তালায় পারিবারিক গোলযোগে প্রতিবেশীদের হয়রানির অভিযোগ
মি-জমা সংক্রান্ত বিরোধের জের হিসেবে তালায় ভাই-ভাইয়ের গোলযোগের ঘটনায় দায়ের করা মালায় দু’প্রতিবেশীকে ফাঁসানো হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
ঘটনার সময় তাদের একজন সুদাম আঢ্য নিজ কর্মস্থল তালা উপজেলা সদরে জুয়েলার্সে ও অপর জন ফারুখ জোয়াদ্দার শ্রমজীবি জমি চাষে ব্যস্ত ছিলেন।
মামলার ঘটনায় নিরীহ দু’পরিবারে রীতিমত ভীতি ও আতংক বিরাজ করছে।
ঘটনাটি ঘটেছে ২১ জানুয়ারী দুপুর ১২ টার দিকে তালার গোনালী এলাকায়।
অভিযোগে জানা গেছে,তালা উপজেলার গোনালী নলতা গ্রামের মৃত রতন আঢ্যের ছেলে প্রবীর আঢ্য ও তার ভাই সুবির আঢ্যের মধ্যে জমি-জমা সংক্রান্তে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছে। এনিয়ে সাতক্ষীরা আদালতে একটি মামলাও বিচারাধীন রয়েছে। ঘটনার দিন ঐ সূত্র ধরে তাদের মধ্যে গোলযোগ হয় বলে সুদাম ও ফারুখ ঘটনার পর জানতে পারেন। তবে ঐ মামলায় প্রবীর আঢ্য বাদী হয়ে ৯ ফেব্রুয়ারী তালা থানায় তার ছোট ভাই সুবির আঢ্য(৪৫),তার স্ত্রী গীতা আঢ্য(৩৫) ও প্রতিবেশী মৃত পাচু আঢ্যের ছেলে সুদাম আঢ্য(৪৫) ও একই এলাকার আরশাদ আলী জোয়াদ্দারের ছেলে ফারুখ জোয়াদ্দার(৪০)কে আসামী করে একটি মামলা করেন। যার নং-৪। ধারা:৪৪৭/৩২৩/৩২৬/৩০৭/৩৫৪/৩৭৯/১১৪/৫০৬। মামলার বিবরণে জানাযায়,প্রবীর ও সুবির পরষ্পর আপন ভ্রাতা। জমি-জমা সংক্রান্তে বিভিন্ন সময় তাদের মধ্যে কারণে-অশারণে ঝগড়াঝাটি চলে আসছে। যার সূত্র ধরে এর আগে প্রবীর সাতক্ষীরা জেলা ম্যাজিস্ট্রেট আদালতে কা:বি: আইনের ১৪৫ ধারায় একটি পিটিশন-১২১৭/১৮ করেন। বিষয়টি অবগত হওয়ার পর নাকি ঘটনার দিন তার ভাই সুবির,তার স্ত্রী গীতাসহ অন্যান্যরা তার বাড়িতে প্রবেশ করে দেশীয় অস্ত্র ধারালো দা,লোহার রড,বাঁশসহ প্রবেশ করে প্রবীরের স্ত্রী পারুল আঢ্য(৩৫)কে অকথ্য ভাষায় গালিগালাজসহ মারপিট ও তার কাছে থাকা স্বর্ণালংকার ছিনতাই করে।
মামলার বহিরাগত সুদাম ও ফারুখসহ শান্তিপ্র্রিয় এলাকাবাসীর দাবি,পারিবারিক যেকোন কারণে গোলযোগ হলে সেটা তাদের আভ্যন্তরীণ ব্যাপার। তবে ঐ ঘটনায় কেন নীরিহদের সম্পৃক্ত করে হয়রাণী করা হচ্ছে? স্থানীয় প্রশাসনের প্র্রতি তাদের দাবি,মামলার সুষ্ঠু তদন্তপূর্বক প্রকৃত ঘটনা উৎঘাটন আইনগত ব্যবস্থা গ্রহন করা হোক। সর্বশেষ মামলায় হয়রাণী এড়াতে সুদাম ও ফারুখ পালিয়ে বেড়াচ্ছে। এছাড়া তাদের পরিবার বর্তমানে ভীত-সন্ত্রস্ত্র ও অর্ধাহারে-অনাহারে দিনাতিপাত করছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু
তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন