বৃহস্পতিবার, নভেম্বর ২৮, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

জিয়া পরিবারে অর্থ পাচারের বিরুদ্ধে দেবহাটায় ছাত্রলীগের মিছিল ও সমাবেশ

বিদেশে জিয়া পরিরাবের সদস্যরা অর্থ পাচার করে কালো টাকার সম্পত্তি গড়ে তোলার প্রতিবাদে মিছিল ও সমাবেশ করেছে ছাত্রলীগ। বৃহস্পতিবার সন্ধায় দেবহাটার ঈদগাহ বাজার হতে বিশাল র‌্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনার চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। সভায় উপজেলা ছাত্রলীগের সভাপতি হাবিবুর রহমানের সভাপতিত্বে উপস্থিত থেকে বক্তব্য রাখেন সাবুর আলী খোকন, সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, প্রচার সম্পাদক জিল্লুর রহমান জীবন, দপ্তর হোসেন, দপ্তর সম্পাদক এনামুল ইসলাম সবুজ, কেবিএ কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক সাগর হোসেন, কুলিয়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আফজাল হোসেন, সখিপুর ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তৌহিদ হাসান, নওয়াপাড়া ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আশরাফুল ইসলাম দেবহাটা কলেজ ছাত্রলীগের সাধারণ সম্পাদক আহছানউল্লা কল্লোল, সহ-সম্পাদক নুর মোহাম্মাদ, উপজেলা ছাত্রলীগের সদস্য কবির হোসেন, ফরহাদ হোসেন, হাইস্কুল বিষয়ক সম্পাদক সোহাগ হোসেন, সুজন, পলাশ, হাবিব, ইব্রাহিম, ফয়সাল, আকরাম প্রমূখ। এসময় বক্তরা বলেন, জিয়া পরিবারের সদস্যরা বাংলাদেশের টাকা মধ্যপ্রাচ্যের ৪টি দেশে পাচার করেছে। খালেদা জিয়া, তারেক জিয়া বাংলাদেশ থেকে অর্থ পাচার করে বিভিন্ন ব্যংকে টাকা জমা রাখার পাশাপাশি বিভিন্ন অ্যাপার্টমেন্ট, বিপণিবিতান, সুপারমার্কেট এবং বানিজ্যিক প্লটে বিনিয়োগ করেছে। যা এদেশ থেকে অর্থ চুরি করে বিদেশে টাকার পাহাড় গড়ে তুলেছে। তাই অতিদ্রুত বাংলাদেশের টাকা ফেরত এনে দেশের উন্নয়নে কাজে লাগাতে সরকারের কাছে দাবি জানানো হয় সমাবেশে।

সখিপুর আহ্ছানীয়া মিশন ভবনের ২য় তলা উদ্বোধন
দেবহাটার সখিপুর আহ্ছানীয়া শাখা মিশনের ২য় তলা ভবন উদ্বোধন হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টায় সখিপুর মোড়স্থ শাখা আহ্ছানীয়া মিশনের আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সখিপুর আহ্ছানীয়া শাখা মিশনের সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আলহাজ্ব সালামতুল্যাহ গাজীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নলতা পাক রওজা শরিফের খাদেম আলহাজ্ব মৌলভী আনছার উদ্দীন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন কেন্দ্রীয় আহ্ছানীয়া মিশনের সহ-সভাপতি আলহাজ্ব আব্দুর রাজ্জাক, ভারপ্রাপ্ত সম্পাদক আলহাজ্ব সাঈদুর রহমান, স্বাস্থ্য মন্ত্রালয়ের সাবেক যুগ্ন-সচিব খলিলউল্যাহ্। অন্যান্যদের মধ্যে কেন্দ্রীয় মিশনের কর্মকর্তা ডাঃ আকবর হোসেন, আলহাজ্ব আবুল ফজল, খায়রুল হাসান, মহাসিন হালদার, শিক্ষক আলহাজ্ব মুজিবর রহমান, নলতা শরিফ শাহী জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ রংপুরী ও পেশ ইমাম আলহাজ্ব হাফেজ শামছুল হুদা, কেন্দ্রীয় মিশনের আজীবন সদস্য ও নলতা শরীফ প্রেসক্লাবের সভাপতি সহকারী অধ্যাপক মনিরুজ্জামান মহসিন, সখিপুর আহ্ছানীয়া মিশনের সিনিয়র সহ-সভাপতি মোখলেছুর রহমান মোখলেছ, সহ-সভাপতি আলহাজ্ব আনছার আলী, সহ-সভাপতি নুর মোহাম্মাদ, কার্যনির্বাহী সদস্য ও আইডিয়ালের পরিচালক ডাঃ নজরুল ইসলাম, সরদার আমজাদ হোসেন, মহিলা কলেজের অধ্যাক্ষ আবুল কালাম, কেবিএ কলেজের উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ, মহিলা কলেজের উপাধ্যক্ষ আব্দুর রহমান, দেবহাটা কলেজের অধ্যাপক হাফিজুর রহমান, আবুল হোসেন বকুল, আলহাজ্ব আব্দুল মজিদ, সাবেক মেম্বার এবাদুল ইসলাম, মিজানুর রহমান, কামরুল ইসলাম, রিয়াজুল মোল্যা, আব্দুল গফুর, সখিপুর মিশনের জমিদাতা সিরাজুজ্জামান ও রফিকুল ইসলামসহ বিভিন্ন মিশনের কর্মকর্তা, সদস্য ও বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। শুরুতে ফিতাকেটে ভবনের উদ্বোধন করেন নলতা পাক রওজা শরিফের খাদেম আলহাজ্ব মৌলভী আনছার উদ্দীন আহমেদ। উদ্বোধন শেষে মিলাদ শরীফ পরিচালনা করেন নলতা শরিফ শাহী জামে মসজিদের পেশ ইমাম আলহাজ্ব হাফেজ শামছুল হুদা এবং দোয়া মোনাজাত পরিচালনা করেন খতিব আলহাজ্ব মাওলানা আবু সাঈদ রংপুরী। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সখিপুর শাখা মিশনের সাধারণ সম্পাদক প্রভাষক আবু তালেব। এদিকে, রাতে সখিপুর শাখা মিশনের পক্ষ থেকে পবিত্র ঈদে মিলাদুন্নাবী(সঃ) উদ্যাপন উপলক্ষে ওয়াজ মাফিলের আয়োজন করা হয়।

দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ জন আটক : বিভিন্ন মেয়াদে সাজা প্রদান
দেবহাটা থানা পুলিশের বিশেষ অভিযানে ৬ জন আটক করে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন মেয়াদের সাজা প্রদান করা হয়ছে। থানা সূত্রে জানায়, গত ৬ডিসেম্বর সকাল হতে গভীর রাত্র পর্যন্ত দেবহাটার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে আটক করতে সক্ষম হয়। থানার সেকেন্ড অফিসার এসআই ইয়ামিন আলী, এএসআই আল-আমিন ও কায়সার যৌর্থ অভিযান চালিয়ে শিমুলিয়া গ্রামের মৃত.আহছানউল্লাহ পুত্র রবিউল ইসলামকে ১০ পুরিয়া গাঁজাসহ আটক করে ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ৬ মাসের কারাদন্ড প্রদান এবং একই সাথে চাঁদপুর গ্রামের আজিজার রহমানের পুত্র গোলাম রসুলকে গাঁজা সেবনের অপরাধে ১৫শত টাকা জরিমানা প্রদান করা হয়েছে। এদিকে থানার এসআই মাজরিহার নেতৃত্বে এএসআই এমাইদুল, এএসআই সামিম হোসেন, এএসআই আমাজাদ হোসেন ও সদস্য জিয়া যৌর্থ অভিযান চালিয়ে কুলিয়াসহ বিভিন্ন এলাকা থেকে ৩ জনকে আটক করে। আটককৃতদের হলেন, সাতক্ষীরা সদর উপজেলার শ্রীরামপুর গ্রামের আব্দুল হামিদের পুত্র হাফিজুল ইসলামকে ১০ গ্রাম গাঁজাসহ আটক করে মোবাইল কোর্টে ৬ মাসের সাজা, সদরের বাঁকাল এলাকার জয়নাল আবেদিনের পুত্র মিলন শেখকে ৫০ গ্রাম গাঁজাসহ আটক করে ৮ মাসের সাজা, দেবহাটার রতেœশ্বরপুর গ্রামের রুহুল আমিনের পুত্র আরিফুল ইসলামকে ১০ গ্রাম গাঁজা সহ আটক করে ৭ মাসের কারাদন্ড প্রদান করা হয়েছে। অপর আরেক অভিযানে এএসআই মাসুদ অভিযান চালিয়ে সাতক্ষীরার কামালনগর এলাকার খলিল বিশ্বাসের পুত্র মাদকসেবী মাহফুজ আটক করে ভ্রাম্যমাণ আদালতে ২শত টাকা জরিমান প্রদান করা হয়েছে।

নারী নির্যাতন প্রতিরোধে সখিপুরে মানববন্ধন
দেবহাটার সখিপুরে নারী নির্যাতন প্রতিরোধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১২টায় সখিপুর পল্লী সমাজের আয়োজনে বেসরকারী সংস্থা ব্রাকের নারীর ক্ষমতায়ন কর্মসূচির সহযোগীতায় সখিপুর মোড়ে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে ব্রাকের নারীর ক্ষমতায়ন প্রকল্পের উপজেলা ম্যানেজার ফয়জুল্লাহ’র সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন সখিপুর ইউনিয়নের ৩নং ওয়ার্ড ইউপি সদস্য পরিতোষ বিশ্বাস। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ১নং ওয়ার্ড ইউপি সদস্য মোখলেছুর রহমান মোখলেস, ৫নং ওয়ার্ড সদস্য জগন্নাথ মন্ডলসহ স্থানীয় নারী নেত্রীরা। এসময় বক্তরা বলেন, সামাজিক সূচকে বাংলাদেশের বিস্ময়কর সাফল্যের পেছনে নারীর অগ্রগতি বড় ভূমিকা রেখে চলেছে। তাই নারীর প্রতি প্রায় সব ধরনের সহিংসতা প্রতিরোধ করতে হবে। কিন্তু সমাজের দরিদ্র নারীরা সচ্ছল নারীদের থেকে বেশি সহিংসতার শিকার হচ্ছেন। আর নারী নির্যাতনকারীদের ৮৮ শতাংশই পুরুষ। নারীরা নির্যাতনের শিকার হয়েও কিংবা চোখের সামনে নির্যাতন দেখলেও প্রায় সবাই মেনে নিচ্ছে। দুর্বল আইনের শাসনই এর মূল কারণ। নারী নির্যাতন প্রতিরোধে নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন ও শিক্ষা বাড়াতে হবে, যাতে করে নারীর আত্মসম্মান বাড়ে এবং নিজের অধিকারটা বুঝতে পারে। তবে সবার আগে প্রয়োজন সমাজের সার্বিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন। নারীর প্রতি সহিংসতার বিরুদ্ধে গণআন্দোলন জোরদার করতে হবে। সেইসঙ্গে নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার হতে হবে। ২০০০ সালের নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৩ সালে সংশোধন করা হলেও অনেক সীমাবদ্ধতা রয়ে গেছে। সীমাবদ্ধতাগুলো দূর করে আইনটিকে আরো যুগোপযোগী করতে হবে। কর্মক্ষেত্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে নারীদের উত্ত্যক্তকরণ প্রতিরোধে আরো একটি আইন প্রণয়নে এগিয়ে আসার জন্য সংশ্লিষ্ট কর্তৃৃপক্ষের প্রতি বিনীত আবেদন জানাচ্ছি। এছাড়া নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে ন্যাশনাল হেল্প লাইন সেন্টার (হটলাইন ১০৯) কল করে যে কোন সেবা পাওয়া যাবে বলেও জাননো হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • দেবহাটায় বন্ধু কল্যান থ্রী হুইলার সমিতির মাসিক সভা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • দেবহাটায় ভ্যান চালক ও তার পরিবারকে মারপিটের অভিযোগ
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • দেবহাটায় সড়ক দূর্ঘটনায় মোটরসাইকেল চালক মর্মান্তিক আহত
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • দেবহাটায় জমি-জায়গা নিয়ে ব্যবসায়ীকে মিথ্যা হয়রানির অভিযোগ
  • ‘ক্লিন সাতক্ষীরা, গ্রীন সাতক্ষীরা’র যাত্রা শুরু : জেলা প্রশাসকের সংবাদ সম্মেলন
  • দেবহাটায় খাল থেকে যুবতীর লাশ উদ্ধার
  • ‘সকলে সচেতন হলে ডেঙ্গু প্রতিরোধ সম্ভব’ : দেবহাটার ইউএনও সাজিয়া আফরিন