রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর.......

কালীগঞ্জে চেয়ারম্যান মোশারাফের কবর জিয়ারত করলেন সাবেক মন্ত্রী

কালীগঞ্জে দুর্বৃত্তের গুলিতে নিহত কৃষ্ণনগর ইউপি চেয়ারম্যান কেএম মোশারাফ হোসেনের কবর জিয়ারত ও বাড়িতে গেলেন জাতীয় পার্টির (জাপা) একটি প্রতিনিধি দল। বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে জাপার চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নির্দেশনায় তার তথ্য বিষয়ক উপদেষ্টা ও সাবেক মন্ত্রী সৈয়দ দিদার বখত নেতাকর্মীদের নিয়ে সেখানে যান। সৈয়দ দিদার বখত এসময়ে বলেন, আমরা এই নৃশংস হত্যার নিন্দা ও প্রতিবাদ জানাই। হত্যাকারীরা ইতিমধ্যে শনাক্ত হয়েছে, অনেকে গ্রেফতারও হয়েছে। দ্রুত সকল হত্যাকারী ও হত্যার পরিকল্পনাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। নিহতের স্ত্রী ও কন্যারা হত্যাকা-ের বর্ণনা দেনন এবং দ্রুত হত্যাকারীদের গ্রেফতার ও শাস্তির দাবি করেন। বর্তমানে তারা নিরাপত্তা হীনতায় ভুগছেন বলে জানান। এসময় উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জাতীয় পাটির সভাপতি শেখ আজহারুল ইসলাম, সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশু,সিনিয়ার সহ সভাপতি নুরুল ইসলাম, নজরুল ইসলাম, যুগ্ম সম্পাদক শেখ খালেদুর রহমান, সদর উপজেলা জাপা’র সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ, কালিগঞ্জ সভাপতি সাবেক চেয়ারম্যান মাহবুবর রহমান, সাধারন সম্পাদক আনছার আলী, সাংগঠনিক সম্পাদক শেখ সাদিকুর রহমান, এনজিও বিষয়ক সম্পাদক এসএম আহম্মাদ উল্যাহ বাচ্ছু, জেলা যুব সংহতির সভাপতি শাখাওয়াতুল করিম পিটুল, শ্যামনগর উপজেলা সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, বিষ্ণুপুর জাতীয় পাটির সভাপতি মাষ্টার আব্দুস সালাম প্রমুখ।

কালিগঞ্জ বজ্রপাতে ১ স্কুল ছাত্রী নিহত
কালিগঞ্জ উপজেলার চম্পাফুল বাজার এলাকায় বজ্রপাতে ৮ম শ্রেণীর স্কুল ছাত্রী নিহত হয়েছে। আহত হয়েছে একই ক্লাসের আরো তিন স্কুল ছাত্রী। নিহতের নাম বিলকীস খাতুন (১৪)। সে কালিগঞ্জের সাইহাটি গ্রামের বিল্লাল খার মেয়ে। আহতরা হলো- চম্পাফুল গ্রামের আকবর শেখের মেয়ে ময়না (১৪), বালাপোতা গ্রামের রহিম শেখের মেয়ে রুবিনা (১৩) ও একই উপজেলার তেঁতুলিয়া গ্রামের হায়দার আলীর মেয়ে সাথি (১৪)। এরা সবাই চম্পাফুল হাইস্কুলের ৮ম শ্রেণীর ছাত্রী। কালিগঞ্জ থানার ওসি হাসান হাফিজুর রহমান ঘটনা নিশ্চিত করে জানান, আজ বুধবার বিকেল সাড়ে ৪ টার দিকে তারা চার বান্ধবী একসাথে স্কুলে প্রাইভেট পড়তে যাচ্ছিলো। তারা চম্পাফুল বাজার এলাকায় পৌঁছালে বিকট শব্দে বজ্রপাত ঘটে। এতে ৪ জন আহত হয়। স্থানীয় লোকজন তাদেরকে উদ্ধার করে পার্শ্ববর্তী আশাশুনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক বিলকীস খাতুনকে মৃত ঘোষণা করেন। বাকী তিন জনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে সাতক্ষীরা সদর হাসপাতালে স্থান্তর হয়েছে। তাদের অবস্থাও আশংকাজনক বলে জানাগেছে।

সাতক্ষীরা -৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশীদের মধ্যে মনোনয়ন দৌড়ে এবং গনসংযোগে বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ আতাউর রহমান এগিয়ে

শ্যামনগর উপজেলার কৈখালি ইউনিয়নে ভেড়ার হাট বাজার প্রাঙ্গনে কৈখালি ইউনিয়ন মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের আয়োজনে ১২ সেপ্টেম্বর সন্ধ্যা ৬ টায় সাতক্ষীরা ৪ আসনে আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বীর মুক্তিযোদ্ধা আলহাজ¦ শেখ আতাউর রহমান এর পক্ষ থেকে গনসংযোগ ও হাজার বছরের শ্রেষ্ঠ বাঙ্গালী, জাতির জনক বঙ্গবন্ধু‘র কন্য, গনতন্ত্রের মানষ কন্যা জননেত্রী শেখ হাসিনা সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড, দুর্নীতি, মাদক, সন্ত্রাস, জঙ্গীবাদ এবং মানবতা বিরোধী বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়। নৈকাটি গ্রামের বীর মুক্তিযোদ্ধা শেখ হযরত আলীর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা শেখ মনির আহম্মেদ, কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক আহবায়ক খান জাহিদুল ইসলমা বাবু, শ্যামনগর উপজেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সহ-সভাপতি শেখ গোলাম কিবরিয়া, আওয়ামীলীগ নেতা এ্যাডঃ শেখ আব্দুস সত্তার, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সাবেক সদস্য সচিব মঞ্জরুল কবির মিঠু, কালিগঞ্জ থানা আওয়ামীলীগের কাউন্সিলার আব্দুর রাশেদ, আবুল কালাম আজাদ প্রমুখ। গন সমাবেশে বক্তারা বলেন দেশের উন্নয়ন অগ্রযাত্রার অববাহিকা বজায় রাখতে হলে পুনরায় নৌকা প্রতিকে ভোর্ট দেওয়ার জন্য আহবান কারা হয়। সমাবেশ শেষে সরকারের উন্নয়ন মূলক কর্মকান্ড তুলে ধরে আলহাজ¦ শেখ আতাউর রহমানের পক্ষ থেকে ভেড়ার হাট বাজারে সকল জনসাধাররে মাঝে লিপলেট বিতরন করা হয় এবং শেখ হাসিনার উন্নয়ন প্রামান্য চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধু‘র ৭-ই মার্চের ঐতিহাসিক ভাষন ও মুক্তিযোদ্ধা ভিত্তিক টেলিফিল্ম প্রদর্শন করা হয়। এলকার শত শত সাধারন মানুষ এটা মুগ্ধ হয়ে উপভোগ করেন। গনসংযোগ ও বিশাল সমাবেশে ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্য-সদস্যা, এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ, ব্যবসায়ী ও সুধিবৃন্দ উপস্থিত ছিলেন।

কালিগঞ্জে মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ে দক্ষতা ভিত্তিক শিক্ষা অধিবেশনর শিখন বিনিময় ও কোর্স সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত
গত মঙ্গলবার ১১ ই সেপ্টেম্বর, ২০১৮ ইং তারিখ বেলা ০১.০০ ঘটিকায় জে-ার কম্পোনেণ্ট সুশীলনের বাস্তবায়নে ইউএসআইডি’র খাদ্য নিরাপত্তা উন্নয়ন কার্যক্রম-নবযাত্রা প্রকল্পের অর্থায়নে এবং মোজাহার মেমোরিয়াল মাধ্যমিক বিদ্যালয়ের সহযোগিতায় উক্ত বিদ্যালয়ে “জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা অধিবেশনের শিখন বিনিময় ও কোর্স সমাপনী অনুষ্ঠান” এর আয়োজন করা হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন, অত্র বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক জনাব আব্দুর রাশেদ খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা অধিবেশনের মনিটরিং দলের সদস্য জনাব মোঃ সাইফুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী শিক্ষকগন সহ ভিডিসির সভাপতি, সিপিসি সদস্য, ইমাম, পুরোহীত, স্থানীয়নেতা ও সমাজসেবক, অন্যান্য কম্পোনেণ্ট এর প্রতিনিধিগণ, এনজিও প্রতিনিধি, অভিভাবকগন এবং নবযাত্রা প্রকল্পের জে-ার অর্গানাইজার মোঃ আল আমিন, ফ্যাসিলিটেটরসহ বিদ্যালয়ের প্রশিক্ষানার্থীরা।

অনুষ্ঠানে ছাত্র-ছাত্রী, শিক্ষকবৃন্দ এবং আমন্ত্রিত অতিথিরা জীবন দক্ষতাভিত্তিক শিক্ষা অধিবেশনের ২৪ টি সেশনের শিখন ও ব্যক্তিগত জীবনে চর্চার অভিজ্ঞতা বিনিময় করেন। অভিজ্ঞতা বিনিময় শেষে অতিথিবৃন্দ সফলভাবে প্রশিক্ষণ সমাপ্তকারী ছাত্র-ছাত্রীদের মাঝে সনদ বিতরণ করেন। প্রধান অতিথি কিশোর-কিশোরিদের উদ্দেশ্যে বলেন তোমরা সকলেই সৌভাগ্যবান যে তোমরা আজকে জীবন দক্ষতা সম্পর্কে অনেক জানতে পেরেছ এবং এই বিষয় গুলি তোমাদের মধ্যে সীমাবদ্ধ না রেখে সকলের মাঝে বিলিয়েদিতে হবে তাহলে এই প্রশিক্ষণের সফলতা বজায় থাকবে অতঃপরতিনিবাল্য বিবাহের কুফল ও প্রতিরোধের করণীয় বিষয়ে আলোচনা করেন। সভাপতিছাত্র-ছাত্রীদের জীবন দক্ষতা বিষয়ক প্রশিক্ষণের অধিবেশন জীবন দক্ষতা, আত্মসচেতনা, সমঝোতা, আবেগ দমন, মাদকা শক্তি ও পুষ্টিনিয়ে সংক্ষেপে আলোচনা করেন। অতঃপর বাল্যবিবাহ প্রতিরোধে ছাত্র-ছাত্রী ও শিক্ষকদের ভূমিকা বিষয়ে আলোচনা করেন। সর্ব শেষে এই বিদ্যালয়ে প্রশিক্ষণের সুযোগ দেওয়ার জন্য নবযাত্রা প্রকল্পকে বিদ্যালয়েরপক্ষ থেকে আন্তরিকধন্যবাদ জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করেন।

কালিগঞ্জ উপজলায় নবযাত্রা’র আয়োজনে গণসচেতনতা তৈরীতে কমিউনিটি থিয়েটার “অদম্য লতা” অনুষ্ঠিত
আমেরিকান সরকারের আন্তজার্তিক উন্নয়ন সংস্থা (ইউএসএআইডি) এর ফুড ফর পিস (টাইটেল-২) খাদ্য সহায়তা কার্যক্রমের অর্থায়নে ‘নবযাত্রা’ একটি পাঁচ বছর মেয়াদী প্রকল্প; যা ২০১৫ সালের সেপ্টেম্বরে শুরু হয়েছে এবং ২০২০ সালের সেপ্টেম্বরে শেষ হবে। ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর নেতৃত্বে নবযাত্রা প্রকল্প অংশীদারিত্বের ভিত্তিতে ওয়ার্ল্ড ফুড প্রোগ্রাম, উইনরক ইন্টারন্যাশনাল এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় বাস্তবায়িত হচ্ছে। প্রকল্পটি বাংলাদেশের দক্ষিণ পশ্চিম উপকূলীয় খুলনা জেলার দাকোপ ও কয়রা এবং সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলার ৮,৫৬,১১৬ জন উপকারভোগীর জন্য বাস্তবায়িত হচ্ছে। স্থানীয় বেসরকারি সংস্থা (এনজিও), সুশীলন নবযাত্রা কর্মসূচীর সুশাসন ও সামাজিক দায়বদ্ধতা, জেন্ডার, এবং গ্র্যাজুয়েশন কার্যক্রমের সঞ্চয়ী দল সম্পর্কিত কার্যাবলী বাস্তবায়ন করছে।

ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সুশীলন’র সাথে সাতক্ষীরা জেলার কালিগঞ্জ ও শ্যামনগর উপজেলায় সরকারি ও বেসরকারি সংস্থা সমুহের সাথে এলাকার উন্নয়নে কাজ কওে আসছে। স্থানীয় সরকারি-বেসরকারি সংস্থার সাথে নবযাত্রা প্রকল্পের কাজকে সমন্বয় করার লক্ষ্যে এবং বাল্যবিবাহ ও কৈশরকালীন গর্ভধারণ প্রতিরোধ, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ এবং প্রান্তিক যুব জনগোষ্ঠির বাস্তবভিত্তিক প্রয়োজন, সুযোগ ও চ্যালেঞ্জ বিষয়ে একসাথে কাজ করার জন্য জেলা প্রশাসন, মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর, সমাজ সেবা অধিদপ্তর এবং জেলা ও উপজেলা পর্যায়ে সরকারি বিভিন্ন দপ্তরের ও বেসরকারি সংস্থাদের সাথে সমন্বয়ের মাধ্যমে একসাথে কাজ করে যাচ্ছে। তারই অংশ হিসেবে কালিগঞ্জ উপজেলায় ১২ সেপ্টেম্বর, ২০১৮ ইং তারিখে নবযাত্রা’র আয়োজনে কালিগঞ্জ উপজেলা পরিষদ চত্ত্বরে ‘১৮’র আগে বিয়ে নয়’ প্রতিপাদ্য বিষয়টি সামনে রেখে গণসচেতনতা তৈরীতে কমিউনিটি থিয়েটার “অদম্য লতা” প্রদর্শন করা হয়। উক্ত অনুষ্ঠানে উপজেলা পরিষদেও চেয়ারম্যান, সরকারী কর্মকর্তাবৃন্দ, কালিগঞ্জ উপজেলার ১২ টি ইউনিয়নের প্রায় ৩৫০ শতাধিক গ্রাম উন্নয়ন কমিটি’র প্রতিনিধিবর্গ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাদের প্রতিনিধিবৃন্দ, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী, বাল্য বিয়ে এবং নারীর অধিকার নিয়ে কাজ করে এমন সমাজসেবক, জাতীয় এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিবৃন্দ, নবযাত্রার প্রতিনিধিবৃন্দ, পারিবারিক বিরোধ নিরোসন নারী ও শিশু কল্যান কমিটির সদস্যবৃন্দ, ইনফ্লুয়েন্সিয়াল গ্রুপের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।

নাটকটিতে বাল্য ইভ টিজিং, বিবাহ সংঘটিত হওয়ার কারণ, বাল্য বিবাহ হলে করনীয় ও বাল্য বিবাহ রোধে কোন কোন দপ্তর দায়িত্বশীল ব্যক্তি হিসেবে কাজ করবে সে বার্তাগুলো দর্শকদেরকে অবহিত করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে

সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন

সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার

সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন

  • কালিগঞ্জের স্কুলছাত্রী ধর্ষণ মামলার আসামি ঢাকায় গ্রেফতার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ৩৭, গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জে স্কুলছাত্রীর রহস্যজনক মৃত্যু!
  • সাতক্ষীরায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা ফুটবল টুর্নামেন্টের সমাপনী ও পুরস্কার বিতরণ
  • কালিগঞ্জের দক্ষিণশ্রীপুরে ৯নং ওয়ার্ডকে স্বাস্থ্যসম্মত ঘোষনা
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ২৪ ।। ইয়াবা, ফেন্সিডিল, গাঁজা উদ্ধার
  • সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ইয়াবা-ফেন্সিডিল উদ্ধার
  • পরিশ্রম আর ইচ্ছাশক্তিতে গ্যারেজে কাজে করে পড়ালেখা কলারোয়ার মোশাররফের
  • কালিগঞ্জে ইউএনও’র বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • সাতক্ষীরায় জেলা ব্যাপী গ্রেফতার ১৯ ।। ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
  • কালিগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তার বদলীর আদেশ স্থগিতের দাবীতে মানববন্ধন
  • কালীগঞ্জে ভূমিহীনদের সমাবেশ