বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

টানা বর্ষনে মনিরামপুরের অঞ্চলের বিস্তীর্ন এলাকা পানিতে টুই-টুম্বুর

গত কয়েকদিনের টানা প্রবল বর্ষনে যশোরের রাজগঞ্জ অঞ্চলের বিস্তীর্ন এলাকা প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতি সাধন হয়েছে। অস্বাভাবিক ভাবে কপোতাক্ষ নদ, বাওড় ও বিলের পানি বেড়ে যাওয়ায় ও ভারীবর্ষনে চলতি মৌসুমের ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। নিম্নাঞ্চলের বহু মাছের ঘের ভেসে একাকার হয়ে গেছে। মৎস্য চাষীরা ঘেরপাড়ে নেট দিয়ে মাছ আটকিয়ে রাখার শেষ চেষ্টার কাজে ব্যস্ত রয়েছেন।

গত তিন ধরে অব্যাহত মুসলধারে ভারী বর্ষন হচ্ছে। তাই বেড়ি বাঁধে নেট-পাটা দিয়েও শেষ রক্ষা হবে কিনা তা নিয়ে মৎস্য চাষিরা বেশ চিন্তিত হয়ে পড়েছেন। সরকারীভাবে এখনও ক্ষয়ক্ষতির পরিমাণ সঠিক ভাবে নিরুপন না হলেও গত কয়েকদিনের ভারী বর্ষনে রাজগঞ্জের বিস্তীর্ন এলাকা ইতোমধ্যে তলিয়ে যেয়ে বন্যার রূপ নিয়েছে। তাই ক্ষতির পরিমাণ আপাতত দৃষ্টিতে লক্ষ লক্ষ টাকা হবে বলে ধারনা করছেন এলাকার সচেতন মহল।

খোঁজখবর নিয়ে জানা গেছে- কপোতাক্ষ সংলগ্ন মশ্বিমনগর, হরিহরনগর, খেদাপাড়া, রোহিতা, চালুয়াহাটী, শ্যামকুড় ও ঝাঁপা ইউনিয়নের প্রায় অর্ধ-শতাধিক গ্রামের নিচু এলাকা পানির নিচে তলিয়ে গেছে। এসব গ্রাম গুলোর আউশ ও আমন ধানসহ অন্যান্য ফসলি জমি এখন পানির তলে। অনেক মাছের ঘেরের ভেড়ী উপচে পানিতে একাকার হয়ে যাবার উপক্রম। তলিয়ে গেছে ফসলি জমির বিভিন্ন রকমের ফসল। নিম্নাঞ্চলের অনেক রাস্তার উপর এখন পানি। ফলে ওইসব এলাকায় যোগাযোগ ব্যবস্থায়ও অচলাবস্থা সৃষ্টি হয়েছে।

কৃষি অধিদপ্তরের আনুমানিক ধারনা মতে, রাজগঞ্জের নিম্নাঞ্চলের প্রায় সব ফসল পানিতে প্লাবিত হয়ে ব্যাপক ক্ষতির আশংকা দেখা দিয়েছে। ভারী বর্ষন আরও এক-দুই দিন এ ভাবে চলতে থাকলে ক্ষতির পরিমান আরও বাড়বে বলে সুত্রের দাবি।

খোঁজ নিয়ে জানা গেছে- রাজগঞ্জের বিস্তীর্ন জলাভূমিতে রয়েছে শত শত মাছের ঘের। এসব ঘের থেকে বছরে কোটি কোটি টাকার মাছ উৎপাদিত হয়। টানা ভারী বর্ষণে সেসব মাছের ঘের টুই-টুম্বুর প্রায়। তাই মৎস্য চাষিরা মাছের ঘেরের বাঁধে নেট-পাটা দিয়ে মাছ আটকানোর চেষ্টা চালাচ্ছেন।

ইতোমধ্যে অনেক মৎস্য ঘের ভেসে মাছ বের হয়ে গিয়ে ব্যাপক ক্ষতিসাধন হয়েছে। এসব এলাকার লোকালয়ে থাকা অনেক টিউবওয়েল পানির নিচে তলিয়ে গেছে। ফলে দেখা দিয়েছে বিশুদ্ধ পানির সংকট। স্কুল, কলেজ, মাদরাসায় পানি ঢুকে পড়ায় ব্যহত হচ্ছে শিক্ষা কার্যক্রম। এভাবে ভারী বর্ষন চলতে থাকলে, বন্যা পরিস্থিতি ভয়াবহ রূপ নিতে পারে বলে সংশ্লিষ্টরা আশংকা করছেন। উপজেলা প্রশাসন, কৃষি অধিদপ্তর ও মৎস্য বিভাগ উপজেলার সার্বিক বন্যা পরিস্থিতির বিষয়ে নজরদারি করছেন বলে জানা গেছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা