খানবাহাদুর আহছানউল্লা কলেজে জাতীয় বিশ্ববিদ্যালয়ের রজতজয়ন্তী পালিত
সারাদেশের ন্যায় একযোগে উৎসবমুখর পরিবেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৫বছর পূর্তিতে রজতজয়ন্তি পালিত হয়েছে।
শনিবার সকাল ১১টায় কলেজ চত্বর হতে বিশাল আনন্দ মিছিল বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে আলোচনা সভায় সমাবেত হয়।
পরে আলোচনা সভা ও কুইজ প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় কলেজের হিসাব বিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আকবর আলীর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন অধ্যক্ষ রিয়াজুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ আলহাজ্ব আব্দুল মজিদ।
বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক শেখ মিজানুর রহমান, কামিদুল হোসেন, শেখ হাবিবুল্লাহ, আকরাম হোসেন, শরিফুল ইসলাম, মনিরুজ্জামান মহসিন, ভিআরডিএফ প্রতিবন্ধী স্কুলের প্রধান শিক্ষক মুজাহিদুল ইসলাম প্রমূখ।
অনুষ্ঠানটি সঞ্চলনা করেন সাংবাদিক অধ্যাপক আবু তালেব।
পরে জাতীয় বিশ্ববিদ্যালয় সম্পর্কিত কুইজ প্রতিয়োগীতায় কলেজের বিভিন্ন বর্ষের ছাত্রছাত্রীরা অংশ নেয়। এতে বাংলা অনার্স বিভাগের ছাত্র আব্দুল কাদের প্রথম, বিজ্ঞান বিভাগের ছাত্র মাহবুবুর রহমান ২য় এবং মানবিক বিভাগের ছাত্রী জান্নাতুল ৩য় স্থান অধিকার লাভ করে।
দেবহাটার খেজুরবাড়ীয়া টানাবর্ষায় জলবদ্ধতার নিরসনে উপজেলা নির্বাহী কর্মকর্তা হস্তক্ষেপ কামনা
টানা দু”দিনের প্রবল বর্ষনে তলিয়ে গেছে দেবহাটা উপজেলার পারুলিয়া ইউনিয়নের খেজুরবাড়িয়া গ্রামটির নিন্মঞ্চল। স্থবির হয়ে পড়েছে জনজীবন। এর সাথে যোগ হয়েছে চরমদুর্ভোগ। গ্রামটির রাস্তা, পুকুর ও ফসলী জমি বৃষ্টির পানিতে ডুবে একাকার হয়েগেছে। বর্ষা মৌসুমে গ্রামটিতে বৃষ্টির পানি নিষ্কাশন নিয়ে একটি জটিল সমস্যা দেখা দেয়। গ্রামের পানি নিষ্কাশনের স্থানটিতে কিছু অসাধু ব্যক্তির বাধা সৃষ্টির ফলে মানুষের বাড়ীর উঠান ও ফসলী জমি প্লাবাহিত হচ্ছে। সরজমিনে দেখা গেছে, পূর্বের নিষ্কাশনের স্থানে মৃত. নছিমউদ্দীন মিস্ত্রির ছোট ছেলে আফসার উদ্দীন সরকারী জমি বিভিন্ন পন্থায় ভেড়ি বাঁধ ও গাছ লাগিয়ে ভোগ দখল করে আসছে। যার ফলে এই জলবদ্ধতার সৃষ্টি হয়েছে। এলাকাবাসী জানায়, ইতিপূর্বে জলবদ্ধতা নিরসনে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ ও দেবহাটা উপজেলা নির্বাহী কর্মকতার উপস্থিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় পানি নিষ্কাশন জন্য সকলেই অঙ্গিকারবদ্ধ হলেও আফসারের কৌশালে পানি নিষ্কাশন প্রকল্প স্থগিত হয়ে যায়। জলবদ্ধতায় যখন সাধারন মানুষ দিশেহারা তখনই অত্র গ্রামের সাবুর আলী পানি নিষ্কাশনের ব্যবস্থা না করে ব্যতিক্রমধর্মী পদক্ষেপ গ্রহন করেন। সেই সাথে উল্টো পথে পানি নিষ্কাশনের ব্যবস্থা করলে পাশ্ববর্তী হাসিনাসহ অনেকের বাসতঘর, রান্নাঘর ও সবজি ক্ষেত পানিতে তলিয়ে যায়। এমন অবস্থায় ক্ষতি সাধিত ভূক্তভোগীদের দাবী গ্রামটির পানি যাতে নির্দিষ্ট স্থান দিয়ে নিষ্কাশন কারা হয়। সেই সাথে খেজুরবাড়িয়া গ্রামের জলাবদ্ধতা দুরকরণ করতে সঠিক ব্যবস্থা নিতে উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ উদ্ধতন কর্তৃপক্ষের আশু হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
‘ভূয়া’ সংবাদিকদের দৌরাত্মে সাধারণ মানুষ ভোগান্তিতে
সংবাদপত্রকে বলা হয় সমাজের দর্পণ বা আয়না। এই আয়নায় সমাজেরবিস্তারিত পড়ুন
সাতক্ষীরা জেলা ব্যাপী গ্রেফতার ১৩, ইয়াবা-ফেন্সিডিল-গাঁজা উদ্ধার
সাতক্ষীরা জেলা ব্যাপী পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে মাদক মামলারবিস্তারিত পড়ুন