বুধবার, নভেম্বর ২৭, ২০২৪

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরে ৯৫৩ জন কৃষকের মাঝে বিনামূল্যে সার ও বীজ বিতরণ

যশোরের কেশবপুর উপজেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদের সভাকক্ষে রবিবার দুপুরে রবি ও খরিপ-১/২০১৭-১৮ মৌসুমে প্রণোদনা কর্মসূচীর আওতায় বিনামূল্যে সরিষা, ভুট্টা, বিটি বেগুন, মুগ ও তীলের বীজ এবং সার বিতরণ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানার পরিচালনায় প্রধান অতিথি হিসাবে ৯৫৩ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনা মূল্যের বীজ ও সার বিতরন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বিশেষ অতিথি ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর যশোরের উপ- পরিচালক কাজী হাবিবুর রহমান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, উপজেলা প্রকৌশলী মোঃ মুনছুর রহমান, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনির হোসেন, সহকারী উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আব্দুল মান্নান প্রমুখ। অনুষ্ঠানে ১০০ জন ভূট্টা, ৬৫০ জনকে সরিষা, ১০০ জনকে মুগ, ১০০ জনকে তিল ও ৩ জন বিটি বেগুন চাষীর প্রত্যেকের ২০ কেজী করে ডিএপি, ১০ কেজি করে এমওপি সার ও বীজ প্রদান করা হয়। এর আগে প্রধান অতিথি জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক একই মঞ্চে সপ্তাহ ব্যাপী ইঁদুর নিধন অভিযানের উদ্বোধন করেন।

কেশবপুরে চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন-সহ ৫ দফা দাবীতে ঔষুধ কোম্পানীর প্রতিনিধিদের মানববন্ধন
বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া) কেশবপুর উপজেলা শাখার আয়োজনে দেশব্যাপী কর্মসূচীর আওতায় চাকুরীর সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন-সহ ৫ দফা দাবীতে ঔষুধ কোম্পানীর প্রতিনিধিদের মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। রবিবার সকালে শহরের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সম্মুখে উপজেলায় কর্মরত সকল ঔষুধ কোম্পানীর প্রতিনিধিদের উপস্থিতিতে অনুষ্ঠিত মানববন্ধনে ফারিয়ার পক্ষ থেকে বক্তব্য রাখেন কবির হোসেন, আরিফ হোসেন, মলয় কুমার বসু, তৌহিদুল ইসলাম, শরিফুল ইসলাম রকি প্রমুখ। মানববন্ধনে নেতৃবৃন্দ সরকারী বেতন স্কেল অনুযায়ি ৭ম গ্রেড সমপরিমাণ বেতন নির্ধারণ, বর্তমান মূল্যস্ফীতির সাথে সামঞ্জস্য রেখে টিএ/ডিএ ও অন্যান্য ভাতা প্রদান, চাকুরীর নিরাপত্তা ও নিশ্চিয়তা বিধান-সহ একটি সুনির্দিষ্ট নীতিমালা প্রণয়ন, বাংলাদেশ ফার্মাসিউটিক্যালস রিপ্রেজেন্টেটিভ এ্যাসোসিয়েশন (ফারিয়া)কে সরকারী ভাবে কর্তৃক স্বীকৃতি প্রদান, সাপ্তাহিক ছুটি-সহ সকল জাতীয় ছুটি ভোগের বিধান-সহ বিভিন্ন দাবী পেশ করেন।

কেশবপুরে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহ পালিত
বাংলাদেশ শিশু একাডেমী ও কেশবপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের সমাপনী দিন রবিবার সকালে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়ামে শিশু সমাবেশ, আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোঃ মিজানূর রহমানের সভাপতিত্বে ও সহকারী উপজেলা শিক্ষা অফিসার মাসুদুর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক। বক্তব্য রাখেন বাংলাদেশ শিশু একাডেমী কেন্দ্রীয় কার্যালয়ের সাথে সংযুক্ত শিশু বিষয়ক অফিসার বিমল কুমার কুন্ডু, পৌর মেয়র রফিকুল ইসলাম মোড়ল, ভাইস চেয়ারম্যান আব্দুল লতিফ রানা, ভাইস চেয়ারম্যান নাসিমা সাদেক, জেলা পরিষদ সদস্য হাসান সাদেক, থানার অফিসার ইনচার্জ ইনচার্জ এস এম আনোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি তপন কুমার ঘোষ মন্টু, শিশু একাডেমীর প্রশিক্ষক উজ্জ্বল ব্যানার্জী, অলোক বসু বাপী, শিশু বক্তা লিসা মনি, বুশরা, সাদিয়া, নাহিদ প্রমুখ। সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন শিশু একাডেমীর ইকরামূল ইসলাম।

কেশবপুরে পারিবারিক বিরোধে বৃদ্ধের বিষপানে আত্মহত্যা
যশোরের কেশবপুর পল্লীতে পারিবারেক কলহের জের ধরে এক বৃদ্ধ বিষপানে আতœহত্যা করেছে।
এলাকাবাসি সূত্রে জানাগেছে, উপজেলার সন্যাসগাছা গ্রামের ময়েজ আলী শেখের পূত্র ফরমান আলী শেখ (৭০) পারিবারেক কলজের জের ধরে শনিবার সন্ধ্যায় বিষপান করে। প্রথমে তাকে পার্শ্ববর্তী ডুমুরিয়া উপজেলার চুকনগরের একটি ক্লিনিকে এবং পরে অবস্থার অবনতি হলে খুলনা ২৫০ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া পথে বৃদ্ধ ফরমান আলী শেখের মৃত্যু হয়। রবিবার সকালে কেশবপুর থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে প্রেরণ করেছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা