জেনে নিবো কিছু ‘সাধারণ জ্ঞান’ (০১)
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল ‘কলারোয়া নিউজ’র নতুন সংযোজন সাধারণ জ্ঞান। জানার শেষ নেই, তাই জানার জন্য কিছু সাধারণ জ্ঞান নিচে তুলে ধরা হলো:
১. গ্রীনিচ থেকে বাংলাদেশের অবস্থান কত? উঃ ৯০ ডিগ্রি পূর্ব দিকে।
২. ঢাকার প্রতিপাদ স্থান কোথায়? উঃ চিলির নিকটে প্রশান্ত মহাসাগরে।
৩. বাংলাদেশের সমুদ্র উপকুলের দৈর্ঘ্য কত? উঃ ৭১১কিঃমিঃ।
৪. সোয়াচ অব নো গ্রাউন্ড কি? উঃ বঙ্গোপসাগরে অবস্থিত একটি খাত (প্রস্থ ১৪ কি.মি.)
৫. বাংলাদেশের সর্বোচ্চ শৃঙ্গের নামসহ উচ্চতা কত? উঃ তাজিংডং বা বিজয় উচ্চতা ১২৩১ মিটার বা ৪০৩৯ ফুট।
৬. আয়তনের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান বিশ্বে কত? উঃ ৯৪ তম (দক্ষিন এশিয়ায় ৫ম)
৭. বাংলাদেশের রাজনৈতিক সমুদ্রসীমা কত? উঃ ১২ নটিক্যাল মাইল।
৮. ভারতের সাথে বাংলাদেশের সীমান্তবর্তী জেলা কতটি? উঃ ৩০টি
৯. পার্বত্য চট্রগ্রামের জেলা কয়টি? উঃ ৩টি
১০. পার্বত্য চট্রগ্রামের কোন জেলার সাথে ভারতের সীমানা নেই? উঃ বান্দরবন
১১. ঢাকার সাথে নদী পথে কোন জেলার সরাসরি যোগাযোগ নেই? উঃ রাঙ্গামাটি।
১২. বজরা শাহী মসজিদ কোথায়? উঃ নোয়াখালী জেলার বেগমগঞ্জে।
১৩. মহামুনি বিহার কোথায়? উঃ রাউজানে
১৪. ষাট গম্বুজ মসজিদ কে নির্মাণ করেন? উঃ খানজাহান আলী।
১৫. লালবাগ কেল্লা কে নির্মাণ শুরু করেন? উঃ যুবরাজ মমোহাম্মাদ আযম।
১৬.নির্মাণ শেষ কে করেন? উঃ শায়েস্তা খান।
১৭. লালবাগ কেল্লার আদি নাম কি? উঃ আওরঙ্গবাদ দূর্গ।
১৮. বাংলাদেশের সর্বপূর্বের স্থানের নাম কি? উঃ আখাইনঠং।
১৯. বাংলাদেশের আয়তনে সবচেয়ে বড় থানা কোনটি? উঃ শ্যামনগর, সাতক্ষীরা।
২০. ছিটমহল বেশিষ্ট জেলা বলা হত কোন জেলাকে? উঃ লালমনিরহাট।
২১. কোন পাহাড় হিন্দুদের তীর্থস্থানের জন্য বিখ্যাত? উঃ চন্দ্রনাথ পাহাড় (সীতাকুন্ড, চট্রগ্রাম)।
২২. বাংলাদেশ ও ভারতের মধ্যে বিরোধপূর্ণ দ্বীপটির নাম কি ও মালিকানা কোন দেশের? উঃ দক্ষিণ তালপট্রি দ্বীপ, ভারত।
চলবে…
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
‘প্রাথমিক শিক্ষার উন্নয়নে সরকার কাজ করছে’: লুৎফুল্লাহ এমপি
সাতক্ষীরা-১ আসনের সংসদ সদস্য এড.মুস্তফা লুৎফুল্লাহ বলেছেন- ‘করোনাভাইরাস প্রাদুর্ভাবেও উন্নয়নবিস্তারিত পড়ুন
কলারোয়ায় ‘মিনা দিবস’ উপলক্ষ্যে বর্ণাঢ্য র্যালি ও সাংস্কৃতিক প্রতিযোগিতা
শিশু শিক্ষার্থীদের নিয়ে জনপ্রিয় কার্টুন ‘মিনা দিবস’ উপলক্ষ্যে কলারোয়ায় র্যালি,বিস্তারিত পড়ুন
‘ডেঙ্গু প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই’ : জেলা প্রশাসক মোস্তফা কামাল
পরিষ্কার পরিচ্ছন্নতার উপর গুরুত্বারোপ করে সাতক্ষীরা জেলা প্রশাসক এসএম মোস্তফাবিস্তারিত পড়ুন