বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালার কিছু খবর

তালায় কন্যা শিশু নির্যাতন বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত

মঙ্গলবার (২২ আগষ্ট) সকালে সাতক্ষীরার তালা শিল্পকলা একাডেমি মিলনায়তনে “কন্যা শিশু নির্যাতন” বিষয়ে বর্তমান প্রেক্ষাপট ও করণীয় শীর্ষক এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তালা উপজেলা প্রশাসনের বাস্তবায়নে এবং বে-সরকারী সংস্থা উত্তরণ,তালা থানা ও তালা প্রেসক্লাবের যৌথ আয়োজনে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুভাষ চন্দ্র সাহা। সভায় সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন। তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় সভায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আতিকুল হক, সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবীর, তালা থানা অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, উত্তরণ পরিচালক শহিদুল ইসলাম, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি অধ্যক্ষ আনিসুর রহিম এবং তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলু। এ সময় কন্যা শিশু নির্যাতন বিষয়ে মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থান করেন দৈনিক কালেরকণ্ঠ পত্রিকার খুলনা ব্যুরো প্রধান গৌরাঙ্গ নন্দী। পরে অতিরিক্ত বিভাগীয় কমিশনার তালা উপজেলার গোপালপুর আম বাগানে ইকো পার্কের উদ্বোধন, স্বাস্থ্য সেবা কার্ড বিতরণসহ কয়েকটি গুরুত্বপূর্ন স্থাপনা পরিদর্শন ও উদ্বোধন করেন।

তালা প্রেসক্লাবে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময়
মঙ্গলবার (২২ আগষ্ট) দুপুরে তালা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটি ও সকল সদস্যদের সাথে অতিরিক্ত বিভাগীয় কমিশনার, সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। তালা প্রেসক্লাবের সভাপতি প্রণব ঘোষ বাবলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনার অতিরিক্ত বিভাগীয় কমিশনার সুভাষ চন্দ্র সাহা । প্রেসক্লাবের সাধারণ সম্পাদক সরদার মশিয়ার রহমানের পরিচালনায় বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা প্রশাসক আবুল কাশেম মো. মহিউদ্দিন, জেলা পুলিশ সুপার মো. আলতাফ হোসেন, তালা উপজেলা পরিষদ চেয়ারম্যান ঘোষ সনৎ কুমার, উপজেলা নির্বাহী অফিসার মো. ফরিদ হোসেন, সিনিয়র সহকারী পুলিশ সুপার মোঃ আতিকুল হক, সহকারী পুলিশ সুপার মোঃ হুমায়ুন কবীর, সহকারী কমিশনার (ভূমি) মোঃ লিটন আলী, তালা থানার অফিসার ইনচার্জ হাসান হাফিজুর রহমান, পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ মোল্যা জাকির হোসেন, সিনিয়র সাংবাদিক দৈনিক প্রথম আলোর স্টাফ রিপোর্টার কল্যাণ ব্যানার্জী, মুক্তিযোদ্ধা সন্তান ও প্রধান শিক্ষক লায়লা পারভীন সেজুতি, সাংবাদিক শরীফুল্লাহ কায়সার সুমন, মনিরুল ইসলাম মনি, শাকিলা ইসলাম জুই ও শাহিন গোলদার প্রমুখ। এ সময় অতিথিবৃন্দ তালা প্রেসক্লাবের নব নির্বাচিত কমিটিকে ধন্যবাদ জানান এবং বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনে উৎসাহ প্রদান করেন।

আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ “উন্নয়ন প্রচেষ্টার” বঙ্গবীর এম এ জি ওসমানী স্বর্ণ পদক লাভ
আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদান রাখায় স্বীকৃতি স্বরুপ তালাস্থ বে-সরকারি সংস্থা উন্নয়ন প্রচেষ্টা বঙ্গবীর এম এ জি ওসমানী স্বর্ণপদক লাভ করেছে।
গত (১৭ই আগষ্ট) বৃহস্পতিবার বিকালে ঢাকার পুরনো পল্টনস্থ মুক্তিভবনের মৈত্রী মিলনায়তনে “ উন্নয়নের মহাসড়কে বাংলাদেশ” শীর্ষক আলোচনা সভা ও বঙ্গবীর ওসমানী স্বর্ণ পদক-২০১৭ প্রদান অুষ্ঠানের মাধ্যমে একুশে স্মৃতি সংসদ আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ উন্নয়ন প্রচেষ্টা- কে বঙ্গবীর ওসমানী স্বর্ণ পদক ২০১৭ প্রদান করেন।
উন্নয়ন প্রচেষ্টা-এর পক্ষ থেকে সংস্থার পরিচালক জনাব সেখ ইয়াকুব আলী এই পদক গ্রহণ করে বলেন এই প্রাপ্তি আমাদের কর্মকান্ডকে আরো গতিশীল করে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থ-সামাজিক টেকশই উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে।
একুশে স্মৃতি সংসদের সভাপতি ভাষা সৈনিক রেজাউল করিম-এর সভাপতিত্বে অনুষ্ঠানটি উদ্বোধন করেন বাংলাদেশ সুপ্রীম কোর্ট’র বিচারপতি মোঃ ছিদ্দিকুর রহমান মিয়া। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামীলীগ’র উপদেষ্টা মন্ডলীর সদস্য এ্যাডভোকেট ইউসুফ হোসেন হুমায়ুন । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয়’র অতিরিক্ত সচিব পীরজাদা শহীদুল হারুন । প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন একুশে পদক প্রাপ্ত ও আন্তর্জাতিক পদক প্রাপ্ত ভাষাসৈনিক লায়ন শামসুল হুদা ।
আর্থ-সামাজিক উন্নয়নে বিশেষ অবদানের স্বীকৃতি স্বরুপ বঙ্গবীর ওসমানী স্বর্ণ পদক-২০১৭ পদক প্রদানে উন্নয়ন প্রচেষ্টাকে মনোনীত করায় একুশে স্মৃতি সংসদ-এর কার্যনির্বাহী পরিষদ ও উপদেষ্টা মন্ডলীর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করেন উন্নয়ন প্রচেষ্টার সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা