আরো খবর...
তালায় নব-জাতকের অর্ধগলিত লাশ উদ্ধার
সাতক্ষীরার তালা শালতা নদীর সংযোগ খাল থেকে ৭/৮ মাস বয়সের একটি নব-জাতক পুত্র সন্তানের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। ভাসমান লাশটি ১ মার্চ গতকাল বৃহস্পতিবার সকালে উপজেলার সদর ইউনিয়নের জিয়ালা গ্রামের জনৈক কার্ত্তিক চন্দ্র ঘোষের বাড়ীর পাশের খাল থেকে উদ্ধার করা হয়।
পুলিশ সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে তালার শালতা নদীর সংযোগ খালের জনৈক কার্ত্তিক চন্দ্র ঘোষের বাড়ীর পাশে লাশটি ভাসতে দেখে স্থানীয় জনগন ২নং ওয়ার্ড ইউপি সদস্য অরুন কুমার ঘোষকে খবর দিলে তিনি তাৎক্ষনিক ভাবে তালা থানা পুলিশকে অবহিত করে। পুলিশ খবর পেয়ে ঘটনা স্থাল থেকে ৭/৮ মাস বয়সের একটি নব-জাতক পুত্র সন্তানের অর্ধ গলিত লাশ উদ্ধার করে। তবে পুলিশের ধারনা গত ২/৩ দিন আগে ভুমিষ্ট এই নব-জাতকের লাশ এলাকাবাসীর অগচরে অজ্ঞাতনামা ব্যাক্তি খালের ভিতর পানিতে ফেলে রেখে যায়।
এব্যাপারে তালা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোঃ হাসান হাফিজুর রহমান জানান, ৭/৮ মাস বয়সের একটি নব-জাতকের অর্ধগলিত লাশ পানিতে ভাসতে দেখে স্থানীয় ইউপি সদস্য থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌছে লাশটি উদ্ধার করে। লাশটি ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে প্রেরন করা হয়েছে।
তালায় জমি জবর দখলের চেষ্টার অভিযোগ ॥ প্রশাসনের হস্তক্ষেপ কামনা
তালা মাছিয়াড়া গ্রামের মৃত গগন আলী গাজীর পুত্র আরশাদ আলী গাজীর স্বত্ত্ব দখলীয় জমি একই গ্রামের সবুর গাজী ও হাকিম গাজী কর্তৃক জবর দখলের চেষ্টার অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনাকে কেন্দ্র করে যে কোন মুহুর্তে রক্তক্ষয়ী সংঘর্ষের আশংকা রয়েছে।
সরেজমিনে পরিদশর্নে জানা গেছে, সাতক্ষীরার তালার মাছিয়াড়া গ্রামের এস,এ খতিয়ান ৩৬৮ এর১০২২,১৫৪২,১৫৪৩,১৮০০ ও ১৫৪১ দাগের মধ্যে সাড়ে ৬৭ শতক জমি এস,এ রেকর্ডীয় মালিকের ওয়ারেশ গগন গাজীর স্ত্রী কুলসুম বেগম তার পুত্র আরশাদ আলী গাজীকে গত ২১,১২,২০০২ তারিখে ৭৭৫০ নং দলিলে দানপত্র রেজেষ্ট্রি করে দিয়ে দখল হস্তান্তর করেন। সে মোতাবেক আরশাদ আলী গাজী তার সহোদর ভ্রাতা জনাব আলী গাজীর সাথে এওয়াজ মূলে সম্পত্তি ভোগ দখল করেন। পরবর্তীতে জনাব গাজীর মৃত্যুর পর তার ২পুত্র আঃ সবুর ও আঃ হাকিম লোভের বশবর্তী হয়ে স্বত্ত্বহীন একটি দলিল প্রদর্শন করে আরশাদ গাজীর সহিত এওয়াজ ভঙ্গ ও তার স্বত্ত্ব দখলীয় রেকর্ডীয় সম্পত্তিতে অবস্থিত বাড়ী ঘর ভাংচুর বৃক্ষাদি কর্তনের চেষ্টা করছে।
এ ব্যাপারে জনাব গাজীর পুত্র সবুর গাজী বাদি হয়ে খলিলনগর ইউনিয়ন পরিষদ ও তালা থানায় কয়েকবার অভিযোগ করলে আরশাদ গাজী ৭৭৫০ নং দলিল ও আইন সংগত বলে সিদ্ধান্ত দিলে আবারও সবুর গাজী গত ১৯,১১,১৭ তারিখে অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেটের আদালত সাতক্ষীরায় ১৫৩২/১৭ নং পিটিশনে ১৪৫ ধারায় একটি মামলা দায়ের করে। উভয় পক্ষের শুনানী অন্তে গত ১৩,১১,১৭ তারিখে বিজ্ঞ আদালত মামলা খারিজ করে দেন।
তারপরও আঃ সবুর তালা থানায় পুনরায় ভুয়া অভিযোগ দায়ের করে আরশাদ গাজীকে হয়রানী করছে। এছাড়া আঃ সবুর গংরা বাহির হতে সন্ত্রাসী এনে আরশাদ গাজীর ঘরবাড়ি ভাংচুরের হুমকি প্রদান করছে।
এব্যাপারে আঃ সবুরের সাথে আলাপ করলে তিনি বলেন,কুলসুম বেগম তার পিতার নামে একই তারিখে একটি দলিল করে দেন। যার নং ৭৭৫১। ভুলবশত আরশাদ গাজীর দলিলটি একটু পূর্বে হওয়ায় তারা স্বত্ত্বহীন হয়ে পড়েছেন। মানবিক করণে তারা সম্পত্তি দখল চান। এব্যাপারে এলাকাবাসী প্রশাসনের জরুরী হস্তক্ষেপ কামনা করেছেন।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু
তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন