শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ঢাকাস্থ যশোর জেলা সমিতির উদ্যোগে কেশবপুরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ

ঢাকাস্থ যশোর জেলা সমিতির উদ্যোগে এবং এআইজি (কনফিডিয়ানশীল) মনিরুজ্জামানের সহযোগিতায় কেশবপুর উপজেলার বিদ্যানন্দকাটি ও পাঁজিয়া ইউনিয়নে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থ ৪ শত পরিবারের মাঝে রবিবার দুপুরে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে। সমিতির সহ-সাংগঠনিক সম্পাদক আঃ রউপের সভাপতিত্বে ও সচিব ইকবাল চৌধুরী পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ত্রাণ সামগ্রী বিতরণ করেন যশোরের এএসপি আনছার উদ্দীন। বিশেষ অতিথি ছিলেন কেশবপুর থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন, বিদ্যানন্দকাটি ইউপি চেয়ারম্যান আমজাদ হোসেন, ডিএসবির এস আই ইকবাল ও এস আই মোজাহিদ।
অপরদিকে পাঁজিয়া ইউনিয়ন পরিষদ চত্ত্বরে জলাবদ্ধতায় ক্ষতিগ্রস্থদের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণকালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম মুকুল, ইউপি সদস্য আব্দুল আহাদ আল বাহার-সহ সকল ইউপি সদস্য বৃন্দ।

বাগদাহ ও কাস্তায় আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন
যশোরের কেশবপুর উপজেলার মজিদপুর ইউনিয়নের বাগদাহ ওয়ার্ড আওয়ামী লীগের আয়োজনে বাগদাহ গ্রামে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে রবিবার দুপুরে আলোচনা সভা, দোয়া মাহফিল ও গণভোজ অনুষ্ঠিত হয়েছে। নজরুল ইসলাম সোমের সভাপতিত্বে ও জিয়াউর রহমান জিয়ার সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি এস এম রুহুল আমিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক গাজী গোলাম মোস্তফা, পৌর আওয়ামী লীগের যুগ্ম-আহ্বায়ক এ্যাড. মিলন মিত্র, উপজেলা কৃষকলীগের সভাপতি আলহাজ্ব সৈয়দ নাহিদ হাসান, মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া ইকবাল, সাধারণ সম্পাদক মমতাজ খাতুন ও মজিদপুর ইউনিয়ন আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মশিয়ার রহমান পিরো।
এদিকে কাস্তা ও মজিদপুরে আওয়ামী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস পালন উপলক্ষে অনুরূপ কর্মসূচী পালন করা হয়।

কেশবপুর জলাবদ্ধতায় গৃহহীনদের স্বাস্থ্য সেবায় ফ্রী মেডিকেল ক্যাম্প
বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতি কেশবপুর শাখার আয়োজনে জলাবদ্ধতায় গৃহহীনদের ফ্রী চিকিৎসা ও ঔষুধপত্র প্রদান করা হয়েছে। রবিবার সকালে মধ্যকুলে টোংঘরে বসবাসকারী প্রায় ৩ শত জনের মাঝে ফ্রী চিকিৎসা ও ঔষুধপত্র প্রদান করেন সমিতির সভাপতি আলহাজ্ব ডাঃ আনোয়ার হোসেন, ডাঃ ইকতার হোসেন, সাধারণ সম্পাদক শংকর পাল, রেজাউল ইসলাম, সুশান্ত, রানা, কবীর হোসেন প্রমুখ। উল্লেখ্য কেশবপুরে জলাবদ্ধতার পর থেকে প্রতিনিয়ত বাংলাদেশ কেমিষ্ট এন্ড ড্রাগিষ্ট সমিতির কেশবপুর শাখার আয়োজনে জলাবদ্ধতায় গৃহহীনদের ফ্রী চিকিৎসা ও ঔষুধপত্র প্রদান করা হচ্ছে।

কেশবপুর উপজেলা পরিষদের উদ্যোগে ক্রীড়া সামগ্রী বিতরণ
যশোরের কেশবপুর উপজেলা পরিষদের ২০১৬-১৭ অর্থ বছরে এডিপি উন্নয়ন বরাদ্দ থেকে ক্রয়কৃত বিভিন্ন ক্রীড়া সামগ্রী রোববার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও ক্লাবে বিতরণ করা হয়েছে। উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা সভাপতিত্বে ও প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে উক্ত ক্রীড়া সামগ্রী বিতরণ করেন উপজেলা চেয়ারম্যান এইচ এম আমির হোসেন। বিশেষ অতিথি ছিলেন হাসানপুর ইউপি চেয়ারম্যান অধ্যাপক জুলমাত আলী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার আশিকুজ্জামান, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি এস এম আব্দুল মজিদ, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ ও বাংলাদেশ স্কাউটস কেশবপুর উপজেলা শাখার সভাপতি দীন ইসলাম।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা