রবিবার, জানুয়ারি ১৯, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুর যুবলীগের অগ্রযাত্রা রুখতে ষড়যন্ত্রের প্রতিবাদে সংবাদ সম্মেলন

যশোরের কেশবপুর উপজেলা যুবলীগের অগ্রযাত্রা রুখতে একটি মহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

কেশবপুর উপজেলা প্রেসক্লাবে মঙ্গলবার দুপুরে উপজেলা যুবলীগের আহবায়ক প্যানেল মেয়র বিশ্বাস শহীদুজ্জামান শহীদ সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠকালে বলেন, কেশবপুর উপজেলা যুবলীগের বর্তমান কর্মকান্ডে ইশ্বার্ণিত হয়ে এবং যুবলীগের সাংগঠনিক কর্মকান্ড বাধাগ্রস্থ করতে একটি মহল বিভিন্ন ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে। তারই ধারাবাহিকতায় শনিবার গভীর রাতে পাঁজিয়া বাজারের বিভিন্ন স্থানে লিফলেট ছড়ানো হয়েছে। ওই লিফলেটে যুবলীগের যুগ্ম আহবায়ক আবু সাঈদ লাভলু ও তার ভাই যুবলীগের নেতা নাজমূল চাঁদাবাজি করেছে এমন ভিত্তিহীন অভিযোগ করা হয়েছে। কোন ধরনের প্রমান ছাড়াই একটি মহল উপজেলা যুবলীগকে হেয় প্রতিপন্ন করতে বিভিন্ন অপচেষ্টা অব্যহত রেখেছে। সংবাদ সম্মেলনের মাধ্যমে তিনি এ ঘটনার তিব্র নিন্দা ও প্রতিবাদ জানান।

তিনি আরো জানান- সোমবার সকালে পাঁজিয়া ইউনিয়নের মনোহরনগর গ্রামের ঈমান আলীর ছেলে সাজ্জাত হোসেনকে ওই লিফলেট বিতরণের সময় এলাকাবাসীরা হাতে নাতে ধরে ফেলে। তাকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসলে প্রকৃত ঘটনা উদঘাটন হবে বলে তিনি জানান।

তিনি দাবি করে বলেন- বর্তমান উপজেলা যুবলীগের নেতৃবৃন্দ কোন প্রকার চাঁদাবাজি, ঘের দখল অথবা কোন ধরনের অপকর্মের সাথে জড়িত নয়। যুবলীগের নেতাকর্মীর নামে কোন অভিযোগ থাকলে প্রমান সহ আমাদের কাছে দিলে সাথে সাথেই তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহন কর হবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
সংবাদ সম্মেলনের সময় উপস্থিত ছিলেন, উপজেলার মঙ্গলকোট ইউনিয়ন যুবলীগের আহবায়ক আল আলাল দিলু, হাসানপুর ইউনিয়ন যুবলীগের আহবায়ক তুহিন রেজা, যুবলীগ নেতা জয় ভদ্র জগাই, লিটন গাজী, হাবিবুর রহমান, ওবাইদুর রহমান নীল, রবিউল ইসলাম প্রমুখ।

থানা সুত্র জানায়- এই ঘটনায় কেশবপুর থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। বজলুর রহমান নামে এক ব্যক্তিকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

গড়ভাঙ্গায় শিক্ষাবিদ মুকুন্দ মুরারী কুন্ডুর ৩য় মৃত্যুবার্ষিকী পালিত

যশোরের কেশবপুরের গড়ভাঙ্গা মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে মঙ্গলবার বিকালে গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা প্রধান শিক্ষক মুকুন্দ মুরারী কুন্ডুর ৩য় মৃত্যুবার্ষিকী পালন উপলক্ষে তাঁর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন ও স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।
বালিকা বিদ্যালয়ের সভাপতি সিদ্ধার্ত বসুর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন পঁজিয়া ইউপির সাবেক চেয়ারম্যান মাষ্টার নিজাম উদ্দীন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পাঁজিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল আহাদ আল বাহার ও আলহাজ্ব আব্দুল হাকিম। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্রধান শিক্ষক সুপ্রভাত কুমার বসু, গৌরঙ্গ কুন্ডু, গুরুদাস, চিত্তরঞ্জন গোলদার, গোবিন্দ বসু, রফিকুল ইসলাম, এনায়েত আলী, দিপাংকর কুন্ডু, লিটন কুন্ডু প্রমুখ।

নৌকা প্রতীকের পক্ষেসদর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠিত

আগামী জাতীয় সংসদ নির্বচন উপলক্ষে কেশবপুর সংসদীয় আসনে নৌকা প্রতীকের পক্ষে কেশবপুর সদর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠিত হয়েছে।
এ উপলক্ষে মঙ্গলবার সন্ধ্যায় আফছার উদ্দীন গাজীর সভাপতিত্বে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সর্বসম্মতিক্রমে আফছার উদ্দীন গাজীকে উপদেষ্টা, এম এম কবির হোসেনকে আহ্বায়ক, কামরুজ্জামান কামালকে সদস্য সচিব এবং আব্দুর রহিম, মনিরুজ্জামান ও আতিয়ার রহমানকে যুগ্ম-আহ্বায়ক নির্বাচন করে ৬৭ সদস্য বিশিষ্ট কেশবপুর সদর ইউনিয়ন নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা