সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

তালায় গরম পানিতে মানসিক প্রতিবন্ধীর শরীর ঝলসে দিলো চা-দোকানি!!

সাতক্ষীরা তালার জালালপুরের রথখোলা বাজারের চায়ের দোকানি বখাটে উজান দাশ কতৃক স্থানীয় টুম্পা (১৮) নামে এক মানষিক প্রতিবন্ধীকে নিজ দোকানের চায়ের কেটলির গরম পানিতে ঝলসে দেয়ার ঘটনায় বুধবার সকালে তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন ও তালা থানার অফিসার ইনচার্জ মেহেদী রাসেল ঘটনাস্থল পরিদর্শন করেছেন। সেখানে গিয়ে মারাত্মক আক্রান্ত টুম্পার শারীরীক অবস্থার খোঁজ-খবর নেন। এসময় তিনি টুম্পার পরিবারকে তার চিকিৎসার্থে ৪ টাকার অনুদান প্রদান ও অসুস্থ্য টুম্পাকে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তির পরামর্শ দেন।

প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী জানায়, সাতক্ষীরার তালার কানাইদিয়া গ্রামের মাজেদ আলী গাজীর মেয়ে মানষিক প্রতিবন্ধী টুম্পা (১৮) মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে ঐ দোকানে গেলে বখাটে পূজন তার দোকানের চায়ের কেটলির গরম পানি ঢেলে দেয় টুম্পার শরীরে। এতে মারাতœক যন্ত্রনায় কাতর টুম্পা শরীরের সেলোয়ার-কামিজ খুলে হাতে নিয়ে বিবস্ত্র অবস্থায় চিৎকার দিয়ে কাঁদতে কাঁদতে দৌড়ে বাড়িতে যায়।
এলাকাবাসী ও পারিবারিক সূত্র জানায়,গরম পানিতে টুম্পার বুক ও পিট মারাতœকভাবে পুড়ে গেছে। প্রাথমিক চিকিৎসা নেয়ার পরও সে বিবস্ত্র অবস্থায় বাড়ির বারান্দায় পড়ে যন্ত্রনায় কাতরাচ্ছে।

টুম্পার মা জানায়,সাবালিকা পাগলী মেয়েকে নিয়ে তারা এখন মহা বিপদে রয়েছেন। দারিদ্রতার কারণে না পারছেন মেয়ের সুচিকিৎসা করাতে আবার না পারছেন চোখের সামনে সাবালিকা মেয়ের যন্ত্রণা সহ্য করতে। এমন পরিস্থিতিতে উপজেলা প্রশাসনের ঘটনাস্থল পরিদর্শন ও সহযোগিতা প্রদান পরিবারটিকে খানিকটা হলেও আশার আলো দেখাচ্ছে। স্থানীয়রা আরো জানায়,এর আগেও উজান দাশ টুম্পাকে দু’দফা অনুরুপ পুড়িয়ে দিয়েছিল। তবে সেবারকার ঘটনা এতটা ভয়াবহ ছিলনা।

এদিকে ঘটনার পর থেকে সংশ্লিষ্ট পূজন দোকান-পাঠ বন্ধ করে এলাকা ছেড়ে পালিয়ে গেছে। স্থানীয় একাধিক সূত্র নিশ্চিত করেছে যে, দারিদ্রতার সুযোগে এলাকার একটি প্রভাবশালী মহল বিষয়টি স্থানীয়ভাবে মিমাংশা করতে টুম্পার পরিবারের সাথে যোগাযোগ করছে। এমনকি তাদেরকে বিষয়টি নিয়ে বাড়াবাড়ি না করতে নানাভাবে প্রলুব্ধ করা হচ্ছে।

ঘটনাস্থল থেকে ফিরে উপজেলা নির্বাহী কর্মকর্তা সাদিয়া আফরিন বলেন,টুম্পার শারীরীক অবস্থা খুব একটা ভাল না। তবে ঘটনার নায়ক উজান দাশ ঘটনার পর থেকে পলাতক রয়েছে।

এব্যাপারে স্থানীয় জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটুর সাথে যোগাযোগ করতে চাইলে তার ফোনটি বন্ধ পাওয়া যায়। জানা যায়, তিনি বর্তমানে ভারতে অবস্থান করছেন।

সর্বশেষ স্থানীয় প্রশাসনের তাৎক্ষণিক ভূমিকায় প্রশাসনকে সাধুবাদ জানিয়েছেন এলাকাবাসী ও ঘটনার শিকার টুম্পার পরিবার।

জনতা ব্যাংক তালা শাখা স্থাপনের ৪বছর পূর্তিতে আলোচনা

জনতা ব্যাংক লি. তালা শাখা স্থাপনের ৪বছর পূর্তিতে কেককাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সংশিষ্ট ব্যাংকের আয়োজনে মঙ্গলবার সকালে ব্যাংক ব্যবস্থাপকের কক্ষে উক্ত কেক কাটাসহ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জনতা ব্যাংকের তালা শাখা ব্যবস্থাপক মো. শাহিনুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা উপজেলা নির্বাহী অফিসার সাজিয়া আফরীন।

বিশেষ অতিথির বক্তৃতা করেন জনতা ব্যাংকের সিনিয়র শাখা ব্যবস্থাপক মিন্টু কুমার সরখেল, তালা উপজেলা যুব উন্নয়ন অফিসার মো. ওবায়দুল হক হাওলাদার, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. মাহফুজুর রহমান, বিআরডিবি কর্মকর্তা মো. আরিফুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সাতক্ষীরা জেলা প্রতিনিধি আবুল কাশেম বিশিষ্ট ব্যবসায়ী কল্যাণ বসু, উন্নয়ন প্রচেষ্টা পরিচালক শেখ ইয়াকুব আলী ও সাংবাদিক বি. এম. জুলফিকার রায়হান। এ সময় ব্যাংকের কর্মকর্তা ও কর্মচারীরাসহ সরকারি-কর্মকর্তা, ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণি পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সভা শেষে জনতা ব্যাংকের তালায় শাখা স্থাপনের ৪ বছর পূর্তিতে কেক কাটা হয়।

উল্লেখ্য, তালাবাসির জোর দাবির প্রেক্ষিতে ২০১৪ সালের ২৫ সেপ্টেম্বর জনতা ব্যাংক লি. এর তালা শাখার উদ্বোধন হয়। বর্তমানে অত্র শাখায় প্রায় ৯ হাজার গ্রাহক রয়েছে এবং গ্রাহক সেবা প্রদানে সফলতার সাথে ব্যাংকটি এগিয়ে যাচ্ছে। ইতোমধ্যে সাতক্ষীরা জেলার মধ্যে অন্যতম সফল শাখা হিসেবে অত্র শাখা বিবেচিত হয়েছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা