তালায় ঢালাইয়ের এক ঘন্টার মধ্যে ভেঙ্গে পড়েছে সেতু!
সাতক্ষীরার তালা উপজেলায় নির্মানাধীন সেতু ঢালাইয়ের কাজ শেষ হওয়ার এক ঘন্টার মধ্যে ভেঙ্গে পড়েছ!
বৃহস্পতিবার (৩ আগষ্ট) বিকাল ৪ টার দিকে সেতুটি ভেঙ্গে পড়ে। এতে স্থানীদের মাঝে নানা ধরণের প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে।
তাদের অভিযোগ, নিয়ম অনুযায়ী কাজ করা হয়নি। কাজ তদরকি কর্মকর্তারাও ঠিক মতো তদারকি করেন না। শ্রমিকরা যে ভাবে পারে সেই ভাবে কাজ শেষ করার চেষ্টা করছে। সে কারণে ভেঙ্গে পড়েছে।
কাজের নিয়ম অনুযায়ী, ঢালাই কাজ করার আগে তদারকি কর্মকর্তাকে নিয়ে কাজ দেখাতে হবে। এরপর তার উপস্থিতিতে ঢালাইয়ের কাজ করতে হবে। অথচ এ নিয়ম মানেনি ঠিকাদার। তিনি নিজের মতো কাজ কাজ ঢালাই দিয়েছে।
তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তত্বাবধায়নে প্রায় ১৬ লাখ ৫০ হাজার টাকা ব্যয়ে উপজেলার শাহাপুর বাজারের উপর দিয়ে প্রবাহিত খালের উপর এ ব্রিজটি নির্মিত হচ্ছে। পাইকগাছার ঠিকাদারী প্রতিষ্টান চাঁদনি এন্টারপ্রাইজ কাজ বাস্তবায়ন করছিলেন।
স্থানীয় শাহাপুর গ্রামের নজরুল ইসলাম, আমেনা বেগম, আনোয়ারা বেগমসহ কয়েকজন জানান, সকাল থেকে ঢালাই দেওয়ার প্রস্তুতি চলছিল। সকাল ১০ টার দিকে ঢালাই শুরু করে ঠিকাদারের লোকজন। বেলা সাড়ে তিন টার দিকে সেতুর ছাদ ঢালাইয়ের কাজ শেষ হয়। এর কিছু সময়ের মধ্যে নিচে পানির মধ্যে সেতুর ছাদ ভেঙ্গে পড়ে।
ঠিকাদারী প্রতিষ্টানের অংশীদার (পার্টনার) জাহাঙ্গীর আলম জানান, সাটারিং সরে যাওয়ায় ভেঙ্গে পড়েছে। এতে কাজে কোন অনিয়ম হয়নি। সেখানে কর্মকর্তরা সবাই উপস্থিত ছিলেন।
তালা উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহাফুজুর রহমান জানান- কাজের জন্য সাটারিং করছিল। সেই সাটারিং ভেঙ্গে পড়েছে বলে দাবী করেন তিনি। তবে স্থানীয়রা জানান, ঢালাই কাজ শেষ হওয়ার এক ঘন্টার মধ্যে ছাদ ভেঙ্গে পড়েছে।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফরিদ হোসেন বলেন,‘ঢালাইয়ের বিষয়ে তিনি কিছুই জানেন না। ভেঙ্গে যাওয়ার পর বিষয়টি তিনি শুনেছেন।’
তালায় মিথ্যা অভিযোগে কিশোরকে ফাঁসানোর চেষ্টা
সাতক্ষীরার তালা উপজেলার পল্লীতে ইউনুস (১৬) নামের এক কিশোরকে ফাঁসানোর চেষ্টায় লিপ্ত রয়েছে একটি মহল। সে উপজেলার আটারই গ্রামের বাসিন্দা । এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন এলাকাবাসী।
এ ঘটনায় ইউনুসের দিনমজুর পিতা জানান- প্রায় এক মাস পূর্বে একই গ্রামের এক কিশোরী অন্ত:সত্বার খরর এলাকায় ছড়িয়ে পড়ে । এ বিষয়ে স্থানীয় গন্যমান্য ব্যাক্তি গ্রাম্য সালিশে বসে । কিন্তু ঐ কিশোরী সালিশে একাধিক যুবকের সাথে মেলামেশার কথা স্বীকার করে । ফলে সালিশীগণ কোন সিদ্ধান্ত দিতে পারিনি। তারপর থেকে একটি কুচক্রী মহল মেয়েটির পরিবারকে উসকিয়ে অভিযুক্ত যুবকদের পরিবারের কাছ থেকে মোটা অংকের অর্থের আশায় দীর্ঘদিন ঘটনাটি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় ।
প্রকৃত দোষীদের শাস্তির দাবী রেখে ইউনুসের মা বলেন, আমার ছেলেটি মামার বাড়ি থেকে মাদ্রাসায় পড়াশুনা করে । ৩ মাস আগে ছেলেটি বাড়ি আসে । কিন্তু ঐ মেয়েটি বর্তমানে ৭মাসের অন্ত:সত্বা । এ ঘটনায় আমার মাদ্রাসা পড়–য়া ছেলেটিকে ফাসানো হচ্ছে, প্রকৃত দোষী অন্য কেউ। যারা কু-চক্রী মহলটিকে মোটা অংকের অর্থ দিয়ে ঘটনা থেকে ছিটকে যাওয়ার চেষ্টা চালাচ্ছে।
এ বিষয়ে কিশোরী মেয়েটির বাবা জানান- আমার মেয়ে অন্ত:সত্বা টের পেয়ে স্থানীয়দের জানালে গন্যমান্যরা সালিশি কায়দায় দোষীদের শাস্তির কথা দেয়। কিন্তু সালিশে কোন সিদ্ধান্ত না দেওয়ায় মেয়ের বক্তব্য মতে আমি ৩ যুবকের নামে আদালতে মামলা করেছি।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান জানান, তালা থানায় এখন পর্যন্ত এ সংক্রান্ত মামলার কোন নথি পাঠায়নি আদালত।
তালা জাতপুর বাজারে আদর্শ বুক ডিপো’র জায়গা দখলের চেষ্টা
তালার জাতপুর বাজারে আদর্শ বুক ডিপো (বইয়ের দোকান) দখলের চেষ্টা চালাচ্ছে দুর্বৃত্তরা।
এ বিষয়ে ঐ দোকানের মালিক মো. উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন’র নিকট অভিযোগ করেছে ।
লিখিত অভিযোগে শামসুর রহমান মোড়ল জানান- জাতপুর বাজারস্থ আলাদীপুর মৌজার ১ নং খতিয়ান ভুক্ত ১০১২ দাগের ২০ বর্গফুট পেরিফেরী ভুক্ত দোকান ঘরের জায়গা সরকারের কাছ থেকে ইজারা নিয়ে অদ্য অবধি ব্যাবসা করে আসছি । সম্প্রতি ডুমুরিয়া উপজেলার আরশনগর এলাকার সিরাজুল ইসলাম শেখ, আলতাফ হোসেন ও আশরাফ গংরা উক্ত দোকানের সামনে মেইন রোডের জায়গা জোর পূর্বক দখল করে অবৈধ ড্রাম রাখা ও দোকান ঘর খোলার সময় বাধার সৃষ্টি করছে।
প্রতিকার পেতে বুধবার দোকানের মালিক শামছুর রহমান মোড়ল উপজেলা নির্বাহী অফিসার নিকট একটি অভিযোগ করেছে।
এ বিষয়ে অভিযুক্তদের সাথে যোগাযোগ করা হলে তাদের পাওয়া যায়নি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু
তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন