শুক্রবার, জানুয়ারি ২৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরে ১৩ টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করলেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী

যশোরের কেশবপুর পৌরসভায় ৯ কোটি ২৫ লাখ টাকা ব্যয়ে ১৩ টি উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইমসমাত আরা সাদেক এমপি। রোববার বিকেলে শহরের আবু শারাফ সাদেক অডিটোরিয়াম সংলগ্ন সড়কে তিনি এলাকার বিশিষ্ট ব্যক্তি ও কাউন্সিলরদের সাথে নিয়ে ওই উন্নয়ন কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সরকারের ইউজিআইআইপি প্রকল্পের আওতায় কেশবপুর পৌরসভায় ১৩ টি সড়কে ৯ দশমিক ৬৯৭ কিলোমিটার কার্পেটিং ও আরসিসিকরণ এবং ২টি ড্রেন নির্মাণে ৮ কোটি ২৫ লাখ টাকা, জলবায়ু পরিবর্তন বিষয়ক ট্রাষ্টি বোর্ডের আওতায় সৌর চালিত সড়কবাতি স্থাপনে ১ কোটি টাকা এবং প্রধান মন্ত্রীর বিশেষ তহবিলের ৪৫ লাখ টাকা বরাদ্দ দেয়া হয়েছে। ওই সব কাজের দরপত্র প্রক্রিয়া ইতোমধ্যে সম্পন্ন হয়েছে। জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইমসমাত আরা সাদেক ভিত্তিপ্রস্তর স্থাপনের মধ্য দিয়ে সোমবার কাজ শুরু করা হয়েছে।

১৩টি রাস্তা ও ২টি ড্রেন হচ্ছে কেশবপুর ত্রিমোহিনী সড়কের আমিন উদ্দিনের বাড়ি হতে খ্রিস্টান মিশন হয়ে অনন্ত সড়ক গেট পর্যন্ত ৫৭০ মিটার, সাহাপাড়া বুদ্ধদেবের বাড়ি হতে আজিজুরের বাড়ি পর্যন্ত ৩৭৫ মিটার, যশোর সাতক্ষীরা সড়কের গুটলেতলা হতে হাবাসপোল ঈদগাহ পর্যন্ত ১ হাজার ৬০ মিটার, ভবানিপুর মেয়রের বাড়ির সামনে হতে মশিয়ারের বাড়ি ভায়া নাহারের বাড়ি পর্যন্ত ৫১৫ মিটার, আলতাপোল মেঝকোদার মোড় হতে গোলাঘাটা মোড় পর্যন্ত ৩৩৫ মিটার, আলতাপোল মেইন রোড হতে শ্যামল সরকারের ব্রীজ পর্যন্ত ২১২ মিটার, বালিয়াডাঙ্গা সামাদের দোকান ভায়া হাফিজুরের বাড়ি হতে ব্রীজ পর্যন্ত ৪০০ মিটার, যশোর সাতক্ষীরা সড়কের গোলাঘাটা হতে বিদ্যানন্দকাটি স্কুল পর্যন্ত ১ হাজার ৪ শ’ ৬০ মিটার, কেশবপুর পাইলট স্কুল হতে ব্রক্ষ্মকাটি মেষমাথা পর্যন্ত ২ হাজার ১৫০ মিটার, বায়শা রাস্তার ভগিরথ কুন্ডুর বাড়ি হতে বায়শা মোড় কার্পেটিং এর শেষ মাথা পর্যন্ত ১ হাজার ৯০ মিটার, কেশবপুর ত্রিমোহিনী রাস্তার বাবর আলীর মসজিদ হতে ভোগতি সিটলেতলা মোড় পর্যন্ত ৫৮০ মিটার, টিএন্ডটি মোড় হতে মুরগীহাটা পর্যন্ত ৩৭০ মিটার, মধ্যকুল পেট্রলপাম্প হতে ভবানিপুর সুইচগেট পর্যন্ত ২৩০ মিটার ও মধু সড়কের হাবিব সীড্ হাউস হতে ধানেরহাট পর্যন্ত ৩৫০ মিটার। এ ছাড়া কেশবপুর ত্রিমোহিনী রাস্তার পোষ্টঅফিস ভায়া খ্রিস্টান মিশন হতে খোজাখালি খাল পর্যন্ত ৩৫০ মিটার ও থানার মোড় বিএমডিএফ ড্রেনের শেষ মাথা হতে কাচাবাজার হয়ে হরিহর নদী পর্যন্ত ৪০০ মিটার আরসিসি ড্রেন নির্মান।
ভিত্তিপ্রস্তর স্থাপনকালে উপস্থিত ছিলেন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল, প্যানেল মেয়র শহিদুজ্জামান বিশ্বাস, কাউন্সিলর শেখ এবাদত সিদ্দিক বিপুল, আব্দুস সাত্তার খান, শেখ আতিয়ার রহমান, জামাল উদ্দীন সরদার, মফিজুর রহমান, মনিরা খাতুন, মেহেরুন নেসা মেরী, কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ, পৌরসভার সচিব হারেজ আলী, নির্বাহী প্রকৌশলী ইমামুল হক প্রমুখ।

কেশবপুর পৌরসভার মেয়র রফিকুল ইসলাম মোড়ল বলেন, কেশবপুরের সংসদ সদস্য জনপ্রশাসন প্রতিমন্ত্রী ইসমাত আরা সাদেক ঘোষিত কেশবপুর মডেল পৌরসভা গড়ে তোলার অংশ হিসেবে এসব উন্নয়ন কাজ বাস্তবায়ন হচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা