শনিবার, নভেম্বর ১৬, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

ক্রাইস্টাচার্চ হত্যাকাণ্ডে ৫ বাংলাদেশির মৃত্যু

নিউজিল্যান্ডের ক্রাইস্টাচার্চে দুই মসজিদে সন্ত্রাসী হামলার পর নিখোঁজ বাংলাদেশিদের মধ্যে আরো দু’জন মারা গেছেন বলে সন্দেহ করা হচ্ছে। রোববার স্থানীয় সংবাদমাধ্যম স্টাফ সম্ভাব্য মৃতদের তালিকায় এ দুজনের নাম অর্ন্তভূক্ত করেছে।
স্টাফের দেয়া তথ্য অনুযায়ী, নিহতরা হলেন, মোজাম্মেল হক (৩০) এবং মোহাম্মদ ওমর ফারুক (৩৬)।

আব্দুল হাই নামে মোজাম্মেল হকের বন্ধু ও ভাই দাবিকারী এক ব্যক্তি স্টাফকে জানান, তিন বছরের বেশি সময় ধরে মোজাম্মেল ক্রাইস্টচার্চে বসবাস করে। তিনি সেখানে স্বাস্থ্যসেবা বিভাগে কাজ করতেন। আগামী সেপ্টেম্বরে তার দেশে ফিরে বিয়ে করার কথা ছিল। মোজাম্মেল দেশে ডেন্টাল ক্লিনিক চালু করতে চেয়েছিলেন।আব্দুল হাই বলেন, মোজাম্মেল চমৎকার মানুষ; সে ছিল বিনীয় ও দক্ষ। সবসবময় সবাইকে যথাযথ সমাদর করতো….ও আমাদের হৃদয়ে গভীর ক্ষত রেখে চলে গেল।

স্টাফ নিহতদের তালিকায় আরেক বাংলাদেশির নাম মোহাম্মদ ওমর ফারুক বলে উল্লেখ করেছে। তবে এর বেশি আর কোনো তথ্য জানা যায়নি ফারুক সম্পর্কে।

জাকারিয়া ভূইয়া নামে নিখোঁজ আরেক বাংলাদেশি আর জীবিত নেই বলেও আশঙ্কা প্রকাশ করছে সংবাদমাধ্যমটি। তবে এ বিষয়ে সুনিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

গত শুক্রবার ক্রাইস্টাচর্চে দুটি মসজিদে সন্ত্রাসী হামলা চালায় ২৮ বছরের ব্রেন্টন নামে এক খ্রিস্টান সন্ত্রাসী। হামলার পর জানা যায় নিহতদের মধ্যে দুজন বাংলাদেশি রয়েছে। এদের একজন হুসনে আরা পারভীন (৪২) ও ড. মুহাম্মদ আব্দুস সামাদ (৬৬)। অর্থ্যাৎ এ পর্যন্ত পাওয়া তথ্যমতে ওই ঘটনায় ৫ বাংলাদেশি নিহত হয়েছেন।এদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়া আলম ৩ জনের মৃত্যুর কথা জানিয়েছেন। তবে মসজিদে সন্ত্রাসী হামলায় বাংলাদেশি মৃতের সংখ্যা বেড়েছে দাবি করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেন, সেখানে মৃতের সংখ্যা ৪ থেকে বেড়ে ৮ জনে উন্নীত হতে পারে। তবে ঠিক কতজন বাংলাদেশির মৃত্যু হয়েছে, সেটা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

একই রকম সংবাদ সমূহ

পাকিস্তানে শক্তিশালী ভূমিকম্পে ১৯ জনের মৃত্যু

পাকিস্তানের উত্তরাঞ্চলে শক্তিশালী ৫ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের আঘাতে ১৯বিস্তারিত পড়ুন

২৪ ঘণ্টার মধ্যে ধেয়ে আসছে ঘূর্ণিঝড় হিক্কা

ধেয়ে আসছে প্রবল ঘূর্ণিঝড় হিক্কা। এর ফলে ঝড়ের পাশাপাশি ভারীবিস্তারিত পড়ুন

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী

টিকাদানের সাফল্যে ‘ভ্যাকসিন হিরো’ পেলেন প্রধানমন্ত্রী। বাংলাদেশে টিকাদান কর্মসূচি একটিবিস্তারিত পড়ুন

  • সর্বজনীন স্বাস্থ্য কর্মসূচির অগ্রগতি ত্বরান্বিত করার আহ্বান
  • রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ায় যুক্ত হচ্ছে চীন
  • ৩য় বারের মতো কাশ্মীর ইস্যুতে মধ্যস্ততার প্রস্তাব ট্রাম্পের
  • এক রাজার ১০০ স্ত্রী ও ৫০০ সন্তান! (ভিডিও)
  • মুখে মাকড়সা চড়লে ‘রিল্যাক্স’ অনুভূত হয় এই নারীর! (ভিডিও)
  • পানির নিচে বিয়ের প্রস্তাব দিতে গিয়ে মার্কিন নাগরিকের মৃত্যু
  • মাথায় ৪ ইঞ্চি লম্বা শিং নিয়ে হাসপাতালে বৃদ্ধ!
  • ১৩০টির বেশি দেশ ঘুরে বেড়ানো এক অন্ধ পর্যটকের গল্প
  • হেলমেট ঢোকেনি মাথায়, জরিমানা নিতে ব্যর্থ ট্রাফিক পুলিশ!
  • ৪ বছর প্রেম শেষে ৩০০ বছর বয়সী ভূতকে বিয়ে! (ভিডিও)
  • ছাগল চুরির ৪১ বছর পর ধরা পড়ল চোর!
  • যে গ্রামে প্রতিটা বাড়িই দরজাহীন, ব্যাংকে নেই তালা!