেজের পক্ষ থেকে বিশেষ সম্মাননা প্রদান করা হয়।
এছাড়া পবিত্র ঈদ-ই মিলাদুন্নবী উপলক্ষ্যে আলোচনায় সভায় রচনা প্রতিযোগিতা, হামদওনাথ, আলোচনা প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বিতরন করা হয়।

তালায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার : পরিকল্পিত হত্যা করা হয়েছে দাবি পরিবারের
সাতক্ষীরার তালা উপজেলার তেরছি গ্রামে লক্ষী রাণী দাস (২২) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। সে উপজেলার তেরছি গ্রামের বিপুল কুমার দাশের স্ত্রী। তবে সে আতœহত্যা করেছে নাকি তাকে পরিকল্পিতভাবে হত্যা করে আতœহত্যা প্রমাণ করতে ঘরে ঝুলিয়ে রাখা হয়েছে এনিয়ে প্রশ্ন দেখা দিয়েছে এলাকাবাসির মধ্যে।
এ প্রসঙ্গে তালা থানা অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান জানান, গৃহবধূর লক্ষী রাণীর মৃত্যুর খবর শুনে বৃহস্পতিবার ভোরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। তার শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। লাশ ময়না তদন্তের সাতক্ষীরার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসাবাদের জন্য গৃহবধূর শ^াশুরিসহ দুই জনকে আটক করা হয়েছে। ময়না তদন্ত রিপোর্ট পাওয়ার পরে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে ।
জানা গেছে, বুধবার সন্ধ্যা ৭টায় উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের তেরছি গ্রামে স্বামী বিপুল কুমার দাশের বসত ঘরের আড়ার সঙ্গে লক্ষী রাণীর ঝুলন্ত লাশ দেখতে পায় পরিবারের লোকজন। পরে স্থানীয়রা এসে লাশকে ঝুলন্ত অবস্থা থেকে নামিয়ে আনে। এরপর পুলিশকে খবর দেয়া হয়।
পুলিশ ঘটনাস্থল গিয়ে ওই গৃহবধূর লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে প্রেরণ করে। এ ব্যপারে বৃহস্পতিবার সকালে ওই গৃহবধূর ভাই কেশবপুর উপজেলার মাদারডাঙ্গী গ্রামের সঞ্জয় কুমার দাস বাদী হয়ে তালা থানায় একটি মামলা দায়ের করেছেন। মামলা নং-৩ তারিখ ০৭/১২/১৭ ইং।
গৃহবধূর বাবা অসিম কুমার দাস বলেন, তার মেয়েকে পরিকল্পিত হত্যা করা হয়েছে । বিয়ের পর থেকে তার মেয়েকে যৌতুকের লোভে বিভিন্ন ভাবে শারিরীক ও মানসিক নির্যাতন করে আসছিল তার স্বামী বিপুল কুমার দাস। এসময় তিনি প্রশাসনের কাছে তার মেয়েকে হত্যার সুষ্ঠু বিচার দাবি করেন।
প্রসঙ্গত, ২০০৮ সালে উপজেলার তেরছি গ্রামের বিপুল কুমার দাশের সাথে যশোরের কেশবপুর উপজেলা মাদারডাঙ্গী গ্রামের অশোক কুমার দাশের মেয়ে লক্ষী রাণীর সঙ্গে পারিবারিক ভাবে বিয়ে হয়। পরে যৌতুকলোভী পাষন্ড স্বামী যৌতুকের ভাবে টাকা দাবি করে বিভিন্নভাবে নির্যাতন করে আসছিল। বুধবার বিকালেও তাদের স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। ঐদিন সন্ধ্যায় দরজা খোলা অবস্থায় গৃহবধূর ঝুলন্ত লাশ দেখা যায়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা