বুধবার, জানুয়ারি ২২, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ঘুষ না দেয়ায় হলো না পাসপোর্ট, ভোগান্তিতে শার্শার শহীদ মুক্তিযোদ্ধার সন্তান

‘যশোর পাসপোর্ট অফিসে দালাল ও ঘুষ ছাড়া কাজ হয় না’- এমন অভিযোগ জানালেন যশোরের শার্শা উপজেলার গোগা গ্রামের শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান শ্রী সব্যসাচী চৌধুরী। গোগা বাজারের ছোট মুদি দোকানদার সব্যসাচীর বয়স এখন ৫০ ছাড়িয়েছে।

সব্যসাচীর বাবা স্বর্গীয় ভবানীপ্রসাদ চৌধুরী ১৯৭১ সালে খাঁনসেনাদের গুলিতে শহীদ হন। তার বাড়ীতেই স্ত্রী-পুত্রের সামনে গুলি করে তাকে হত্যা করে খাঁনসেনারা। এর পরপরই সব্যসাচীর ভাইয়েরা তার মা’কে নিয়ে ভারতের কলকাতায় চলে যায় এবং সেখানেই বসবাস শুরু করেন।
তবে সব্যসাচী মাতৃভূমি বাংলাদেশ ছেড়ে কোথাও যান নি। সেই সব্যসাচী তার বৃদ্ধ মাকে দেখার জন্য পাসপোর্ট করার লক্ষ্যে অতি সম্প্রতি যান যশোর পাসপোর্ট অফিসে। পাসপোর্ট অফিসের দেয়ালে লেখা দুর্নীতি-ঘুষ বিরোধী বিভিন্ন নীতি কথা দেখে মনটা ভরে যায় তারঁ।

কিন্তু নীতি কথা যে শুধু নীতিবাক্যের মধ্যে সীমাবদ্ধ সেটা বুঝলেন যশোর পাসপোর্ট অফিসে গিয়ে। দুঃখ-কষ্ট পান তখন, যখন পাসপোর্টের আবেদন ফরম জমা নিতে ১৫০০ টাকা চেয়ে বসেন অফিসের জমা গ্রহনকারীরা। এর আগে সব্যসাচী সোনালী ব্যাংক যশোর কর্পোরেট শাখায় ৩৪৫৫ টাকা জমা দিয়ে ব্যাংক রশীদ নিয়ে যান সেখানে যার রশীদ নং৭৩৩৫০৭, তাং-০৫-০২-২০১৮। পাসপোর্ট অফিসে অনৈতিকভাবে চাওয়া ১৫০০টাকা না দিতে পারায় আবেদন ফরম জমা নেয়নি পাসপোর্ট অফিস। অনেক অনুনয়-বিনয়-অনুরোধ করেও কোন কাজ হলো না তাঁর। ব্যাংক থেকেও টাকা ফেরৎ-এর কোন নিয়ম না থাকায় সবই যেনো তাঁর গচ্যা গেলো। পাসপোর্ট অফিসে “ঘুষ” দেয়ার ১৫০০ টাকা তার কাছে ‘অতিরিক্ত’ না থাকায় কাঁদতে কাঁদতে বাড়ি ফিরতে হয় সব্যসাচীকে।

৯০ উর্দ্ধো বয়সের মা’কে আর দেখতে যাওয়া হলো না সব্যসাচীর।

কান্না জড়িত কন্ঠে শ্রী সব্যসাচী চৌধুরী ‘কলারোয়া নিউজ’কে জানান- ‘আগে বর্ডারে তেমন কড়াকড়ি না থাকায় বছরে অন্তত এক/দু’বার মা ও ভাইয়েদের টানে ভারতে যেতেন তিনি। কিন্তু গত কয়েক বছর ধরে বর্ডার কড়াকড়ি হওয়ায় আর যেতে পারছেন না। আর তাই পাসপোর্ট-ভিসার মাধ্যমে যাওয়ার জন্য তিনি যশোরে যান পাসপোর্ট করতে। তবে পাসপোর্ট অফিসের লাগামহীন দুর্নীতির কাছে মাথানত না করায় তার পাসপোর্টটি আর হলো না।’

তিনি আরো জানান- ‘দালাল দিয়ে ফরম পুরণ না করলে এবং ফরম জমা দেয়ার সময় অফিসে টাকা না দিলে সেই ফরম জমা নেয়া হয় না।হয়রানি করা হয় পাসপোর্ট করতে যাওয়া সাধারণ জনগনকে।’

তিনি এই বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়ার দাবি জানিয়েছেন ঊর্দ্ধতন কর্তৃপক্ষের কাছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা