রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ক্ষমতা হারাচ্ছে বিজেপি, ইনসাইডার সমীক্ষার দাবি

ভারতের লোকসভা নির্বাচনে কমতি নেই প্রচার-প্রচারণায়। কিন্তু ১১ এপ্রিলে অনুষ্ঠিত প্রথম পর্বের ভোট শেষে বর্তমান ক্ষমতাশীন দল বিজেপি’র অবস্থা নরবড়ে। সম্প্রতি বিজেপি ইনসাইডার নামে এক টুইটার হ্যান্ডেল এমন তথ্য তুলে ধরে একটি সমীক্ষা প্রকাশ করেছে।

ভারতীয় সংবাদমাধ্যম সংবাদ প্রতিদিন বিশ্লেষণধর্মী এক প্রতিবেদনে উল্লেখ করেছে, আগের তুলনায় কম ভোট পড়ায় বিজেপি নেতারা নাকি বেশ চিন্তায় পড়েছেন। বিজেপি মনে করছে এয়ারস্ট্রাইকের যতটা প্রভাব ভোট বাক্সে পড়ার কথা ছিল, তা হয়নি। সে কারণে ভোটের শুরু থেকে যে মাত্রায় আসন আশা করছিল বিজেপি, ফলাফলে তা নাও মিলতে পারে।

বিজেপি ইনসাইডারে প্রকাশিত সমীক্ষায় দাবি করা হয়, বিজেপি গোটা দেশে ১৫০ থেকে ১৬০টি আসনে পাচ্ছে। মূলত বিজেপির তরফ থেকেই এ সমীক্ষা করা হয়েছে। উত্তরপ্রদেশ, মহারাষ্ট্র এবং বিহারে সবচেয়ে বেশি লোকসান পড়তে যাচ্ছে দলটি।

বিজেপি ইনসাইডার টুইটার হ্যান্ডেলের সমীক্ষায় যা দাবি করা হয়েছে, তা সঠিক কিনা সেটা জানার উপায় নেই। তবে, বিজেপি শিবিরের সঙ্গে ইনসাইডারের ভাল যোগাযোগ আছে বলে মনে করছেন নয়াদিল্লিতে দলটির নেতাকর্মীরা।

তবে উল্লেখ করার মত বিষয় হলো, বিজেপির সঙ্গে যুক্ত একাধিক খবর আগে থেকেই জানিয়েছিল ওই টুইটার হ্যান্ডেল। এমনকি সম্প্রতি ওড়িশার বিজেডি এমপি জয় পাণ্ডার দলটিতে যোগ দেয়ার খবরও আগেভাগে জানিয়েছিল বিজেপি ইনসাইডার।

এ বিষয়ে বিরোধী দলগুলোর দাবি, বিজেপি ইনসাইডারের সমীক্ষাটি সত্যি হতে চলেছে। এরআগে তৃণমূলনেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একাধিক বার বলেছিলেন, বিজেপি ১৫০টির বেশি আসন পাবে না।

ওই টুইটার হ্যান্ডেলে যে টুইটগুলি করা হয়েছে তার অধিকাংশই বিজেপি বিরোধী বলে উল্লেখ করা হয়েছে সংবাদ প্রতিদিনের প্রতিবেদনে। তবে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি অংশ দাবি করছে, বিজেপিকে নিয়ে রসিকতা করা হয়েছে। সেজন্য ওই সমীক্ষাটি বিশ্বাসযোগ্য নয়।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!