রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

তালায় এসএসসি’র ফলপ্রার্থীর আত্মহত্যা, প্রেমিক প্রিতম বহাল তবিয়তে!!

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার ৬ মে। এর আগেই বৃহস্পতিবার দুপুরে তালার খলিলনগর ইউনয়ন মাধ্যমিক বিদ্যালয়ের অন্যতম ফল প্রার্থী শতাব্দী রায় (১৬) ঘরের আড়ায় গলায় রশি দিয়ে আত্মহত্যা করেছে। এনিয়ে স্থানীয় তালা থানায় একটি ইউডি মামলা হয়েছে।

পারিবারিক ও স্থানীয় সূত্র জানায়, উপজেলার গঙ্গারামপুর এলাকার জনৈক প্রিতম করের সাথে প্রেমজ সর্ম্পকর জের ধরেই আত্মহত্যায় বাধ্য হয় সে।

সূত্র জানায়, প্রিতমের সাথে দীর্ঘ দিন ধরে মন দেওয়া-নেওয়া চলছিল শতাব্দীর। এনিয়ে দু’পরিবারের মধ্যে তাদের বিয়ে নিয়ে কয়েক দফায় কথাও হয়। তবে প্রিতমের মা তাদের বিয়ের জন্য ৩ বছর অপেক্ষা করতে বলে। তবে সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় শতাব্দীর বাবা সুকুমার রায় তা মেনে না নিয়ে মেয়ের অন্যত্র বিয়ে ঠিক করে। আর এতেই বাধে বিপত্তি। প্রিতম ঐ বিয়ে ভাংতে নিজে ও শতাব্দীকে ব্যবহার করে। ভেঙ্গে যায় বিয়ে। বিষয়টি বুঝতে পেরে শতাব্দীর বাবা নিজ মেয়েকে নানাভাবে বোঝানোর চেষ্টা করে। অন্যদিকে প্রিতমকে প্রশমনে স্থানীয়ভাবে কয়েক দফার বসাবসিও হয়। তবে এতেও কাজ না হওয়ায় এমনকি প্রিতমের সাথে শতাব্দী ফের যোগাযোগ করলে বিষয়টি বুঝতে পেরে বুধবার রাতে সুকুমার তাকে ব্যাপক বকাবকি করে। এতে রাগে,দুঃথে, ক্ষোভে সে আত্মহত্যা করে থাকতে পারে।

এব্যাপারে অভিযুক্ত প্রিতম শতাব্দীর সাথে প্রেমের বিষয়টি স্বীকার করে বলে,তাদের সর্ম্পকর কারণে সুকুমার তাকে শারীরীক ও মানসিকভাবে লাঞ্ছিত করে। এরপর থেকে সে আর শতাব্দীর সাথে সকল প্রকার যোগাযোগ বন্ধ করে দেয়। প্রিতমের মাও তাদের সর্ম্পকর বিষয়টি স্বীকার করে বিয়ের জন্য ৩ বছরের অপেক্ষা করতে বলেন বলে জানায়।

এদিকে শতাব্দী পরিবারের পক্ষে তার অন্যত্র বিয়ের চাপ,অন্যদিকে প্রিতমের সাথে সম্পর্ক এমনতর মানষিকচাপে সর্বশেষ বুধবারের ঘটনায় কিংকর্তব্যবিমূঢ় হয়ে আত্মহত্যার পথ বেঁছে নেয় বলে ধারণা করা হচ্ছে।

খবর পেয়ে তালা থানা পুলিশ ঘটনাস্থল থেকে শতাব্দীর লাশ উদ্ধার করে ময়না তদন্ত শেষে শুক্রবার সন্ধ্যার আগে স্থানীয় শ্মশানে তার সৎকার সম্পন্ন হয়েছে। ঘটনায় তালা থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে এতকিছুর পরও তার মৃত্যুতে কোন হত্যা কিংবা আত্মহত্যা প্ররোচনা মামলা হয়নি।

এ ব্যাপারে শতাব্দীর বাবা সুকুমারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তার ব্যবহৃত মোবাইলটি বন্ধ পাওয়া যায়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু

তালা উপজেলা নির্বাহী অফিসার ইউএনও’র অনুপ্রেরণায় শহীদ আলী আহম্মেদ বালিকাবিস্তারিত পড়ুন

  • আশাশুনিতে পূর্বের বিয়ের তথ্য গোপন করে আবারো অন্যত্র বিয়ে দেয়ার অভিযোগ!
  • তালায় পেশা হারিয়ে বেকারত্বে ভুগছেন কপোতাক্ষ পাড়ের জেলে সম্প্রদায়
  • তালায় পূজা উদযাপন পরিষদের নেতাকে জড়িয়ে কুৎসা রটনার অভিযোগ!
  • তালায় সাবেক ব্যাংক কর্মকর্তার মৃত্যু
  • তালায় ইসলামী ব্যাংক স্কুল ব্যাংকিং ক্যাম্পইন অনুষ্ঠিত
  • তালায় প্রতিপক্ষের দায়ের কোপে একজন আহত॥ সাতক্ষীরা হাসপাতালে ভর্তি
  • পরিকল্পিত মামলায় তালার বারবার নির্বাচিত ইউপি সদস্য নিমাই সানা পালিয়ে বেড়াচ্ছেন!
  • বৃষ্টি হলেই ছাদ চুইয়ে পানি পড়ে তালার তেঁতুলিয়া শাহী জামে মসজিদে
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • পাটকেলঘাটা মডেল হিসাবে জেলায় কাজ করবে: সাতক্ষীরা জেলা প্রশাসক
  • তালার জিয়ালা গ্রামকে শহরে রূপান্তরের ঘোষণা জেলা প্রশাসকের
  • তালায় ডেঙ্গু প্রতিরোধে মতবিনিময় সভা