বৃহস্পতিবার, নভেম্বর ২১, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

আরো খবর...

কেশবপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের অবস্থান কর্মসূচী পালিত

কেশবপুর পৌরসভার কর্মকর্তা-কর্মচারীদের শতভাগ বেতন-ভাতা ও পেনশন প্রথা চালু এবং জনপ্রতিধিদের সম্মানীভাতা রাষ্ট্রীয় কোষাগার হতে প্রদানের দাবীতে সোমবার দিনব্যাপী পৌরসভার সম্মুখে অবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

কেশবপুর পৌরসভা সার্ভিস এ্যাসোসিয়েনের আয়োজনে অবস্থান কর্মসূচী চলাকালীন সময়ে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন পৌর মেয়র রফিকুল ইসলাম।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী ইমামূল হক, সচিব মোশারফ হোসেন, সহকারী প্রকৌশলী সোহেল রানা, হিসাব রক্ষণ কর্মকর্তা আবু নছর মোঃ মোস্তফা কামাল, বস্তি উন্নয়ন কর্মকর্তা বি.এম. মোফাজ্জল হোসেন, উপ-সহকারী প্রকৌশলী শেখ জাহাঙ্গীর হোসেন, হিসাবরক্ষক মফিজুর রহমান, সেনেটারী ইন্সপেক্টর সুজয় কুমার বিশ্বাস, কর আদায়কারী পলাশ সিংহ, বাজার পরিদর্শক মিজানুর রহমান, লাইসেন্স পরিদর্শক মাসুদুজ্জামান, উচ্চমান সহকারী শেখ হাবিবুর রহমান, সহকারী কর আদায়কারী আবুল হোসেন ও তরিকুল ইসলাম, স্টোর কিপার নাছিমা খাতুন, সহকারী এসেসর রিজাউল ইসলাম, সার্ভেয়ার ওমর ফারুক, কার্য্য সহকারী হাফিজুর রহমান, টিকাদান সুপারভাইজার নাজমা পারভীন, কার্য্য সহকারী আমিনুর রহমান, সুপারভাইজার জিহাদুল ইসলাম, বিল ক্লার্ক মুর্শিদা খানম, টিকাদানকারী সিরাজুল ইসলাম, গার্ভেস ট্রাক চালক আব্দুল হালিম, রোড রোলার চালক আশিকুর রহমান, পাম্প চালক হাবিবুর রহমান, পাম্প লাইন মেকানিক জিয়াউর রহমান, এমএলএসএস হাবিবুর রহমান, ফিরোজ খান, বিল্লাল হোসেন, মুকুল হোসেন, নৈশ প্রহরী নিতাই দাস, প্রহরী মাহবুবুর রহমান, মালী তরুণ দাস প্রমুখ।

উল্লেখ্য অবস্থান কর্মসূচী চলাকালীন সময়ে সকল নাগরিক সেবা থেকে বিরত ছিল পৌরসভার কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
ইমেইলে

সাগরদাঁড়ী আ.লীগেরন বিশেষ বর্ধিত সভা

কেশবপুরের সাগরদাঁড়ী ইউনিয়ন আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা রবিবার সন্ধ্যায় চিংড়া বাজারে অনুষ্ঠিত হয়েছে। উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ইউপি চেয়ারম্যান কাজী মুস্তাফিজুল ইসলাম মুক্তর সভাপতিত্বে ও যুবলীগনেতা মামুনের সঞ্চালনায় অনুষ্ঠিত বিশেষ বর্ধিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন যশোর জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী রফিকুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, পৌর আওয়ামী লীগনেতা এ্যাড. মিলন মিত্র, মুক্তিযোদ্ধা ডা: শহিদুল ইসলাম, অধ্যক্ষ মশিয়ার রহমান, উপজেলা আওয়ামী লীগের কৃষি ও সমবায় সম্পাদক এস এম বাবর আলী ও উপজেলা ছাত্রলীগের আহ্বায়ক কাজী আজাহারুল ইসলাম মানিক প্রমুখ।

শাহীনের খোঁজখবর নিতে ঢাকা মেডিকেলে সাংসদ ইসমাত আরা সাদেক

শাহীনের চিকিৎসার খোঁজখবর নিতে রবিবার বিকালে ঢাকা মেডিকেলে আসেন সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী কেশবপুরের সাংসদ ইসমাত আরা সাদেক।
জানা গেছে, শনিবার রাতে শাহীনের মাথায় অস্ত্রোপচার করা হয়েছে। এর পরে তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছে। তার অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।
কেশবপুরের সাংসদ সাবেক জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক রবিবার বিকালে ঢাকা মেডিকেলে আহত শাহীনকে দেখতে যান। তিনি শাহীনের চিকিৎসার খোঁজ-খবর নেন এবং ঢাকা মেডিকেলের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম নাছির উদ্দীনের সাথে কথা বলেন। পরে তিনি শাহীনে পিতা হয়দার আলী মোড়লের সাথে কথা বলেন তাঁকে আর্থিক সহায়তা করেন।
উল্লেখ্য, গত ২৮ জুন দুপুরে যশোরের কেশবপুর উপজেলার মঙ্গলকোট গ্রামের হায়দার আলী মোড়লের ছেলে কর্মজীবী কিশোর শাহীনের ভ্যান যাত্রীবেশে ভাড়া নেয় ভদ্রবেশী দুর্বৃত্তরা। এরপর সাতক্ষীরার পাটকেলঘাটা থানার ধানদিয়ায় নিয়ে রাস্তার দু’পাশের পাট ক্ষেতের নির্জন স্থানে শাহীনের মাথায় আঘাত করে তার শেষ সম্বল ২৫ হাজার টাকা মূল্যের ব্যাটারি চালিত ভ্যান গাড়িটি নিয়ে পালিয়ে যায় তারা।
এদিকে, ওখানেই অজ্ঞান হয়ে পড়ে থাকে শাহীন। একপর্যায়ে জ্ঞান ফিরলে তার কান্নার শব্দে স্থানীয়রা গিয়ে তাকে উদ্ধার করে থানায় খবর দেয়। পুলিশ শাহীনকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে। তবে অবস্থার অবনতি হলে পরদিন শনিবার উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। শনিবার রাত ১০টার দিকে ঢামেকে শাহীনকে নিয়ে পৌঁছায় তার স্বজনরা। এরপর ২৯ জুন দিবাগত রাত ১২টার দিকে শাহীনকে অপারেশন থিয়েটারে নেন চিকিৎসকরা। টানা তিন ঘন্টা ধরে অপারেশন শেষে রাত ৩টায় আইসিইউ’তে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) রাখা হয় তাকে।

সাবেক পৌর মেয়র আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস হৃদরোগে আক্রান্ত

কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা বার্ডেমে ভর্তি হয়েছেন। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ তাঁর আশু সুস্থ্যতা কামনা করেছেন।
জানাগেছে, কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাস গত ২৯ জুন হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা বার্ডেম হাসপাতালে ভর্তি হয়েছেন।
এদিকে উপজেলার বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ কেশবপুর পৌরসভার সাবেক মেয়র ও পৌর বিএনপির সভাপতি আলহাজ্ব আব্দুস সামাদ বিশ্বাসের আশু সুস্থ্যতা কামনা করেছেন।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা