শুক্রবার, এপ্রিল ৪, ২০২৫

কলারোয়া নিউজ

প্রধান ম্যেনু

সাতক্ষীরার সর্বাধুনিক অনলাইন পত্রিকা

কেশবপুরের কিছু খবর

কেশবপুরে স্কুল থেকে ছাত্রী ঝরে পড়া রোধে দলিতের ওরিয়েন্টেশন

যশোরের কেশবপুরে স্কুল থেকে ছাত্রী ঝরে পড়া রোধে শিক্ষক ও এসএমসি কমিটির সদস্যদের এক ওরিয়েন্টেশন বুধবার দিনব্যাপী দলিতের হারচয়েস প্রকল্পেন আয়োজনে প্রকল্প অফিসে অনুষ্ঠিত হয়েছে। ওরিয়েন্টেশনে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেশবপুর উপজেলা প্রেসক্লাবের সভাপতি এস আর সাঈদ। ওরিয়েন্টেশন প্রদান করেন দলিতের হারচয়েস প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক নাজমিন আক্তার ও ইউনিয়ন ফ্যাসালিলেটর নাসিমা খাতুন। শিক্ষক ও এসএমসি কমিটির সদস্যদের মধ্য থেকে বক্তব্য রাখেন বিশ্বজিৎ সরকার, সেফায়েতুন্নেছা, সাজেদা খাতুন, রহিমা খাতুন, আঃ আহাদ, অলিয়ার রহমান, আঃ কাদের, বিশ্বজিৎ অধিকারী, প্রদীপ ব্যানার্জী, সুলতান আহম্মেদ, দীলিপ সরকার, মিনুরানী বিশ্বাস, মামুন হোসেন, শহিদুল ইসলাম, মুর্শিদা আক্তার, শম্পা দত্ত, নাজিম উদ্দীন আহম্মেদ, ফেরদৌসি, নজরুল ইসলাম প্রমুখ।

কেশবপুরে ব্যাবসা প্রতিষ্ঠানে দুঃসাহসিক চুরি সংঘটিত
যশোরের কেশবপুরে শহরে দিশা ভ্যারাইটিস স্টোরে দুঃ সাহসিক চুরি সংঘটিত হয়েছে। চেরেরা নগদ টাকা-সহ অর্ধ লাখ টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে।
কেশবপুর শহরের হাসপাতাল রোডে দিশা ভ্যারাইটিস স্টোরের মালিক রিপন সেন জানান, মঙ্গলবার গভীর রাতে চোরেরা তাঁর ব্যাবসা প্রতিষ্ঠানের ২টি তালা ভেঙ্গে নগদ ১০ হাজার টাকা, ২৫ হাজার টাকার মূল্যের সিগারেট-সহ ৫০ হাজার টাকার মালামাল চুরি করে নিয়ে গেছে। তিনি আরো জানান, ইতিমধ্যে তোহা টেলিকম, সুচরিতা হোটেল-সহ কয়েকটি ব্যাবসা প্রতিষ্ঠানে চুরি সংগঠিত হয়েছে। যার ফলে ঐ এলাকার ব্যাবসায়ীরা চোর আতংকে রয়েছে।

গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত
যশোরের কেশবপুর উপজেলার গড়ভাঙ্গা মাধ্যমিক বিদ্যালয়ে ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দিনব্যাপী ক্রীড়া প্রতিযোগিতায় ক্লাশ ভিত্তিক ফুটবল প্রতিযোগিতায় দশম শ্রেণী ফুটবল একাদশ ৩-০ গোলে নবম শ্রেণী ফুটবল একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ান হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা। বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য আব্দুল গফুর। খেলা পরিচালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মাহাবুর রহমান ও ধারা বর্ণনায় ছিলেন সহকারী শিক্ষক আতিয়ার রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জয় সাহা তাঁর ব্যক্তিগত উদ্যোগে উক্ত বিদ্যালয়ে দুটি ফুটবল, একটি ক্রিকেট সেট ও একসেট বুট প্রদান করেন।

মাদারডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস পালন
যশোরের কেশবপুর উপজেলার মাদারডাঙ্গা সরকারী প্রাথামক বিদ্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ১৫ আগস্ট বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, শোক র‌্যালি, আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি গীতা রাণী দেবনাথের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক নিজাম উদ্দীনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার আসাদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন সহকারী শিক্ষা অফিসার হারুন অর রশিদ ও রাজনগর বাঁকাবর্শী মাধ্যমিক ব্যিালয়ের প্রধান শিক্ষক প্রভাত কুমার কুন্ডু।

কেশবপুরে সন্ত্রাসী হামলায় ছাত্রলীগ নেতা জখম
যশোরের কেশবপুর পৌর ছাত্রলীগ নেতা রাসেল হোসেন সন্ত্রাসী হামলায় রক্তাক্ত জখম হয়েছেন। মঙ্গলবার রাতে সাবদিয়া গ্রামের শাহীন হোসেনের নেতৃত্বে তার ওপর ওই হামলা হয়েছে।
কেশবপুর থানা বরাবর লিখিত অভিযোগে জানাগেছে, মঙ্গলবার সন্ধ্যার পর কেশবপুর কলেজের বিএ দ্বিতীয় বর্ষের ছাত্র ও পৌরসভার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সভাপতি সাবদিয়া গ্রামের আব্দুল মাজেদের ছেলে রাসেল হোসেনকে একই গ্রামের শাহীন মোবাইল ফোনে শহরের আলিয়া মাদ্রাসার সামনে ডেকে নিয়ে ৫ জনে মিলে লোহার রড দিয়ে পিটিয়ে মূমূর্ষ অবস্থায় তাকে পল্লী বিদ্যুৎ অফিসের সামনে ফেলে রেখে যায়। স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। ওই ঘটনায় ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে।
থানার অফিসার ইনচার্জ এস এম আনোয়ার হোসেন বলেন, ছাত্রলীগ নেতা রাসেল হোসেনের ওপর হামলার ঘটনায় শাহীনসহ ৫ জনের বিরুদ্ধে থানায় অভিযোগ হয়েছে। শাহীনকে আটকের জন্য মঙ্গলবার রাত থেকে পুলিশ অভিযান চালিয়ে যাচ্ছে।

একই রকম সংবাদ সমূহ

১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!

যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন

বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা

বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন

ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত

যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন

  • কেশবপুরে বর্ণাঢ্য আয়োজনে মিনা দিবস পালিত
  • কেশবপুরে মটরসাইকেলসহ মাদক ব্যবসায়ী আটক
  • কেশবপুরে তৃণমূল সাংবাদিক দলের ত্রৈমাসিক সমন্বয় সভা
  • কেশবপুরে জয় সাহাকে পুনরায় ক্রীড়া সংস্থার সা.সম্পাদক করার দাবী
  • ঝিকরগাছার বাঁকড়ায় আ.লীগের বর্ধিত সভা
  • শার্শার হাড়িখালি আমবাগান থেকে অজ্ঞাত বৃদ্ধের লাশ উদ্ধার
  • কেশবপুরে ভ্রাম্যমান আদালতে দুই মহিলা চোরকে কারাদন্ড
  • কেশবপুর উপজেলা দলিত পরিষদের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত
  • কেশবপুরের ভাল্যুকঘর মাদরারাস নিয়ে এক প্রভাষক ষড়যন্ত্রে লিপ্ত!
  • মারধর করায় বাচ্চা কোলে নিয়ে কেশবপুরে থানায় হনুমানের দল
  • বেনাপোল দিয়ে ইলিশমাছ ভারতে পাচারের সময় গ্রেফতার-২
  • বেনাপোল পোর্ট থানার ওসিকে পত্রিকা প্রতিনিধিদের ফুলেল শুভেচ্ছা