রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

‘টপ ইন ওয়ার্ল্ড’ অর্জন করল বাংলাদেশের ৪৮ শিক্ষার্থী

ক্যামব্রিজ এক্সামিনেশন সিরিজে অসাধারণ নৈপুণ্যের জন্য চলতি বছরের জুনে ক্যামব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশনের (ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল) ‘টপ ইন ওয়ার্ল্ড’ পুরস্কার পেয়েছে বাংলাদেশের ৪৮ জন শিক্ষার্থী। ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল ও ব্রিটিশ কাউন্সিলের আয়োজনে শনিবার রাজধানীর বসুন্ধরায় অবস্থিত বসুন্ধরার আন্তর্জাতিক কনভেনশন সিটিতে দেশের বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের পড়াশোনায় বিশেষ ফলাফলের জন্য এ স্বীকৃতি দেয়া হয়।

ক্যামব্রিজ আইজিসিএসই, কেমব্রিজ ও-লেভেল এবং ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল এএস এবং এ লেভেলে এ বিভিন্ন বিষয়ের ওপর সর্বোচ্চ ফলাফল অর্জন করেছে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীরা। এছাড়াও, এর মধ্যে ৩৫ জন শিক্ষার্থী উপরোল্লিখিত সব পরীক্ষায় ‘টপ ইন কান্ট্রি’ পুরস্কারে ভূষিত হয়েছে। সর্বমোট বাংলাদেশের ৯৮ জন শিক্ষার্থী আউটস্ট্যান্ডিং ক্যামব্রিজ লার্নার অ্যাওয়ার্ড পেয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ ডেপুটি হাই কমিশনার কানবার হোসেন-বর। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক অ্যান্ড্রিউ নিউটন, প্রতিষ্ঠানটির ডিরেক্টর এক্সামিনেশনস সেবাস্তিয়ান পিয়ার্স, ক্যামব্রিজ ইন্ট্যারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক রুচিরা ঘোষ, ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের পূর্ব ভারত, বাংলাদেশ ও নেপালের ব্যবস্থাপক সত্যজিৎ সরকার এবং ক্যামব্রিজ ইন্টারন্যাশনাল বাংলাদেশ এর কান্ট্রি ম্যানেজার শাহিন রেজা।
অনুষ্ঠানে ব্রিটিশ কাউন্সিলের ডিরেক্টর এক্সামিনেশনস সেবাস্তিয়ান স্বাগত বক্তব্য প্রদান করেন। এরপর সানিডেল স্কুলের শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করে বক্তব্য প্রদান করেন খন্দকার তামকিন সাকির।

ব্রিটিশ কাউন্সিলের ভারপ্রাপ্ত পরিচালক অ্যান্ড্রিউ নিউটন বলেন, ‘ইংরেজি মাধ্যমে শিক্ষায় শীর্ষস্থান অর্জনে তোমাদের সাফল্য অনেক বছরের কঠোর পরিশ্রম, সাহস ও প্রতিশ্রুতির ফল। তোমাদের দেশের নেতৃস্থানীয় পর্যায়ে পৌঁছাতে আরও সাফল্যের ক্ষেত্রে এ অর্জন ভিত্তি হিসেবে কাজ করবে।’

ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের দক্ষিণ এশিয়ার আঞ্চলিক পরিচালক রুচিরা ঘোষ বলেন, ‘ক্যামব্রিজ ইন্টারন্যাশনালের প্রধান লক্ষ্য কঠিন বিষয় সহজে প্রস্তুত করা এবং তাদের প্রয়োজনীয় বিভিন্ন দক্ষতা যেমন সৃষ্টিশীলতা, বিশ্লেষণী চিন্তা ও সমস্যা সমাধান বৃদ্ধির মাধ্যমে ভবিষ্যৎ জীবনের জন্য প্রস্তুত করে তোলা। আমাদের শিক্ষার্থীরা আমাদের কর্মসূচির মাধ্যমে তাদের লক্ষ্য ও স্বপ্ন অর্জন করেছে, এটা দেখতে পেরে আমরা অত্যন্ত আনন্দিত। শিক্ষক ও বাবা-মায়েরা শিক্ষার্থীদের সাফল্য অর্জনে সঠিক পথে যেতে সহায়তা করেছে ও দিক নির্দেশনা দিয়েছে। এজন্য আমরা তাদের সবাইকে বিশেষ ধন্যবাদ দিতে চাই।’

পুরস্কারপ্রাপ্ত এ ৪৮ জন শিক্ষার্থী দেশের ১৩টি স্কুলের। বিগত বছরগুলোর তুলনায় বাংলাদেশ সর্বমোট বিজয়ীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে।

একই রকম সংবাদ সমূহ

‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি

সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন

কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র‌্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

শিশু শিক্ষার্থীদের নিয়ে জনপ্রিয় কার্টুন ‘মিনা দিবস’ উপলক্ষ্যে কলারোয়ায় র‌্যালি,বিস্তারিত পড়ুন

‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল

পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্বারোপ করে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফাবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • সাতক্ষীরার বাঁশদহের ভবানীপুর প্রাইমারি স্কুলে মিলন সভাপতি নির্বাচিত
  • কলারোয়ার বেত্রবতী হাইস্কুলে ‘বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধকে জানি’ শীর্ষক স্মৃতিচারণ
  • তালায় ইউএনও’র প্রেরণায় গার্লস হাইস্কুলে ডেইলি স্টার কর্নার চালু
  • কলারোয়ায় ছাত্রীদের নিয়ে মানবাধিকার সচেতনতায় হ্যান্ডবল প্রতিযোগিতা
  • কলারোয়ায় ‘শিবিল স্মরণে’ রচনা-চিত্রাংকন প্রতিযোগিতা ॥ কৃতি স্কাউটারদের সম্মাননা
  • তালার ধানদিয়া মাদরাসায় শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ
  • জাতীয় শিশু পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থী তৃষান বসু দিব্যকে কেশবপুরে সংবর্ধনা
  • ঝিকরগাছার বাকুড়ায় ‘বঙ্গবন্ধু ও স্বাধীনতা সম্পর্কে জানি’ বিষয়ক সেমিনার
  • কলারোয়ায় অসুস্থ্য প্রভাষক বাবু’র চিকিৎসার্থে আর্থিক সহায়তা দিলো শিক্ষক সমিতি
  • তালায় ‘এক কাপ ইউএনও চা ও একটি ভাবনা’…
  • ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা