তালায় নিজ বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন অসহায় সফিকুল!!
সাতক্ষীরা তালায় স্ত্রী ও ভাইদের অত্যাচারে নিগৃহিত এক ব্যক্তিকে ফাঁসাতে এবার স্ত্রীকে দিয়ে মিথ্যা নারী নির্যাতন মামলা করিয়েছে তারই ভাইয়েরা। এমনটি অভিযোগ এনে নিগৃহিত শফিকুল ইসলাম ভাই ও নিজ স্ত্রীর বিরুদ্ধে বাধ্য হয়ে আদালতে মামলা করেছেন। ঘটনাটি ঘটেছে তালা উপজেলার প্রসাদপুর এলাকায়।
অভিযোগে জানা গেছে, তালা উপজেলার প্রসাদপুর গ্রামের মৃত ইব্রাহিম ফকিরের ছেলে মোঃ শফিকুল ইসলাম ফকিরের সাথে ১৯৯৩ সালের ২৬ নভেম্বর ইসলামী শরিয়ত মোতাবেক ৯,৯৯৯ টাকা দেন মোহরে বিয়ে হয় পার্শ্ববর্তী পাইকগাছা উপজেলার প্রতাপকাটি গ্রামের ইব্রাহিম সরদারের মেয়ে হাসিনা খাতুনের। বিয়ের পর বেশ কিছুদিন যাবৎ সুখে-শান্তিতেই কাটছিল তাদের দাম্পত্য জীবন। দাম্পত্য জীবনে তাদের কোল জুড়ে আসে ১ ছেলে ও ১ মেয়ে। যাদের একজন হাসান ফকির(২০) ও হোসনেয়ারা খাতুন(৮)। তবে তাদের সুখের সংসারে কাল হয়ে দাঁড়ায় নিজের ভাইসহ প্রতিবেশীরা। তারা বিভিন্ন সময় তার স্ত্রীকে ভূল বুঝিয়ে দাম্পত্য জীবন বিষিয়ে তোলে। এক পর্যায়ে তার স্ত্রী তার সাথে প্রায়ই কারণে-অকারণে ঝগড়া-বিবাদে লিপ্ত থাকে। এরপরও সন্তানদের কথা বিবেচনা করে শফিকুল বহু কষ্ঠে সংসার টিকিয়ে রাখে। এক পর্যায়ে চলতি বছরের ১৫ সেপ্টেম্বর তার ভাই দাউদ,রফিকুল,দাউদের স্ত্রী আম্বিয়া বেগম, নিজ স্ত্রী হাসিনা বেগম ও একমাত্র ছেলে হাসান ফকির জোট বদ্ধ হয়ে তিনি খলিলনগর বাজার থেকে বাড়ি যাওয়ার পথিমধ্যে বাড়ির সন্নিকটে পৌছালে তাকে বেদম প্রহার করে। এসময় তারা তার নামীয় সমুদয় স্থাবর-অস্থাবর সম্পত্তি তাদের নামে লিখে দেওয়ার জন্য ব্যাপক চাপ সৃষ্টি করে। এতে সে রাজী না হওয়ায় ধারালো অস্ত্রাঘাতে তাকে হত্যার উদ্দেশ্যে ধারালো দা বের করলে তার আত্ম চিৎকারে প্রতিবেশী আজিজুল মোড়ল, আজিত গোলদার, শিরিনা খাতুন, শাহানারা বেগমসহ অন্যান্যরা এগিয়ে আসলে তারা ঘটনাস্থল থেকে চলে যায়।
এসময় তারা তাকে যেখানে পাবে সেখানে এমনকি নিজ বাড়িতে ফিরলে হত্যা করবে বলে হুমকি প্রদর্শন করলে সেই থেকে সে এখন পর্যন্ত নিজ বাড়িতে ফিরতে পারেনি। এব্যাপারে সফিকুল ইসলাম বাদী হয়ে গত ১৭ সেপ্টেম্বর সাতক্ষীরা নির্বাহী ম্যাজিজ্ট্রেট আদালতে ভাই দাউদ ফকির,রফিকুল ফকির,ভাবি আম্বিয়া বেগম,স্ত্রী হাসিনা বেগম ও ছেলে হাসান ফকিরের বিরুদ্ধে ফৌঃ কাঃ বিঃ ১০৭/১১৭(সি) ধারায় একটি মামলা করেন। যার ক্রমিক নং-সাঃজেঃআঃসঃ/২০১৮,১৩৪৫৫৩। এরআগে চলতি বছরের আগস্টের প্রথম দিকে তার স্ত্রী হাসিনা বেগম বাদী হয়ে তার বিরুদ্ধে উল্টো নারী ও শিশু নির্যাতন দমন আইনের ২০০০(সংশোধনী ২০০৩) এর-১১(গ) ধারায় সাতক্ষীরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে একটি মিথ্যা মামলা দায়ের করেন। যার ক্রমিক নং-সাঃজেঃআঃসঃ/২০১৮,১৬২২১১। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে বিষয়টি তদন্তপূর্বক রিপোর্ট দেওয়ার জন্য তালা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তাকে নির্দেশ দেন। এদিকে গত ৬ ডিসেম্বর উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানা উভয় পক্ষকে তার কার্যালয়ে ডাকেন। এসময় তিনি এক প্রকার বাধ্য করে সফিকুল ফকিরের কাছ একটি সাদা কাগজে স্বাক্ষর করিয়ে নেন।
এ ব্যাপারে অভিযোগের প্রেক্ষিতে মহিলা বিষয়ক কর্মকর্তা নাসরিন সুলতানার নিকট জানতে চাইলে তিনি বলেন,সরেজমিনে গিয়ে প্রতিবেদন দাখিল করবেন। তবে সাদা কাগজে স্বাক্ষরের বিষয়টি কৌশলে এড়িয়ে যান।
এবিষয়ে রফিকুল-দাউদ গংরদের নিকট জানতে চাইলে তারা বিষয়টি অস্বীকার করেন এবং তাদের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে বলে জানান।
সর্বশেষ তার সহোদরসহ স্ত্রী-সন্তানদের ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। প্রসঙ্গত,এর আগে প্রায় ২০ বছর পূর্বে রফিকুল-দাউদ গংরা ঐক্যবদ্ধভাবে তার জন্মদাতা পিতা ইব্রাহিম ফকিরকে ধারালো অস্ত্র দ্বারা জবাই করে। এ ঘটনায় তারা জেল থেকে বেরিয়ে বর্তমানে ফের বেপরোয়া জীবন-যাপন করছে। বর্তমানে তাদের ভয়ে সফিকুল বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছেন। এব্যাপারে তিনি সরকারের সংশ্লিষ্ট উর্দ্ধতন কতৃপক্ষের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু
তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন