সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

তালায় নাশকতা মামলায় বিএনপির আরো ৭ জন গ্রেফতার

সাতক্ষীরা তালা থানা পুলিশের বিশেষ অভিযানে উপজেলার বারুইহাটি শহীদ জিয়া স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় এলাকা থেকে জামায়াত-বিএনপি’র আরো ৭ নেতা-কর্মীদের গ্রেফতার করেছে।

থানা পুলিশ জানায়- রোববার থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেলের নেতৃত্বে একদল পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে উপজেলা বারুইহাটি শহীদ জিয়া স্মৃতি নিন্ম মাধ্যমিক বিদ্যালয় এলাকায় বিশেষ অভিযান চালিয়ে উপজেলার আলাদি পুরের মৃত ওহাব সরদারের ছেলে মনিরুজ্জামান মনি(৪৫), নেহালপুরের মৃত এরশাদ আলীর ছেলে শেখ আলতাফ হোসেন(৫২), দোহার গ্রামের মৃত ছমির মোড়লের ছেলে মোঃ ছবেদ আলী মোড়ল(৫০), মাগুরা গ্রামের মোঃ আলী বক্স শেখ’র ছেলে মোঃ জাহাঙ্গীর আলম(৩৯), আটারই এলাকার মোঃ জামাল খাঁ’র ছেলে মোঃ রুহুল আমিন খাঁ(৩৫), ফলেয়া গ্রামের মৃত অবেদ আলী শেখ’র ছেলে মোঃ সবুর শেখ(৫৮) ও জিয়ালা নলতা গ্রামের সৈয়দ নজরুল ইসলামের ছেলে সৈয়দ আজম(৩২) কে গ্রেফতার করেছে।

তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল সাংবাদিকদের জানান- আটকৃতরা ঐ স্কুলের বারান্দায় নাশকতামূলক কর্মকান্ড সহ রাষ্ট্রের ক্ষতিসাধনমূলক কর্মকান্ড পরিচালনার জন্য বৈঠক করছিল। এমন খবরে পুলিশ সেখানে অভিযান পরিচালনা করলে তারা গ্রেফতার হয়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরো অন্তত ৪০/৫০ জনঅজ্ঞাত পরিচয় নেতা-কর্মী পালিয়ে যেতে সক্ষম হয়। এছাড়া নিয়মিত মামলার আসামী উপজেলার বালিয়াদহ গ্রামের মোঃ সোবহান গোলদারের ছেলে রবিউল গোলদার(৪২) কে গ্রেফতার করেছে।

এব্যাপারে ২১ জনের নাম উল্লেখপূর্বক অজ্ঞাত পরিচয় আরো ৪০/৫০ জনকে আসামী করে থানায় একটি মামলা হয়েছে। যার নং জি,আর-২/১৮। তাং ৮.১০.১৮ ইং সোমবার আটককৃতদের আদালতে প্রেরণ করেছে।

এলাকাবাসী জানায়- পুলিশের গণগ্রেফতারের অংশ হিসেবে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পুলিশ বিএনপি ও তার অঙ্গ-সংগঠনের বিভিন্ন এলাকার থানা,ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের নেতা-কর্মীদের গ্রেফতার করে।

যুবলীগের মিছিল সমাবেশ

২১ আগস্ট গ্রেনেড হামলাকারীদের ফাঁসির দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তালা উপজেলা যুবলীগ। সোমবার (৮ অক্টোবর) সকালে উপজেলা যুবলীগের উদ্যোগে উপ-শহরে বিক্ষোভ মিছিল শেষে উপজেলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। উপজেলা যুবলীগের সভাপতি ও তালা সদর ইউপি চেয়ারম্যান সরদার জাকির হোসেনের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা-১(তালা-কলারোয়া) আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ। উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ সদস্য কাজী নজরুল ইসলাম হিল্লোলের পরিচালনায় সমাবেশে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা যুবলীগের আহবায়ক মোঃ আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, জেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জেবুন্নেছা খানম, সাতক্ষীরা জেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও তালা প্রেসক্লাবের সভাপতি প্রভাষক প্রণব ঘোষ বাবলু, উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদ সদস্য মীর জাকির হোসেন, সাতক্ষীরা পৌর যুবলীগের আহবায়ক মনোয়ার হোসেন অনু, সাতক্ষীরা সদর উপজেলা যুবলীগের যুগ্ন-আহবায়ক তুহিনুর রহমান তুহিন, তালা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার মশিয়ার রহমান, তালা উপজেলা শ্রমিকলীগের সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক শফিউর রহমান ডানলপ, উপজেলা যুবলীগের সাংগঠনিক সম্পাদক খান সিরাজুল ইসলাম, উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী এবং সাধারণ সম্পাদক মশিউর রহমান সুমন প্রমুখ।

শিবসা নদী বাঁচানোর দাবিতে মানববন্ধন ও স্মারকলিপি প্রদান

শিবসা নদী বাঁচানোর দাবিতে সোমবার (৮ অক্টোবর) সকালে পানি কমিটির উদ্যোগে পাইকগাছায় উপজেলা সদরে এক মানববন্ধন ও প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। পাইকগাছা উপজেলা পানি কমিটির সভাপতি জি,এ, রশিদের সভাপতিত্বে মানববন্ধন কর্মসূচীতে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান রশীদুজ্জামান মোড়ল,কেন্দ্রীয় পানি কমিটির সদস্য আব্দুর রাজ্জাক মলঙ্গী, কপিলমুনি ইউপি চেয়ারম্যান মোঃ কওছার আলী জোয়ার্দ্দার,তালা উপজেলা পানি কমিটির সভাপতি মোঃ ময়নুল ইসলাম, সাধারণ সম্পাদক মীর জিল্লুর রহমান, পানি কমিটি নেতা রেজাউল করিম, পাইকগাছা উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কৃষ্ণ পদ মন্ডল,উপজেলা পানি কমিটির সহ-সভাপতি শেখ আব্দল হান্নান,সাংবাদিক জি,এম, মিজানুর রহমান,বে-সরকারি সংস্থা উত্তরণ-এর প্রকল্প কর্মকর্তা জাহিন শাম্স সাক্ষর, প্রভাষক মঈনুল ইসলাম, পাইকগাছা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোসলেম উদ্দীন, সাংবাদিক ¯েœহেন্দু বিকাশ, মোঃ খায়রুল ইসলাম, উপজেলা পানি কমিটির সাধারণ সম্পাদক কাজী তোকারেম হোসেন টুকু, এস,এম সাদেকুজ্জামান, ইউপি সদস্য কৃষ্ণ পদ মন্ডল, উত্তরণ কর্মকর্তা দিলীপ কুমার সানা,জাহিদ আমিন শাশ্বত এবং ফারুক হোসেন প্রমুখ। এ সময় পানি কমিটির আন্দোলনে একাতœতা ঘোষণা করে তাদের মানববন্ধন কর্মসূচিতে যোগ দেন পাইকগাছা কলেজ, ফসিয়ার রহমান মহিলা কলেজ,সরকারি উচ্চ বিদ্যালয়, বালিকা বিদ্যালয়, টাউন মাধ্যমিক বিদ্যালয়সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও শ্রেণি-পেশার মানুষ। পরে পাইকগাছা উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী বরাবর একটি স্মারকলিপি প্রদান করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা