কেশবপুরে সাগরদাঁড়িতে মধু মেলা ৪র্থ দিনে ঝিমিয়ে পড়েছে
কেশবপুরের সাগরদাঁড়িতে ২৫ জানুয়ারি মহাকবি মাইকেল মধুসূদন দত্তের ১৯৪তম জন্মবার্ষিকী। এসএসসি পরীক্ষার কারণে ২০জানুয়ারি থেকে শুরু হয়েছে সপ্তাহ ব্যাপী মধু মেলা। মধু মেলার ৪র্থ দিনেও মেলা জমে উঠেনি। সোমবার দুপুরে সাগরদাঁড়িতে মেলার মাঠ ঘুরে দেখা গেছে, মেলা উপলক্ষে বসেছে বিভিন্ন স্টল। কিন্তু ক্রেতার তেমন কোন সমাগত দেখা মেলেনি। এবার মধু মেলায় বসেছে কম্বল, ঝিনুক মালা, চুরি, হোটেল, মিস্টির দোকান, খাট পালংক, ফুলদানি, কুঠির শিল্প, শিশুদের খেলনা, নাগোরদোলা, যাদু প্রদর্শনী, ট্রেন, মৃত্যুকুপ, লাঠিখেলা। এছাড়া রয়েছে, বিনোদনের চিড়িয়াখানা। পাবনা থেকে আসা কম্বল ব্যবসায়ী আবু তাহের জানান, প্রতিবছরের ন্যায় এবার আগাম মধুমেলা শুরু হওয়ায় বেচা কেনা খুবই কম। তাছাড়া অন্য বছরের ন্যায় এবার মাঠের ভাড়াও বেশি।
পাবনার আমিন উদ্দিন ভাণ্ডার হোটেলের মালিক জানান, মেলার আইজ ৪র্থ দিন আমার দোকানে ৭ জন শ্রমিক রয়েছে। বেচা কেনা তেমন ভাল নয়। অনিল নন্দ বলেন, আমার মিস্টির দোকানে মিস্টি বিক্রি হচ্ছেনা। এবার মনে হয় অনেক টাকা লচ খেতে হবে। যদি গত বারের মত যাত্রা হত তাহলে ব্যবসায় লাভ হত। কেশবপুরের বালিয়াডাঙ্গা গ্রামের চটপটি ব্যবসায়ী আ: সাত্তার বলেন, চটপটির দোকান দিয়ে লচ খেয়ে বাড়ি ফিরতে হবে। কিশরগঞ্জের মোবারক মদন বলেন, সকাল থেকে দুপুর পর্যন্ত আমার চুরির দোকানে মাত্র ৫শ টাকা বিক্রি করেছি। এ ভাবে চলতে থাকলে মাঠের ভাড়ার টাকাও উঠবে না। খুলনার নূর নবী জানান, ঝিনুক মালার দোকান দিয়েছি কিন্তু বেচা কেনা নেই। কয়েকজন ক্রেতা এসে মালের দামও কম বলে। এভাবে চলতে থাকলে মনে হয় লচ খেয়ে বাড়ি ফিরে যাওয়া ছাড়া কোন উপায় নেই। রেজাকাটির কুঠির শিল্প ব্যবসায়ী বলেন, গত বার মেলায় বেচাকেনা করে ৩৫ হাজার টাকা লাভ করে ছিলাম। এবার বেচা কেনা একেবারে কম। আবুল হোসেন, পান্ডা, মোশাররফ, অহেদ, আকাশ, আব্দুল সোবহান, শিমুল বলেন, গত বার মেলাতে দোকান দিয়ে ব্যবসা ভাল হয়েছিল। তাদের কাছে জানতে চাইলে তারা বলেন গত বছরে যাত্রা ছিল বলে আমাদের দোকানে বেচা কেনা বেশি হত। এবার মেলাতে ব্যবসা করে খালি হাতে বাড়ি ফিরে যেতে হবে। বাগেরহাটের পালঙ্গ ব্যবসায়ী গোবিন্দ বলেন ৪ দিনের মধ্যে খাট পালঙ্গ বিক্রি করতে পারেনি। সাগরদাঁড়ি কপোতাক্ষ চিড়িয়া খানার মালিক আনিস উদ্দিন বলেন, আমার চিড়িয়া খানায় রয়েছে হরিণ, বাঘ, একটি গরুর ২টি লেজ ও ৬ টি পা, কুমির, অজাগরসহ বিভিন্ন ধরণের পাখি। চিড়িয়া খানায় আসা দর্শনাথীদের সংখ্যা খুবই কম। দি লক্ষী নারায়ন সার্কার্স এর টিকিট কাউন্টারের সোহেল পারভেজ জানান, এবার মধু মেলাতে ভিড় জমছে খুবই কম। টিকিট ছাড়া তার পরেও অনেক পাবলিক বিনা পয়সাতে সার্কার্স দেখছে। নওয়াপাড়া, শার্শা, নাভারণ, ঝিকরগাছা, চৌগাছাসহ বিভিন্ন স্থান থেকে আসা মধু ভক্তরা জানান, এবার মেলাতে কোন আনন্দ উল্লাস নেই। আমরা যেটা চেয়েছিলাম। সেটাত বন্ধ রয়েছে। তারপরেও অনেক টাকা খরচ করে কবির বাড়িতে আসতে পেরে আমরা ধন্য হয়েছি। ফতেপুর, চিংড়া, গোবিন্দপুর, গোপসেনা, মেহেরপুর, পাঁজিয়া, বগাসহ অনেকেই জানান মহাকবি মাইকেল মধুসূদনের জন্ম স্থান সাগরদাঁড়িতে। এবার মধু মেলাতে অশ¬ীল যাত্রা, যাদু না থাকায় সুষ্ঠু ভাবে মেলা চলছে।
এছাড়া গত মেলাতে ওই সমস্ত অশীল নাচের কারণে যুব সমাজ নষ্টের দিকে ঝুকে পড়েছিল। আমরা দাবি করব প্রতিবছর মধুমেলাতে আর যেন অশ¬ীল না হয়। এভাবে মেলা চলবে। তাহলে পরিবেশ সৌন্দয্য হয়ে উঠবে। এব্যাপারে মাঠ মালিক শামীম রেজা বলেন, আগাম মধু মেলা শুরু হওয়ায় দূর দূরান্ত থেকে দর্শনার্থীরা আসতে পারেনি। তাছাড়া যাত্রা পালা না থাকায় দূর থেকে কিছু আসা দর্শনার্থীরা রাতে থাকার জায়গা না থাকায় বাড়ি ফিরে যাচ্ছে। গত কাল সার্কাস থেকে মাত্র ১৫ হাজার টাকার টিকিট বিক্রি হয়েছে। তাতে করে আমার ৮০ হাজার টাকা ক্ষতি হয়েছে এবং প্রতিদিন দোকানের ভাড়া দেচ্ছেনা দোকানদাররা। তাদের দাবি বেচা কেনা কম হওয়ায় ভাড়া দিতে হিমসিম খেয়ে উঠছে। সে আরও বলেন মধু মেলাতে যদি যাত্রাপালা থাকত দূর থেকে আসা দর্শনার্থীরা রাত জেগে যাত্রাপালা দেখত।
এই ভাবে মেলা চলতে থাকলে বড় ধরণের ক্ষতি হবে বলে তিনি জানান। এছাড়াও প্রতিদিন সাগরদাঁড়ির মধু মঞ্চে আলোচনার পাশাপাশি নাটক, যাত্রাপালা, কবিতা আবৃতিসহ মনোজ্ঞপূর্ণ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজনও থাকছে।
কলারোয়া নিউজে প্রকাশিত কোনও সংবাদ, কলাম, তথ্য, ছবি, কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার দণ্ডনীয় অপরাধ। অনুমতি ছাড়া ব্যবহার করলে কর্তৃপক্ষ আইনি ব্যবস্থা গ্রহণ করবে। (Unauthorized use of news, image, information, etc published by kalaroa News is punishable by copyright law. Appropriate legal steps will be taken by the management against any person or body that infringes those laws.)
একই রকম সংবাদ সমূহ
১৪ জুলাই: যবিপ্রবির ল্যাবে সাতক্ষীরা জেলার ৩০ জন করোনা পজিটিভ!
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) জিনোম সেন্টারে ১৪ জুলাই,২০২০বিস্তারিত পড়ুন
বেনাপোলে নৌ-পরিবহন প্রতিমন্ত্রীর বৈঠক বর্জন করলো সাংবাদিকরা
বেনাপোল স্থলবন্দর আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের দ্বিতীয়তলায় নৌ-পরিবহন প্রতিমন্ত্রী ও স্থলবিস্তারিত পড়ুন
ঝিকরগাছায় বাস চাপায় মোটরসাইকেল আরোহী শিশুসহ দু’জন নিহত
যশোরে বাস চাপায় এক শিশু ও এক মোটসাইকেল আরোহীর মৃত্যুবিস্তারিত পড়ুন