সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

তালায় জামায়াতের অর্থ যোগানদাতার ক্ষমতায় খালের মাটি যাচ্ছে ইটভাটায়!!

সাতক্ষীরার তালা উপজেলার খলিষখালি ইউনিয়নের কৃঞ্চনগর গাছা-বাগডাঙ্গা ও হরিনখোলা গ্রামের হাজার হাজার মানুষের আশির্বাদ বেগুনদাড়া খালের মুখ বেধে পানির প্রবাহ বন্ধ রেখে জামায়াত নেতা আব্দুল খালেক মাটি কেটে ইটভাটায় ব্যবহার করায় এলাকাবাসি ফুসে উঠেছে। সরেজমিন গিয়ে জানা গেছে, গত দু’সপ্তাহ ধরে উপজেলার ইসলামকাটি মোড়ের মেসার্স রাণী এন্ড সানি ব্রিকস মালিক সাতক্ষীরা জামায়াতের অর্থ যোগানদাতা আব্দুল খালেক স্থানীয় প্রশাসনকে ম্যানেজ করে ৩-৪টি এক্রাভেটর (খনন যন্ত্র) দ্বারা প্রতিদিন লাখ লাখ ঘনফুট মাটি কেটে ইটভাটায় নিয়ে বানিজ্যিক ভাবে ইট তৈরী করছেন ।

এ নিয়ে সচিত্র প্রতিবেদন প্রস্তুতকালে তীরবর্ত্তী বসবাস কারিদের সঙ্গে আলাপ করে জানা যায়, মাসখানেক পূর্বে ঐ খালের কৃষ্ণনগর ব্রীজের নিচে মুখ বেধে পানির প্রবাহ বন্ধ করে দেওয়া হয়। এতে করে ঐ এলাকার চিংড়ি ঘেরগুলো পানির অভাবে কোটি কোটি টাকার মৎস্য চাষে অনিশ্চয়তা দেখা দিয়েছে। এরই মধ্যে প্রতিনিয়ত ৩-৪টি এক্্রাভেটর মেশিন দ্বারা মাটি কেটে ৫-৬ টি ট্রাকে ভর্তি করে এলাকার একমাত্র চলাচলের গ্রামীণ সড়ক দিয়ে অবিরাম চলাচলে পিচের উপর কাদামাটি পড়ে পথচারিদের চরম ভোগান্তির শিকার হতে হচ্ছে। তাছাড়া মাটি ভর্তি ট্রাকের চাপে সড়ক দ্রুত দেবে যাওয়ার আশঙ্কা রয়েছে। অপরিকল্পিত ভাবে খালের মাটি কেটে ইটভাটায় নেয়ায় বর্ষা মৌসুমে তীরবর্তী বসবারত বাসিন্দারা জলাবদ্ধতা আতঙ্কে রয়েছেন। সরকারী খালের মাটি খননের সচিত্র প্রতিবেদন প্রস্তুতকালে তীরে বসবাস কারি গাছা গ্রামের যমুনা রাণী, (৬৫) অভিযোগ করে বলেন,এভাবে খালের মাটি কেটে নিলে বর্ষাকালে জলে ডুবে মরতে হবে। তাছাড়া রাস্তা নষ্ট হয়ে জনসাধারণের চলাচলে ভোগান্তিতে পড়তে হবে। কৃঞ্চনগর গ্রামের বাসিন্দা সঞ্জয় সরকার, রাহুল সরকার, তন্ময় সরকার,ও অভিজিৎ সরকার সহ অনেকের অভিযোগ, খালের মুখ বেধে পানির প্রবাহ বন্ধ করে মাটি কেটে ইটভাটায় নিয়ে যাওয়ায় এলাকার মৎস্য চাষে চরম ক্ষতির সম্মুখীন হতে হবে।

এদিকে মৎস্য ব্যবসায়ী ওয়ার্কাস পার্টির নেতা মাধবচন্দ্র মন্ডলের অভিযোগ, সরকারের পরিকল্পনা ছাড়া খালের মাটি কেটে ইট ভাটায় নেয়ার কোন সুযোগ না থাকলেও জামায়াত নেতার অদৃশ্য শক্তিতে খালের মাটি কেটে ইট ভাটায় নেওয়ায় তিনি বিস্মিত হন । প্রাক্তন চেয়ারম্যান অধ্যাপক সাবির হোসেনের অভিযোগ, পানি উন্নয়ন বোর্ডের পরিকল্পনা বিহীন খালের মাটি কাটা সম্পূর্ণ অবৈধ।

খলিষখালি ইউপি চেয়ারম্যান মোজাফ্ফর রহমান জানান, এলাকার জলবদ্ধতা দুরীকরণের লক্ষ্যে স্থানীয়ভাবে সিন্ধান্ত নিয়ে ইটভাটা মালিককে মাটি কেটে নিতে বলা হয়েছে। খালের মাটি কর্তনকারী ইটভাটা মালিকের কাছে জানতে চাইলে তিনি যথাযত কর্তৃপক্ষের লিখিত অনুমতি নিয়েই মাটি কাটছেন বলে জানান।

এবিষয়ে উপজেলা নির্বাহী অফিসার ফরিদ হোসেন এর কাছে জানতে চাওয়া হলে তিনি বিষয়টি দেখছি বলে জানান। জেলা প্রশাসক মোঃ ইফতেখার হোসেন জানান, সরকারী খালের মাটি কাটার সুযোগ কারও নেই, যদি কেও এধরণের কাজ করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাতক্ষীরা-১ আসনের এমপি এ্যাড. মুস্তফা লুৎফল্লাহ’র কাছে জানতে চাওয়া হলে তিনি প্রশ্ন রেখে বলেন, জামায়াতের অর্থযোগান দাতা একাধিক নাশকতা মামলার আসামী খালেক কি অলৌকিক ক্ষমতা পেয়েছে? সরকারী খালের মাটি কাটার ক্ষমতা তাকে কে দিয়েছে? আমি দেখছি।

তালায় ওয়ারেন্টভূক্ত আসামি আটক

সাতক্ষীরার তালায় বাপ্পী ঘোষ (৩৫) নামের এক ওয়ারেন্টভূক্ত আসামিকে আটক করেছে পুলিশ। সে উপজেলার মাগুরা গ্রামের কোমল ঘোষের পুত্র।
বৃহস্পতিবার বিকালে তালা থানার এএসআই আল আমিনসহ সঙ্গয়ি ফোর্স নিজ বাড়ি থেকে তাকে আটক করে।
বাপ্পী ঘোষ দুটি প্রতারণা মামলায় (যার মামলা নং ১৫২/১৬ এবং ৩১১/১৬) ওয়ারেন্টভূক্ত আসামী।
শুক্রবার সকালে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়।
তালা থানার অফিসার ইনচার্জ মোঃ হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তালায় দলিত নারীর অর্থনৈতিক উন্নয়নে করণীয় শীর্ষক মতবিনিময় সভা

সাতক্ষীরার তালা উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার আয়োজনে দলিত নারীর অর্থনৈতিক উন্নয়নে করণীয় শীর্ষক এক মত বিনিময় সভা গতকাল শনিবার সকালে উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের হলরুমে অনুষ্ঠিত হয়।
নাগরিক উদ্যোগ ঢাকার অর্থায়নে অনুষ্ঠিত মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন,ইসলামকাটি ইউপি চেয়ারম্যান সুভাষ সেন। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তালা উপজেলা চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বিডিইআরএম ঢাকা এর সাংগঠনিক সম্পাদক বিম্পল্লী ডেবিড রাজু ও বিডিইআরএম সাধারণ সম্পাদক বিভূতোষ রায়,উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থা নির্বাহী পরিচালক জয়ন্তী রানী দাস, পিপি দিলীপ কুমার দাস, উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার সভাপতি স্বরস্বতী রানী দাস, যুদ্ধকালীন কমান্ডার মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান, সুজনশাহা বাউখোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক রাজ্যেশ্বর দাস, সুজনশাহা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মানিক চন্দ্র নাথ, ইউপি সদস্য মো: এজাহার আলী, ইউপি মহিলা সংরক্ষিত সদস্য নিরোজা ইয়াসমিন জুলি, ইউপি সদস্য শেখ মো: আ: হাকিম। মতবিনিময় সভায় ধারনাপত্র পাঠ করেন উদ্দীপ্ত মহিরা উন্নয়ন সংস্থার ইউডিইডাবলুবিএল প্রজেক্টের প্রজেক্ট অফিসার এম এম রায়হান। অনুষ্ঠানটি পরিচালনা করেন উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার এ্যাকাউন্টস্ এ্যান্ড এ্যাডমিন অফিসার সদয় দাশ ।

দলিত নারীর পক্ষ থেকে উপস্থিত ছিলেন স্বরস্বতি দাস, চম্পা সরকার, তুলসী দাস, অমেলা দাস, প্রতিমা সরকার, শ্যামলী দাস, প্রেমা দাস, আতিকা দাস, সন্ধা দাস, বিলকিছ, নমিতা, পুতুল বিশ্বাস, বন্ধনা দাস, চায়না, হাসনাহেনা জুলি, মৌসুমি হালদার ও উদ্দীপ্ত মহিলা উন্নয়ন সংস্থার ইউনিয়ন সেবা কর্মী মধুসুদন দাস, এবং ঘরগোছানো প্রকল্পের মার্কেটিং অফিসার অশোক কুমার দাস।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা