সোমবার, জানুয়ারি ২০, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ছানি অপারেশনের পর ২০ রোগীর চোখ নষ্ট: ঢাকা থেকে যাচ্ছে বিশেষজ্ঞ দল

চুয়াডাঙ্গায় একটি বেসরকারি হাসপাতালে ছানি অপারেশনের পর ২০ জনের চোখ নষ্টের ঘটনা তদন্তে এবার দল পাঠাচ্ছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

সোমবার এই দলটি জেলা শহরের ওই হাসপাতালে যাবে বলে নিশ্চিত করেছেন চুয়াডাঙ্গার সিভিল সার্জন খায়রুল আলম। তিনি বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে আলাদা আরেকটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে বলে ফোনে আমাকে জানানো হয়েছে। ওই তদন্ত টিমের সদস্যদের আজ ঢাকা থেকে চুয়াডাঙ্গায় আসার কথা রয়েছে।’

জেলা শহরের কেদারগঞ্জ পাড়ায় ইম্প্যাক্ট মাসুদুল হক মেমোরিয়াল কমিউনিটি হেল্থ সেন্টারে গত ৫ মার্চ ২৪ রোগীর চোখে ছানি অপারেশন করা হয়। অপারেশনের পর তীব্র যন্ত্রণায় কাতর হয়ে পড়েন রোগীরা।

এদের মধ্যে ২০ নারী-পুরুষের চোখে সংক্রমণ দেখা যায়। পওে আক্রান্ত চোখগুলো অস্ত্রোপচারের মাধ্যমে ঢাকার ইসলামিয়া চক্ষু হাসপাতাল থেকে তুলে ফেলতে হয়।

ওরাবুলু নামের ব্যবহৃত একটি ওষুধের ব্যাকটেরিয়া থেকে এই ঘটনা ঘটেছে বলে হাসপাতাল কর্তপক্ষের দাবি।

ঘটনাটি জানাজানি হলে বৃহস্পতিবার সিভিল সার্জন চুয়াডাঙ্গা সদর হাসপাতালের চক্ষু কনসালটেন্ট শফিউজ্জামান সুমনকে প্রধান করে তিন সদস্যের কমিটি গঠন করেন। কমিটির অন্য দুই সদস্য হলেন সদর হাসপাতালের মেডিসিন কনসালটেন্ট আবুল হোসেন ও সার্জারি কনসালটেন্ট তারিক হাসান শাহিন।

এই কমিটিকে ২ এপ্রিলের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছিল। তবে সেটি হচ্ছে না।

কমিটি অস্ত্রোপচাওে ব্যবহার হওয়া ওষুধ ও অন্যান্য নমুনা সংগ্রহ করেছে। ক্ষতিগ্রস্তদেও সঙ্গে কথা বলে তারা নষ্ট হওয়া চোখের বিভিন্ন আলামতও সংগ্রহ করেছে। এসব নমুনা সংগ্রহ করে সোমবার ঢাকায় পাঠানো হবে।

তদন্ত কমিটির প্রধান শফিকুজ্জামান সুমন বলেন, ‘আমরা অস্ত্রপচারের সময় দায়িত্ব পালনকারী চিকিৎসক ও নার্সদের সাথেও কথা বলেছি। এছাড়া অপারেশনের পর ইনফেকশের কারণে যে ২০ জন রোগীর চোখ নষ্ট হয়েছে তাদের নষ্ট হওয়া চোখের ছবি, আলামত ও নমুনা সংগ্রহ করা হয়েছে।’

‘এসব সংগ্রহ করা আলামত ঢাকাতে পাঠিয়ে পরীক্ষা-নিরীক্ষার পর বলা যাবে কেন এবং কী কারণে এক সাথে এতো রোগীর চোখ নষ্ট হয়েছে। আর এ কারণে সোমবার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার কথা থাকলেও তা সম্ভব হবে না। এ জন্য সিভিল সার্জনের কাছে আরো দুই তিন দিনের সময় আবেদন করা হবে।’

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

এনামুল-সম্রাটসহ ৪ জনের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ

ক্যাসিনো ব্যবসার সঙ্গে সম্পৃক্ততা ও অবৈধ অর্থ লেনদেনের অভিযোগে সংসদবিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

  • নড়াইলে শিশু মহিমা খুন ।। দাদা-দাদিসহ ৮জনের বিরুদ্ধে মামলা
  • টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী
  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • নড়াইলে ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এসপি জসিম উদ্দিন
  • এবার বাংলাদেশেও ভাঙল প্রচলিত নিয়ম, যাত্রী নিয়ে বিয়ে করতে বরের বাড়িতে কনে!
  • তবু নড়াইলের দিপালী’র মুক্তিযোদ্ধার স্বীকৃতি মেলেনি! মৃত্যুর পরে রাষ্ট্রীয় মর্যাদার প্রত্যাশা
  • আইনজীবীদের সঙ্গে সাক্ষাৎ করতে সুপ্রিম কোর্টে মিন্নি
  • ইউপি নির্বাচন : চেয়ারম্যান-মেম্বারদের শিক্ষাগত যোগ্যতার বিষয়টি ‘গুজব’
  • পিরোজপুরের মঠবাড়িয়ায় এক প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়মের অভিযোগ
  • নড়াইলে ইয়াবাসহ ইউএনও অফিসের সহায়ক গ্রেফতার
  • নড়াইলে ভাইস চেয়ারম্যানের জামিন ও রিমান্ড না মঞ্জুর
  • ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা…