বৃহস্পতিবার, জানুয়ারি ২৩, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালায় পুলিশকে পিটিয়েছে ইউপি সদস্য!!

সাতক্ষীরার তালায় এক পুলিশ সদস্যকে পিটিয়েছে ইউপি সদস্য। এতে তার মূখসহ বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে।
সোমবার (১৩ নভেম্বার) বিকাল ৫ টার দিকে সাতক্ষীরার তালা উপজেলার তেঁতুলিয়া বাজারে এ ঘটনা ঘটে। এঘটনায় ওই পুলিশ সদস্য বাদী হয়ে তালা থানায় মামলা মামলা করেছেন।
ইউপি সদস্যের হাতে মারপিটের শিকার আহত পুলিশ সদস্যের নাম আলমগীর হোসেন (৩৫)। তিনি খুলনা জেলার পাইকগাছা থানায় কর্মরত আছেন। ঘটনার সময় স্থানীয় এলাকাবাসি পুলিশ সদস্যকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসা করান বলে দাবী করেন পুলিশ সদস্য।
অভিযুক্ত ইউপি সদস্যের নাম ইয়াছিন সরদার। তিনি তালা সদর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের ইউপি সদস্য।
আহত পুলিশ সদস্য আলমগীর হোসেন জানান- তিনি খুলনা জেলা পুলিশ অফিস থেকে মোটর সাইকেল যোগে কর্মস্থল পাইকগাছা থানায় যাচ্ছিলেন। পথিমধ্যে তালা উপজেলার তেঁতুলিয়া এলাকায় পৌঁছালে তাকে গতিরোধ করে মারপিট করে ইউপি সদস্য ইয়াছিন সরদার। এসময় স্থানীয় এলাকাবাসি ইউপি সদস্যের হাত থেকে তাকে রক্ষা করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ ঘটনায় তিনি তালা থানায় মামলা করেছেন।
তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের দায়িত্বে থাকা ডা. আবু সাইদ রিপন বলেন,‘ স্বাস্থ্য কমপ্লেক্স থেকে পুলিশ সদস্য চিকিৎসা নিয়ে চলে গেছেন। তার মূখের ভেতর সেলাই দিতে হয়েছে।’
এবিষয়ে ইউপি সদস্য ইয়াসিন সরদার বলেন,‘ওই পুলিশ সদস্য আমার এলাকার দুই যুবককে মারপিট করছিলেন। এসময় তাদের মিমাংসা করতে গেলে ওই পুলিশ সদস্য আমাকে মারপিট করে। এসময় তার সাথে আমার বাকবিতন্ডা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসান হাফিজুর রহমান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন,‘ঘটনায় তালা থানায় মামলা হয়েছে।’

তালা মহিলা কলেজ’র অধ্যক্ষ আব্দুর রহমানের হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পদক লাভ
তালার ঐতিহ্যবাহী নারী শিক্ষা প্রতিষ্ঠান- তালা মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মো. আব্দুর রহমানকে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য “হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পদক-২০১৭” দেয়া হয়েছে। হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদ গত শুক্রবার ঢাকায় প্রফেসর আখতার ইমাম অডিটোরিয়ামে “হোসেন শহীদ সোহরাওয়ার্দীর কর্মময় জীবন শীর্ষক আলোচনা সভার মাধ্যমে উক্ত পদক দেয়া হয়।
হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পরিষদ’র সভাপতি ভাষা সৈনিক মো. রেজাউল করিম এর সভাপতিত্বে উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুপ্রীম কোর্ট এর আপিলেট ডিভিশনের মাননীয় বিচারপতি মো. ছিদ্দিকুর রহমান মিয়া। প্রধান আলোচক ছিলেন, বাংলাদেশ বার কাউন্সিল এর ভাইস চেয়ারম্যান অ্যাড. আবদুল বাসেত মজুমদার। বিশেষ অতিথি ছিলেন, শেরে বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. কামাল উদ্দীন আহমেদ, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ডা. মো. শহীদুল্লাহ সিকদার ও অর্থ মন্ত্রনালয়ের অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন। সভা শেষে সাতক্ষীরা জেলা বাকশিস এর সভাপতি ও বিশিষ্ট শিক্ষানুরাগী ব্যক্তিত্ব অধ্যক্ষ আব্দুর রহমানকে শিক্ষা বিস্তারের ক্ষেত্রে বিশেষ অবদান রাখায়- হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পদক-২০১৭” দেয়া হয়। উল্লেখ্য, অধ্যক্ষ মো. আব্দুর রহমান তালা মহিলা ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতাকালীন অধ্যক্ষ হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করে আসছেন। এছাড়া তিনি একাধিক শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিষ্ঠাতা এবং বিশিষ্ট সমাজ সেবক।
এদিকে, অধ্যক্ষ মো. আব্দুর রহমান- হোসেন শহীদ সোহরাওয়ার্দী স্মৃতি পদক-২০১৭ পাওয়ায় তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে বিবৃতি প্রদান করেছেন, তালা মহিলা ডিগ্রী কলেজের গভর্নিং বডির সভাপতি ও স্থানীয় সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) সংসদ সদস্য অ্যাড. মুস্তফা লুৎফুল্লাহ, গভর্নিং বডির সদস্য তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, ইঞ্জিনিয়ার বিশ্বাস শাহাদাৎ হোসেন, বীর মুক্তিযোদ্ধা মোড়ল আব্দুর রশিদ, রফিক উদ্দীন সরদার, ইমান আলী, নারায়ন চন্দ্র দেবনাথ, সরদার রফিকুল ইসরাম, কলেজের উপাধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, শিক্ষক পরিষদের সাধারন সম্পাদক বৈদ্য সুকুমার, শিক্ষক প্রতিনিধি সহকারী অধ্যাপক নন্দী দিপংকর, প্রাভষক নিলুফার বানু ও আসরারুল হক সহ সকল শিক্ষক, কর্মচারী ও ছাত্রীবৃন্দ

তালার এক ইউপি সদস্যর বিরুদ্ধে ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতিকে মারপিটের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত
তালার খেশরা ইউনিয়ন পরিষদের ৬ নং ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল মোড়লের বিরুদ্ধে ওয়ার্ড সভাপতি তফেজ উদ্দীন মোড়লের উপর অতর্কিত হামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছেন এলাকাবাসি। সোমবার বিকালে তালা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ৬নং ওয়ার্র্ড পুলিশিং কমিটির সভাপতি শামছের আলী গাজী । লিখিত বক্তব্য তিনি বলেন, গত ১১নভেম্বর বিকালে খেশরা ইউনিয়ন পরিষদ চত্ত্বরে সুশীল সমাজ ও পুলিশিং কমিটির যৌথ উদ্দ্যোগে ৬নং ওয়ার্ড শাখার ব্যানারে ২য় বার্ষিক বনভোজনের আয়োজন করা হয়। সেখানে বাল্যবিবাহ, মাদক, জুয়া, ঝরে যাওয়া ছাত্র ছাত্রী, সমাজ উন্নয়ন, সমাজ চেতনা মূলক নান বিধ আলোচনা করে সমাজকে আরও উন্নয়ন মুখী ও গতিশীল করার মানসে এই বনভোজন ও অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সাবেক চেয়ারম্যান এম.এ ফজলুল হক, এস.এম লিয়াকাত হোসেন, খেশরা ইউপি চেয়ারম্যান রাজিব হোসেন রাজু, থানা পুলিশিং কমিটির সদস্য মাষ্টার ময়নুল ইসলাম, জালালপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রবিউল ইসলাম মুক্তিসহ এলাকার গণ্যমান্য ব্যাক্তিসহ দুই শতাধিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে খেশরা ইউনিয়নের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য বিল্লাল মোড়ল বিরোধিতা করে অনুষ্ঠানে পন্ড করার জন্য সাধারন মানুষকে অনুষ্ঠানে না হাজির হওয়ার জন্য হুমকি ধামকি দিয়েছিল। অনুষ্ঠানটি পন্ড করতে না পারায় পরদিন সকাল রবিবার ন‘টার দিকে একই ওয়ার্ডের আওয়ামীগের সভাপতি তফেজ উদ্দিন খেশরা ইউনিয়ন পরিষদের মাঠে গেলে কোন কিছু বুঝে উঠার আগেই ইউপি সদস্য বিল্লাল তার উপর অতর্কিত ভাবে হামলা চালায় এবং নানা হুমকি ধামকি দিতে থাকে। এসময় তার কাছ থেকে জোর পূর্বক এক লাখ টাকার ব্যাগ ও মৎস্য ঘেরের গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।
এছাড়া ঐ ইউপি সদস্য’র বিরুদ্ধে জুয়া ও যৌন হয়রানির অভিযোগ রয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়েছে। এসময় উপস্থিত ছিলেন ৬নং ওয়ার্ডের সুশীল সমাজের আমজাদ আলী, আমিনুল ইসলাম, মকবুল হোসেন, রাশেদ সানা, মাওলাত গাজী, রক্তরবি, মালেক সরদার, তপন কুমার, খলিলুর রহমান, বাবু, আবু হোসেন অপু প্রমুখ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা