৫ বছরেও সংস্কার হয়নি
চরখালী-পাথরঘাটা আঞ্চলিক মহাসড়কের মঠবাড়িয়া পৌরসভার অংশের কাজ
পিরোজপুরের চরখালী – পাথরঘাটা আন্ঞ্চলিক মহাসড়কের কাজ শুরু হয় ২০১৫ সালে।দক্ষিনান্ঞ্চলের ১২টি জেলার মানুষের চলাচলের গুরুত্বপূর্ন এ সড়কটি প্রশস্তকরণসহ নির্মানের জন্য বরাদ্দ হয় ১১০ কোটি টাকা।মাননীয় প্রধানমন্ত্রী সুদৃষ্টি দেওয়ায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় এতদন্ঞ্চলের মানুষ।কিন্তু ঠিকাদার প্রতিষ্ঠানের কাজের ধীর গতিতে সৃষ্টি হয় জনদূর্ভোগ।
জানা গেছে,চরখালী-পাথরঘাটা ৬০ কি.মি. আন্ঞ্চলিক মহাসড়কের কাজটি পায় তমা এন্টারপ্রাইজ,রানা ওয়েস্টার পিটিএসএল,বিল্ডার্স মাহফুজ খাঁন- মুজাহার নামে ৪টি ঠিকাদারী প্রতিষ্ঠান।অনেকেই মনে করেছিল সংশ্লিষ্ট ঠিকাদারগন মঠবাড়িয়া পৌরসভার অংশের কাজ আগেভাগে সম্পন্ন করবেন।কিন্তু এ ধারনা সঠিক না হওয়ায় হতাশা এবং দূর্ভোগ পোহাচ্ছেন এলাকাবাসী।
·এলাকিবাসীর অভিযোগ,পৌর শহরে বৃষ্টি হলেই কাদা পানি জমে যায়।প্রতিদিন হাজার হাজার লোকের সমাগম হলেও জনসাধারণের জন্য নেই পর্যাপ্ত কোন সুযোগ সুবিধা।”
বাজারের ব্যবসায়ীরা জানান,বর্ষার মৌসুমে রাস্তা দিয়ে বড় কোন গাড়ি গেলেই কাদা ছিটকে দোকানের মালামাল নষ্ট হয়ে যাচ্ছে।এ বিষয়ে ব্যবসায়ীরা বারবার পৌর কতৃপক্ষকে বলেও কোন সমাধান পাওয়া যায় নি বলে অভিযোগ করেন একাধিক ব্যবসায়ী।
এ ব্যাপারে মঠবাড়িয়া পৌরসভার সচিব হারুন অর রশীদ জানান,”চরখালী – পাথরঘাটা আন্ঞ্চলিক মহাসড়কটির ৩ কি.মি.অংশ পৌরশহরের মধ্যে থাকলেও এর দায়- দায়িত্ব সড়ক ও জনপথ বিভাগের।অসম্পন্ন অংশ কবে কিভাবে হবে তা আমার জানা নেই।”
চরখালী – পাথরঘাটা আন্ঞ্চলিক মহাসড়কের দায়িত্বপ্রাপ্ত ইন্জিনিয়ার আলী আকবর জানান,রাস্তার ডিজাইন পরিবর্তন হওয়ায় কাজ সম্পন্ন হতে একটু বিলম্ব হচ্ছে।মঠবাড়িয়া পৌরসভার অংশের কাজ ঈদুল আজহার (১২/০৮/২০১৯ ইং) পরেই হেভি ডিজাইনে শুরু হবে।”
মুক্তিযোদ্ধা মুজিবুল হক মজনু জানান,”ডিজাইন পরিবর্তনের নামে কাজ ফেলে রাখাটাও একটা অনিয়ম।চলমান গতি কাজ সম্পন্ন হলে জনদূর্ভোগ সৃষ্টি হতো না।”
এ ব্যাপারে নির্বাহী প্রকৌশলী, স ও জ,সড়ক বিভাগ ,পিরোজপুর মাসুদ মাহমুদ সুমনের (০১৭৩৬৮৭২৭৪৩)মোবাইল ফোন বন্ধ থাকায় যোগাযোগ করা সম্ভব হয় নি।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
ঢাবিতে ভর্তিচ্ছুদের সহায়তায় বাগেরহাট জেলা
গত ১৩ তারিখ অনুষ্ঠিত ‘গ’ ইউনিট ভর্তি পরীক্ষায় ঝিরিঝিরি বৃষ্টিতেবিস্তারিত পড়ুন
এমটিসি গ্লোবাল একাডেমিক লিডারশীপ অ্যাওয়ার্ড পেলেন এনইউবিটি খুলনার উপাচার্য
নর্দান ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজি খুলনা-এর উপাচার্য প্রফেসর ড.বিস্তারিত পড়ুন