খালেদাকে মাইনাস করে ২০১৯ সালের নির্বাচনের পাঁয়তারা চলছে : ফারুক
বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে মাইনাস করে আরও একটি ভোটারবিহীন নির্বাচনের পাঁয়তারা করছে সরকার বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা জয়নাল আবদিন ফারুক।
তিনি বলেন, রাষ্ট্রীয় সন্ত্রাসের জোরে দীর্ঘ ১০ বছর ধরে ক্ষমতায় রয়েছে সরকার। ২০০৮ সালে মঈন উদ্দীন-ফখরুদ্দীনের সহায়তায় নির্বাচনে বিএনপিকে ২৫টি আসন দিয়েছিল তারা, পরে ২০১৪ সালে তারা পুরো সংসদ দখল করে নেয়। সেই ষড়যন্ত্রের ধারাবাহিকতায় ২০১৯ সালের নির্বাচনে খালেদাকে মাইনাস করে আবারও ভোটারবিহীন নির্বাচনের ষড়যন্ত্র করছে সরকার। কিন্তু তাদের সেই ষড়যন্ত্র কখনও সফল হতে দেবে না দেশের জনগণ।
রবিবার (১৯ ফেব্রয়ারি) দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলন আয়োজিত এক মানববন্ধনে তিনি এসব কথা বলেন। নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবিতে মানববন্ধনটির আয়োজন করা হয়।
বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের প্রস্তাবকে সরকার ভয় পাচ্ছে মন্তব্য করে জয়নাল আবদিন ফারুক বলেন, আমরাও এখনও প্রস্তাব দিইনি অথচ এর আগেই আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলছেন, বিএনপির নির্বাচনকালীন সহায়ক সরকারের দাবি কখনও মেনে নেওয়া হবে না। তিনি ২০১৯ সালের নির্বাচনে ক্ষমতা কুক্ষিগত করে বিএনপিকে বাইরে রাখতেই এসব কথা বলছেন।
নির্বাচন কমিশন প্রসঙ্গে তিনি বলেন, আওয়ামী লীগ, ছাত্রলীগ, ও জনতার মঞ্চের নেতা নুরুল হুদাকে প্রধান নির্বাচন কমিশনার করা হয়েছে। তাকে দিয়ে সুষ্ঠু নির্বাচন হবে এটা শুধু বিএনপি নয়, দেশের কোটি মানুষের কেউ বিশ্বাস করে না।
দলীয় নেতাকর্মীদের উদ্দেশে বিএনপির এই নেতা বলেন, আমাদের আর ঘরে বসে থাকার সময় নেই। আমাদের পিঠ দেয়ালে ঠেকে গেছে, গণতান্ত্রিক অধিকার আদায়ে যে কোনও ত্যাগ স্বীকার করার জন্য আমাদেরকে প্রস্তুত থাকতে হবে।
আয়োজক সংগঠনের সভাপতি কে এম রকিবুল ইসলাম রিপনের সভাপতিত্বে মানববন্ধনে আরও বক্তব্য রাখেন, লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক এবিএম মোশাররফ হোসেন, গণশিক্ষা বিষয়ক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া, ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভূইয়া, এনডিপির প্রেসিডিয়াম সদস্য মঞ্জুর হোসেন ঈশা প্রমুখ।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
ট্রাম্পের হয়ে প্রচারণা চালানো মোদি’র তা ভারতের পররাষ্ট্রনীতির পরিপন্থী
২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনকে সামনে রেখে বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ডবিস্তারিত পড়ুন
ছাত্রদলের কাউন্সিল: ৮ভোটে হেরে গেলেন কেশবপুরের সেই শ্রাবণ
জাতীয়তাবাদী ছাত্রদলের কাউন্সিলে সভাপতি পদে মাত্র ৮ ভোটে হেরে গেছেনবিস্তারিত পড়ুন
ছাত্রদলের নতুন সভাপতি খোকন, সম্পাদক শ্যামল
কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে নতুন নেতৃত্ব পেল বিএনপির সহযোগী সংগঠন ছাত্রদল।বিস্তারিত পড়ুন